উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ফাইল স্থানান্তরকারী

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা DelwarHossain (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৪৬, ৮ আগস্ট ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎DelwarHossain: উত্তর)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


ফাইল স্থানান্তরকারী

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

DelwarHossain

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

বাংলা উইকিপিডিয়ায় আমি নিয়মিত সম্পাদনা করে যাচ্ছি। আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ ও নিরীক্ষক সুবিধা রয়েছে। সম্পাদনার প্রয়োজনে ফাইল স্থানান্তরকারী সুবিধা প্রয়োজন। --দেলোয়ার২২:০৯, ২৭ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সম্পাদনার জন্যে ফাইল স্থানান্তর সুবিধা প্রয়োজন ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনি এই অধিকার ছাড়াও সম্পাদনা চালিয়ে যেতে পারেন। অনুগ্রহ করে বলুন যে এর দ্বারা আপনি কি ধরণের কাজ করতে আগ্রহী। আপনার কি ফাইল স্থানান্তর সম্পর্কে স্পষ্ট ধারণা আছে? ফেরদৌস১০:২৮, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Ferdous: আমার কাছে জানতে চাওয়ার জন্যে ধন্যবাদ। আমি ফাইল স্থানান্তরের সুবিধা নিয়ে বাংলা উইকিপিডিয়ায় ভুল নামে আপলোডকৃত চিত্রের নাম পরিবর্তন করতে চাই। এছাড়া ইংরেজি বানানে যে ফাইলগুলো রয়েছে সেগুলোতে বাংলায় অনুবাদ কিংবা বাংলা ভাষায় স্থানান্তর করতে এ ‍সুবিধাকে কাজে লাগাতে চাই। --দেলোয়ার১০:৪৬, ৮ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ZI Jony

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বর্তমানে নিয়মিত বাংলা উইকিপিডিয়াতে কাজ করছি, এবং আমি চিত্র স্থানান্তরকারী অধিকার সম্পর্কে অবগত। আমি মনে করি যে এই অধিকারটি আমাকে আরও দ্রুত কাজ করতে সাহায্য করবে কেননা আমি নিয়মিত চিত্র গুলোকে পর্যালোচনা করছি। ধন্যবাদ জনি (আলাপ) ১৮:১৭, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৪, ৭ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]