উইকিপিডিয়া:অধিকারের আবেদন/রোলব্যাক

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Yahya (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:৩১, ৫ ডিসেম্বর ২০২০ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎Ppt2003: পরিষ্কার)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

রোলব্যাক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


Hirok Raja

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

রোলব্যাক অধিকার সর্ম্পকে অবগত আছি। রোলব্যাক অধিকারটি পেলে ধ্বংসাত্মক সম্পাদনা সহজে বাতিল করতে পারবো যা (নিবন্ধন ও নিবন্ধিত নবাগত ব্যবহারকারী এবং আইপি হতে ধ্বংসাত্মক সম্পাদনা) টুইংকেল দিয়ে বাতিল করা সময়সাপেক্ষ ও কষ্টকর। পুনশ্চঃ আমার স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকার রয়েছে। কোপার্নিকাস (আলাপ) ০৪:১৫, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি বাংলাতে যতগুলো অধিকার আছে তা প্রায় সবগুলো একসাথে আবেদন Wikipedia:Hat collecting~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:৩৭, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Owais Al Qarni

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি যখনই উইকিপিডিয়ায় ঢুকি, সাম্প্রতিক পরিবর্তনে চোখ বুলিয়ে নিই। কিন্তু মাঝেমধ্যে বিভিন্ন আইপি এড্রেস থেকে ছোট ছোট আকারে বিভিন্ন ধ্বংসাত্মক ও অপ্রয়োজনীয় / পরীক্ষামূলক সম্পাদনা এত অধিক পরিমাণে করা হয় যে, যা একটা একটা বাতিল করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আর প্রায়সময়ই ঘন্টাব্যাপী কোন রোলব্যাকারকে এক্টিভ থাকতে দেখা যায় না।

আমি রোলব্যাক পড়ে দেখেছি এবং উইকিপিডিয়ার সম্পাদনা নীতি সম্পর্কে অবগত আছি। অধিকারটি পেলে আমি উইকিপিডিয়ায় আরো ভাল অবদান রাখতে পারব। তাই অধিকারটি প্রদানের জন্য প্রশাসকবৃন্দের নিকট আবেদন করছি। ওয়াইস (আলাপ) ০১:৩৩, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Owais Al Qarni: এই বিষয়ে আপনার সম্পাদনা কম, বলতে গেলে আজকেই সব করেছেন। এই অধিকার দেয়ার আগে দেখা প্রয়োজন আপনি ঠিক মত সম্পাদনা বাতিল করছেন কিনা এবং তা কেবল একদিন না। আপনি চাইলে এই সময়ে ব্যবহারকারী:Owais Al Qarni/common.js-এ mw.loader.load('//meta.wikimedia.org/w/index.php?title=User:FR30799386/undo.js&action=raw&ctype=text/javascript'); যোগ করে নিতে পারেন, যা আপনার কাজ সহজ করবে। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৪৪, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২১:০২, ২০ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Hirok Raja

  • অনুরোধের অবস্থা:    সফল

সাম্প্রতিক সময়ে উইকিপিডিয়ায় নিবন্ধ ও সদস্য সংখ্যা দুটোই বৃদ্ধি পাচ্ছে দ্রুতহারে। সেই সাথে বাড়ছে অনিবন্ধিত আইপি হতে করা ধ্বংসাত্মক সম্পাদনা, নবাগত নিবন্ধিত ব্যবহারকারীগণও পরীক্ষামূলক বা অপ্রয়োজনীয় সম্পাদনা করে চলছেন স্বেচ্ছায় বা অনিচ্ছায়, কখনোবা তারাও ধ্বংসপ্রবণতায় লিপ্ত হচ্ছেন। এডিটাথন উপলক্ষে তা আরো তীব্র হচ্ছে। সংশ্লিষ্ট সমস্ত নীতিমালা সম্পর্কে অবগত হয়ে রোলব্যাক অধিকার প্রাপ্তির অনুরোধ জানাচ্ছি। অধিকারটি পেলে উল্লেখিত বিষয়গুলো সহজে সমন্বয় করতে পারবো যা টুইংকল দিয়ে করা বেশ সময়সাপেক্ষ ও কষ্টকর। পুনশ্চঃ আমার স্বয়ংক্রিয় পরীক্ষক এবং নিরীক্ষক অধিকার দুটি রয়েছে এবং পূর্বে আরো একবার করা রোলব্যাকারের জন্য অনুরোধটি হ্যাট কালেক্টিংয়ের জন্য বাতিল হয়েছিলো। ✒: হীরক রাজা ❯❯❯ আলাপ ১৮:১০, ২১ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২০:০২, ২৮ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]


