.কিউএ (.qa) হচ্ছে কাতারের ইন্টারনেট কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন।

.qa
প্রস্তাবিত হয়েছে১৯৯৬
টিএলডি ধরনকান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিইন্টারনেট কাতার
প্রস্তাবের উত্থাপককাতার টেলিকম (Q-Tel)
উদ্দেশ্যে ব্যবহার কাতার-এর সত্তার সঙ্গে সংযুক্ত
বর্তমান ব্যবহারবাণিজ্যিক, অ-বাণিজ্যিক, এবং সরকারি ব্যবহার
নিবন্ধকৃত ডোমেইনসমূহ১৮,৬৪৬ (অক্টোবর ২০১২)[১]
নিবন্ধনের সীমাবদ্ধতানিবন্ধন একটি সর্বজনস্বীকৃত নিবন্ধকের মাধ্যমে হতে হবে
কাঠামোকান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন এবং দ্বিতীয় স্তরের ডোমেইন উপলব্ধ
ওয়েবসাইটইন্টারনেট কাতার

২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে কাতারের সাধারণ জনগণ স্বীকৃত নিবন্ধক মাধ্যমে কাতারের ইন্টারনেট ডোমেইন (.কিউএ) হিসেবে নিবন্ধন করতে পারে। .কিউএ সবার জন্য উন্মুক্ত করার পূর্বে, কিউডিআর একটি বিশেষ সময়কাল ঘোষণা করে যাতে ট্রেডমার্কধারী এবং সরকারি সংগঠনগুলো কাতার ভিত্তিক ডোমেইন নামের জন্য রেজিস্ট্রেশন করতে পারে।  [২]

বর্তমানে ডোমেইন নাম দেয়ার জন্য কিউডিআর এর অনুমতি প্রাপ্ত ১২ টি নিবন্ধক প্রতিষ্ঠান আছে। নিবন্ধক প্রতিষ্ঠান গুলো হচ্ছে কিউটেল, ডব্লিউ৩ ইনফোটেক, আইপি মিরর, অ্যাসকিও, মার্কমনিটর, মারাকিয়া.কম, ইপিএজি ডোমেইন সার্ভিস, সেফনেম, সিপিএস-ডেটেন্সিস্টেম, ডোমেইনমনোস্টার এবং ইন্টারনেটএক্স। [৩]

.[৪]

.qa সম্পাদনা

দ্বিতীয়-স্তররে ডোমেইন সম্পাদনা

  • .কম.কিউএ – বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিবন্ধিত ট্রেডমার্ক সুরক্ষা।
  • .এডু.কিউএ – অনুমতি প্রাপ্ত কাতারের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান
  • .এসসিএইচ.কিউএ – অনুমতি প্রাপ্ত কাতারের বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়।
  • .জিওভি.কিউএ – সরকারি প্রতিষ্ঠান। 
  • .এমআইএল.কিউএ – প্রতিরক্ষা মন্ত্রণালয়
  • .নেট.কিউএ – তথ্য যোগাযোগের জন্য অনুমতিপ্রাপ্ত নেটওয়ার্ক 
  • .অর্গ.কিউএ – লাভজনক প্রতিষ্ঠান

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Home"। Qatar Domains Registry। ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪ 
  2. "Qatar Domain Names (.QA) Now Available to the Public"। Qatar Domain Registry। ২৬ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪ 
  3. "Accredited Registrars"। Qatar Domain Registry। ২০ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪ 
  4. "Home"। ICT QATAR। ২৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৪