উইকিপিডিয়া:অধিকারের আবেদন/স্বয়ংক্রিয় পরীক্ষক

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা সুমিত রায় (আলোচনা | অবদান) কর্তৃক ১৮:০৫, ৯ মে ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

স্বয়ংক্রিয় পরীক্ষণ

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)

Maruf Hossain

  • অনুরোধের অবস্থা:    সফল

১৬২ টি নিবন্ধ তৈরি করেছেন - Ahmad ১৪:১৩, ৩০ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

বাংলা উইকিপিডিয়ায়র প্রতি ভালোবাসা থেকেই আমি কিছু সম্পাদনা এবং নিবন্ধন তৈরী করার চেষ্টা করি, কিন্তু কিছু নতুন ব্যবহারকারি এমন কিছু নিবন্ধন তৈরী করে যেগুলো বাংলা উইকিপিডিয়ায় স্থান পাওয়ার যোগ্য নয় এমন নিবন্ধন সূমহ মুছেফেলার আবেদন করতে আমি অনেক সময় ব্যায় করি এতে আমাি নতুন কোন নিবন্ধন অথবা অনুচ্ছেদ যোগ করতে পারিনা। অতএব আমি মনে করি এই অধিকারটি পেলে আমি আরও বেশী বাংলা উইকিপিডিয়ায় কাজ করতে পারব।—মারুফ হোসেন (আলাপ) ১৯:৩০, ৩১ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@মারুফ ভাই: এই অধিকারটি কাজ করতে প্রয়োজন নেই, বরং এই অধিকারটি আপনাকে দেওয়া হলে যারা সম্পাদনা টহল করে তাদের সময় বাঁচবে। - Ahmad ০৮:০৩, ১ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
করা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩৯, ১০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Asik12

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি এই অধিকারটি এজন্য চাই যাতে করে আমার অনুবাদ বা তৈরি করা নিবন্ধন যাতে সহজেই গ্রহণ হয় এবং নিবন্ধন টহলকারীদের কাজ একটু হলেও লাঘব করতে পারি। Asik12 (আলাপ) ০৬:১৬, ১০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি ৩৭টি নিবন্ধ তৈরি করেছেন যার মধ্যে ৭টি অপসারণ করা হয়েছে। আর বাকী অধিকাংশই অত্যন্ত সংক্ষিপ্ত নিবন্ধ। ব্যবহারকারী ভবিষ্যতে সব রচনাশৈলী ও নীতি মেনে নিবন্ধ তৈরি করবেন, এই অধিকারটির জন্য কমপক্ষে ৫০টি ভালো মানের নিবন্ধ আশা করা হয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩৩, ১০ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Nafiur14

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

বাংলা উইকিপিডিয়ায় আমার ৩৭০০+ সম্পাদনা রয়েছে এছাড়া নিরীক্ষক ও রোলব্যাক অধিকারটি আমার রয়েছে যার দরুন অধিকার দুটি প্রয়োগ অর্থাৎ কোনো পাতা রোলব্যাক করার পরেও তা অন্য কোনো ব্যবহারকারীকে পরীক্ষা করতে হয়। যদি আমি এই অধিকারটি পেতাম তবে অন্য ব্যবহারকারীকে আর কষ্ট করে আমার সম্পাদনাগুলোকে পরীক্ষা করতে হতো না। একজন মহাপুরুষ (আলাপ) ১১:০৭, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশ্ন: সম্প্রতি আপনি হিমু সিরিজের যে নিবন্ধগুলো তৈরি করেছেন এবং সবগুলোতে যে কমন তথ্যসূত্র উল্লেখ করেছেন। সেগুলো নিশ্চিতভাবেই কোন নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ করে না। আমার প্রশ্ন হলো, আপনি কি আমাকে একটু ব্যাখ্যা করতে পারবেন তথ্যসূত্রগুলো কেন নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ করে না? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:৫৮, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@NahidSultan:তথ্যসূত্রগুলো নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণ করে না কারণ প্রথমটি চরিত্রের উল্লেখযোগ্যতা প্রমাণ করে পরেরটি হিমু সিরিজ সম্পর্কে লেখা। এজন্য নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমান করে না। একজন মহাপুরুষ (আলাপ) ১৮:১৬, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সুমিত রায়

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি উইকিপিডিয়ায় নিবন্ধ লিখছি প্রায় দুই বছর হয়ে গেছে। আমি উইকিপিডিয়ার জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালা সম্পর্কে পরিচিত ও তা উইকিপিডিয়ায় সম্পাদনা ও বিষয়বস্তু যোগের ক্ষেত্রে মেনে চলি। আমি মনে করি বাংলা উইকিপিডিয়ায় আমার নিবন্ধ সম্পাদনের অভিজ্ঞতা আমাকে একজন বিশ্বস্ত সম্পাদনাকারী হিসেবে গড়ে তুলতে পেরেছে যেখানে আমি নিবন্ধে কোনরকম অবাঞ্ছিত লেখা যুক্ত করব না। আমি উইকিপিডিয়ায় নিয়মিত বিভিন্ন বিষয়ে অবদান রাখি এবং প্রায়ই নতুন বিষয়বস্তু যোগ করি। তাই আমি মনে করি, আমি স্বয়ংক্রীয় পরীক্ষণ এর অধিকারপ্রাপ্ত হলে আমার দ্বারা করা সম্পাদনা এবং নতুন তৈরিকৃত পাতাগুলো পরীক্ষা ও টহল দেয়ার চাপ লাঘব হবে। সুমিত (আলাপ) ১৮:০৫, ৯ মে ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]