Mzz Tanmay

  • অনুরোধের অবস্থা:    সফল

যখনই আমি সময় পাই উইকিপিডিয়ায় অবদান রাখার চেষ্টা করি। আমি উইকিপিডিয়া:রোলব্যাক সম্পর্কে পড়েছি। আমি তার মাধ্যমে জেনেছি যে, কখন রোলব্যাক করতে হয় এবং কখন রোলব্যাক করতে হয় না। বিভিন্ন আইপি থেকে অনেক সময় ধংস্বপ্রবণ কাজ হয়। যেমন: প্রার্থনা ফারদিন দীঘি পাতার সবকিছু একটা আইপি থেকে মুছে ফেলা হয়েছিল। আমার নজরে বিভিন্ন সময় এই ধরনের ধ্বংসপ্রবণতা ধরা পড়ে। ~ তন্ময় (আলাপ) ১৭:৪০, ৩০ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২০:২৩, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আলবি রেজা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ হওয়ায় অসংখ্য সম্পাদক একে সমৃদ্ধ করতে পারেন। আবার এই উন্মুক্ততার কিছু অসুবিধাও রয়েছে। যেমন: অনিবন্ধিত ব্যবহারকারীর সম্পাদনায় অপটুতা, কোনো কোনো সম্পাদকের অজ্ঞতাবশত ভুল সম্পাদনা। কখনো কখনো এসব সমস্যার সম্মুখীন হওয়ায় রোলব্যাকের অধিকারের প্রয়োজনীয়তা অনুভব করছি‌। এতে অল্প সময়ে নিবন্ধের ত্রুটি দূর করা সম্ভব। বাংলা উইকিপিডিয়া যেন অধিকাংশ ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও নির্ভুল তথ্যভাণ্ডার হয়ে ওঠে এই আকাঙ্ক্ষা থেকে এই বিশেষ অধিকারটি প্রত্যাশা করি ‌ আলবি রেজা (আলাপ) ১৪:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@আলবি রেজা: সুধী, রোলব্যাক অধিকারটি কোনো অনভিজ্ঞ ব্যবহারকারীকে দেওয়া হয় না। আপনার অবদান পর্যালোচনা করে দেখা গেলো ৩১০টি সম্পাদনার মধ্যে এখন পর্যন্ত আপনি একটি সম্পাদনাও বাতিল করেন নি, তাছাড়া আপনার তৈরিকৃত নিবন্ধ সংখ্যাও মাত্র ৪টি। অনুগ্রহ করে রোলব্যাক অধিকার সম্পর্কে জানতে WP:রোলব্যাক দেখুন। বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে থাকুন তাহলে এই অধিকারটি প্রশাসকবৃন্দ আপনাকে দিবেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:২৪, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়নি। নিয়মিত অবদান রাখুন। ভবিষ্যতে আপনাকে অবশ্যই এই অধিকার দেয়া হবে।ফেরদৌস০৮:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

QueerEcofeminist

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

I have been patrolling pages here as part of my crosswiki work, many a times I come here to rollback and mark vandalisms for deletion, it would be very helpful for me to get rollback and if possible autopatroll(as your filters prevent me from marking userpages for deletion.). I am extremelly sorry for writing this in English as I can't type in the project language, But as it would be evident from my contributions that, I can read enough to identify vandalisms, copyvios and help cleaning them. thanks --QueerEcofeminist (আলাপ) ০৫:১৬, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি) QueerEcofeminist (আলাপ) ০৫:১৬, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি Sorry, we do not normally give rights for cross-wiki purposes. You should get a global rollback rights. Thanks. ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২০, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Md. Golam Mukit Khan

