উইকিপিডিয়া:অধিকারের আবেদন/আইপি বাধামুক্ত

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা DelwarHossain (আলোচনা | অবদান) কর্তৃক ১৭:০৯, ২৪ অক্টোবর ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

আইপি বাধা রহিতকরণ

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


DelwarHossain

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

একসময় নিজস্ব ডিভাইসে (ল্যাপটপেট) উইকি সম্পাদনা শুরু করি। কোভিড সময়কাল পর্যন্ত করে গেছি। কিন্তু বর্তমানে বিকল্প না থাকায় অফিসের কম্পিউটার, কখনো বা ছোট ভাইয়ের কম্পিউটার আবার কখনো নিজের মোবাইলে (খুব বেশি অভ্যস্ত না) সম্পাদনা করা হয়। সেক্ষেত্রে একেকবার একেক নেটওয়ার্ক ও একাধিক রেঞ্জের আইপি থেকে উইকির ব্যবহার করতে হয়। একেকবার একেক আইপির ব্যবহারে কিছুটা জটিলতা তৈরি হচ্ছে। তাই এ পরিস্থিতি বিবেচনাপূর্বক ও বিনা বাধায় নিয়মিত উইকি সম্পাদনা অব্যাহত রাখতে অধিকারটির আবেদন করছি। দেলোয়ার () • ১৭:০৯, ২৪ অক্টোবর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]