উইকিপিডিয়া:অধিকারের আবেদন/রোলব্যাক

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Ahmad Kanik (আলোচনা | অবদান) কর্তৃক ১৩:৩২, ৮ মার্চ ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

রোলব্যাক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


মোহাম্মাদ ইসমাইল

  • অনুরোধের অবস্থা:    সফল

যখনই আমি সময় পাই উইকিপিডিয়ায় অবদান রাখার চেষ্টা করি। আমি এখন পর্যন্ত ১৫০০+ সম্পাদনা করেছি, যদিও এই সংখ্যা খুবই কম। আমি সাধারণত নতুন ব্যবহারকারী ও আইপি ঠিকানা কর্তৃক ধ্বংসপ্রবণতা রোধে কাজ করে থাকি। যদিও রোলব্যাক অধিকার ছাড়াই এটি করা যায়, কিন্তু একজন ব্যবহারকরীর একাধিক ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিলের ক্ষেত্রে ঝামেলায় পড়তে হয়। আমি উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে অবগত। তাই আমাকে রোলব্যাক অধিকার প্রদান করলে ধ্বংসপ্রবণতা রোধে আমার কাজ করতে আরও সুবিধা হবে। ~ইসমাইল (আলাপ) ০৪:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Imtiaz ahmed rifat

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ার নীতিমালা এবং রোলব্যাক কখন করতে হয় তা সম্পর্কে জ্ঞাত।আমার ইতোমধ্যে স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার টি আছে।যদিও আমি বর্তমানে টুইংকল ব্যবহার করছি,তবে আশা করি অযাচিত সম্পাদনাসমূহ বাতিল করতে রোলব্যাক অধিকারটি আমাকে বাড়তি সুবিধা দিবে ইমতিয়াজ (আলাপ) ১০:৫০, ৭ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Meghmollar2017

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিডিয়ার নিবন্ধ রক্ষণাবেক্ষণ ও সমৃদ্ধকরণের জন্য অধিকারটি আমায় সহায়তা করবে বলে আশা করছি। -- আদিভাই (আলাপ) ১৭:৩৪, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি আপনার করা স্বয়ক্রিয় পরীক্ষকের আবেদনটি গৃহীত হয়েছে কিন্তু এই অধিকারটি এখনি দিতে পারছি না কারণ আমি আপনার গত কয়েকমাসের সম্পাদনা পর্যবেক্ষণ করে কোন রিভার্ট করা বা পূর্বাবস্থায় ফিরে যাওয়া এমন সম্পাদনা দেখিনি। দয়া করে, ধ্বংসপ্রবণ সম্পাদনাগুলো পূর্বাবস্থায় নিতে সাহায্য করুন এবং বেশ কিছু কিছুদিন করার পর আশাকরি অভিজ্ঞ হয়ে যাবেন। তখন আবেদন করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: গত কয়েক মাসে রিভার্ট কিংবা পূর্বাবস্থায় ফেরত নেওয়ার কোনো কাজ করিনি, কারণ ভেবেছিলাম রোলব্যাকের অধিকার পাওয়ার পর নতুনভাবে কাজ শুরু করব। এ কারণে বিগত কয়েক মাসে অজানা পাতাতেও পরিভ্রমণ করিনি। যাই হোক, স্বয়ংক্রিয় পরীক্ষকের অধিকারটি দেওয়ার জন্য ধন্যবাদ। -- আদিভাই (আলাপ) ০৭:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017: উইকিপিডিয়ার যেকোন অধিকার প্রয়োজন সাপেক্ষে দেওয়া হয় এবং আবেদনের সময় প্রয়োজনীয়তা প্রমাণ করতে হয় যাতে যিনি অধিকারটি দেবেন তিনি নিশ্চিত হন যে, অধিকারটি আসলেই আপনার প্রয়োজন। এবার একটু বিস্তারিতই বলি, আপনি বাংলা উইকিপিডিয়াতে যত সম্পাদনা করেছেন তার মধ্যে রিভার্ট ব্যবহার করেছেন মোট ২০ বার তার মধ্যে ২টি আপনার নিজের করা সম্পাদনায়। বাকী ১৮টি রিভার্ট আপনি গত বছর মে মাসে কয়েকটি, জুন মাসে কয়েকটি আর বাকী দু এ/একটি করেছেন সেপ্টেম্বরে। এখন আপনাকে যদি আমি সিদ্ধান্ত নিতে বলি, তাহলে এক বছরে যিনি শুধু ১৮ বার দু/একটি মাসের কোন নির্দিষ্ট সময় বোতামটি ব্যবহার করেছেন, আপনি কি তার অধিকারটি প্রয়োজন বা দেবেন বলে মনে করেন? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২০, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Ahmad Kanik

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি লক্ষ করেছি, সেসব সম্পাদনা রোলব্যাক করা হয় সেগুলো বাতিল হওয়ার সাথে পরীক্ষিতও হয়ে যায়। ফলে অন্য টহলকারীদের সময় বাঁচে। আমি হয়তো সম্পাদনা বাতিল করলে সেগুলো একটি একটি করে পরীক্ষিত করতে পারি, কিন্তু সময়ের অভাবে করি না। এছাড়া রোলব্যাক ব্যবহার করলে সম্পাদনা বাতিল করতে কম সময় লাগবে। তাই যেসব সম্পাদনা বাতিলে ব্যাখ্যার প্রয়োজন নেই এবং কেউ যুক্তিযুক্ত আপত্তি করবে না সেগুলো রোলব্যাক করতে চাই। WP:রোলব্যাক পড়ে রোলব্যাক সুবিধার জন্য আবেদন করছি - Ahmad ১৩:৩২, ৮ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]