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি গত বছরের মে মাস থেকে উইকিপিডিয়ার সাথে যুক্ত আছি এবং প্রায় ছয় মাস ধরে টুইংকেল ও মোবাইল আনডু স্ক্রিপ্টের সাহায্যে বিশেষ:সাম্প্রতিক পরিবর্তন পাতা টহল দিয়ে আসছি। ধ্বংসপ্রবণ সম্পাদনাগুলো দ্রুত ও সহজে বাতিল করতে এবং SW Viewer ব্যবহারের সুবিধা পেতে আমার এই অধিকারটি প্রয়োজন। আমি উইকিপিডিয়া:রোলব্যাক পাতাটি পড়েছি এবং বাংলা উইকিপিডিয়ায় আমার ইতোমধ্যে স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটি আছে। গোলা মুকি(আলাপ)১৯:৫১, ১২ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২১:১০, ১৬ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

MdsShakil

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

সাম্প্রতিক সময়ে উইকিপিডিয়ায় নিবন্ধ ও সদস্য সংখ্যা দুটোই বৃদ্ধি পাচ্ছে দ্রুতহারে। সেই সাথে বাড়ছে অনিবন্ধিত আইপি হতে করা ধ্বংসাত্মক সম্পাদনা, নবাগত নিবন্ধিত ব্যবহারকারীগণও পরীক্ষামূলক বা অপ্রয়োজনীয় সম্পাদনা করে চলছেন স্বেচ্ছায় বা অনিচ্ছায়, কখনোবা তারাও ধ্বংসপ্রবণতায় লিপ্ত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে তা আরো তীব্র হচ্ছে। সংশ্লিষ্ট সমস্ত নীতিমালা সম্পর্কে অবগত হয়ে রোলব্যাক অধিকার প্রাপ্তির অনুরোধ জানাচ্ছি। অধিকারটি পেলে উল্লেখিত বিষয়গুলো সহজে সমন্বয় করতে পারবো যা টুইংকল দিয়ে করা বেশ সময়সাপেক্ষ ও কষ্টকর। আজকেও এমন বেশ কয়েকটি আমার সামনে এসেছে,যার মধ্যে একটা(কুমিল্লা জেলা ঠিক করেছি কয়েকবার‌, অতএব এইরকম ধ্বংসপ্রবণতা রোধে অবদান রাখার জন্য আমাকে রোলব্যাক অধিকার টি দেওয়া হোক। MdsShakil (আলাপ) ১৩:৪৪, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি, ১১ মাসে মাত্র ১৬৮ টি সম্পাদনা৷ নিয়মিত অবদান রাখুন। আশা করি অচিরেই অধিকারটি অর্জন করবেন। রোলব্যাকের কাজে টুইঙ্কল ব্যবহার করুন। ধন্যবাদ। ফেরদৌস০৯:০৪, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Safi Mahfouz

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি রোলব্যাক পাতাটি পড়ে দেখেছি। সাধারনত সাম্প্রতিক পরিবর্তনে টহল দেবার সময় অনিবন্ধিত ও নতুন নিবন্ধিত ব্যবহারকারীদের বিভিন্ন ধ্বংসাত্মক, অগঠনমূলক ও পক্ষপাতদুষ্ট সম্পাদনা চোখে পরে। আমার common.js-এ মোবাইল আনডু স্ক্রিপ্টটা ইন্সটল করা আছে। তার দ্বারা সম্পাদনা বাতিল করা বেশ ঝামেলার। তাই প্রশাসক বর্গের কাছে আবেদন করছি, আমাকে এই অধিকারটি প্রদান করে কাজটা সহজ করে দিন। সাফী মাহফূজ বলুন ১৭:৫২, ৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৫৫, ১৪ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Shashanka Chandra Das

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক Shashanka Chandra Das (আলাপ) ০৮:৩৯, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি গণহারে অধিকারের আবেদন। --~মহীন (আলাপ) ০৮:৫৩, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Ppt2003

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি অনেক দিন ধরেই উইকিপিডিয়ায় যুক্ত আছি এবং নিয়মিত সম্পাদনা করছি। রোলব্যাক অধিকারটি পেলে আমার পক্ষে অপ-সম্পাদনাগুলো অপসারণ করা সহজতর হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব এর সদ্ব্যবহার করার। তাই আমার এ আবেদনটি গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ রইল।Ppt2003 (আলাপ) ১৩:৫৬, ৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]