উইকিপিডিয়া:অধিকারের আবেদন/নিরীক্ষক

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Ruhan (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:৩৮, ২৮ জুলাই ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

নিরীক্ষক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


মোহাম্মাদ ইসমাইল

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করে থাকি। বাংলা উইকিপিডিয়ায় আমার রোলব্যাকার ও ফাইল মুভার অধিকার রয়েছে। অমিমাংসীত সম্পাদনাগুলো নিরিক্ষার জন্য আমার এই অধিকারটি দরকার। আমি নিরিক্ষার নীতিমালা সম্পর্কে অবগত আছি। ~ইসমাইল (আলাপ) ১৬:২১, ২২ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪৯, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Wiki Ruhan

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি উইকিপিডিয়ার সমৃদ্ধতা দেখে মুগ্ধ। তবে সমৃদ্ধতার দিক থেকে আমাদের বাংলা উইকিপিডিয়া একটু পিছিয়ে আছে। ইংরেজি উইকিপিডিয়াকে আদর্শ মেনে আমাদের বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে চাই দক্ষ ও অনুরাগী নিরীক্ষক। আমি আমার দেশপ্রেম থেকে বলছি আমি আমার জ্ঞানের সর্বোচ্চ সীমা পর্যন্ত চেষ্টা চালাব পেজগুলোকে নির্ভুল ও তথ্যবহুল করতে। আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ সুবিধা যুক্ত আছে এবং তা থেকে অনুপ্রাণিত হয়ে আমি নতুন পাতাগুলো পেট্রোল করছি গত কয়েকমাস ধরে। এছাড়াও উইকিপিডিয়ার পাতাগুলি পরিষ্কারকরণ, তথ্যসূত্র যাচাইকরণ করছি। আমি নিরীক্ষক অধিকার সম্পর্কে পড়েছি এবং উল্লেখযোগ্যতা মানদণ্ড বিবেচনায় আমি নতুন নিবন্ধ তৈরি ও অনুবাদ করছি। এসব করতে গিয়ে বাংলা উইকিপিডিয়ার ধ্বংসপ্রবণতা ও মৌলিক বিষয়বস্তু নীতিমালা সম্পর্কে অবগত হয়েছি। তাই আমাকে যদি যোগ্য মনে করেন তবে নিরীক্ষক পদটি দিয়ে কৃতার্থ করবেন। -ধন্যবাদ —রুহান (আলাপ) ১৯:৩৮, ২৮ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]