উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ফাইল স্থানান্তরকারী

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Ruhan (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৪৯, ৯ ডিসেম্বর ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


ফাইল স্থানান্তরকারী

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

Wiki Ruhan

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি বর্তমানে বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন ভুল-ভ্রান্তি সংশোধন করছি৷ উইকিপিডিয়ায় চিত্র আপলোডকারীর অনেকেই চিত্রের গ্রহনযোগ্যতা, যথার্থতা ও লাইসেন্সের গুরুত্ব না বুঝেই ভুলভাবে চিত্র আপলোড করে৷ এমনকি তারা চিত্রের বিবরণ ও উৎসের মতো গুরুত্ববহ বিষয় যোগ করতে ভুলে যায়৷ তাছাড়াও চিত্র ভুল নামে আপলোড করা হয়। এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। আমি এসব সমস্যা দূর করার জন্য এই অধিকারটি চাইছি৷ আমি বর্তমানে চিত্র বা মিডিয়া নিয়ে কাজ করছি এবং নিয়মিত মিডিয়া ফাইল নিয়ে কাজ করতে চাই। উইকিপিডিয়াতে ছবির লাইসেন্স প্রদান বিষয়ে আমি নীতিমালাগুলো বিশদভাবে জেনেছি৷ আর উইকি আলাপন ১.০ এর কর্মশালাতে নাহিদ ভাইয়ার কাছে এ বিষয়ে ধারণা পেয়েছি। আমি ছবির নাম পরিবর্তনের নীতিমালা অর্থাৎ কখন ছবির নাম পরিবর্তন করা উচিত বা কখন উচিত নয় তা জেনেছি। অধিকারটির নীতিমালা ও দায়দায়িত্ব আমার অবগত। অধিকারটি পেলে ছবি নিয়ে কাজ করতে আমার সুবিধা হবে। — Wiki Ruhan (আলাপ) ১২:৪৯, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]