৬৪তম ফিল্মফেয়ার পুরস্কার

৬৪তম ফিল্মফেয়ার পুরস্কার দ্য টাইমস গ্রুপ কর্তৃক প্রদত্ত ফিল্মফেয়ার পুরস্কারের ৬৪তম আয়োজন, যা ২০১৮ সালের সেরা হিন্দি-ভাষার চলচ্চিত্রগুলিকে প্রদান করা হয়েছিল। অনুষ্ঠানটি ২৩ই মার্চ ২০১৯ সালে মুম্বইয়ে অনুষ্ঠিত হয়।[১]

৬৪তম ফিল্মফেয়ার পুরস্কার
৬৪তম ফিল্মফেয়ার পুরস্কার
তারিখ২৩ই মার্চ ২০১৯
স্থানজিও বাগান, বিকেসি, মুম্বই
উপস্থাপকশাহরুখ খান
রাজকুমার রাও
ভিকি কৌশল
আয়ুষ্মান খুরানা
অফিসিয়াল ওয়েবসাইটফিল্মফেয়ার পুরস্কার ২০১৯
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্ররাজি
শ্রেষ্ঠ সমালোচকআন্ধাধুন
সর্বাধিক পুরস্কাররাজিআন্ধাধুন (৫)
সর্বাধিক মনোনয়নপদ্মাবত (১৮)
টেলিভিশন আওতা
নেটওয়ার্ককালার্স টিভি
 ← ৬৩তম ফিল্মফেয়ার পুরস্কার ৬৫তম → 

রাজিআন্ধাধুন চলচ্চিত্রগুলি পাঁচটি করে পুরস্কার অর্জন করে; তন্মধ্যে রাজি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক (মেঘনা গুলজারের জন্য) এবং সেরা অভিনেত্রী (আলিয়া ভাটের জন্য) বিভাগে পুরস্কৃত হয়। বাধাই হোপদ্মাবত প্রত্যেকটি চারটি পুরস্কার, তুম্বাড তিনটি এবং সঞ্জু দুইটি পুরস্কার জয় করে, যার মধ্যে ছিল সেরা অভিনেতার পুরস্কার (রণবীর কাপুরের জন্য)।

বিজয়ী ও মনোনীত সম্পাদনা

জনপ্রিয় পুরস্কার সম্পাদনা

 
মেঘনা গুলজার রাজি-এর জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কৃত হন
 
রণবীর কাপুর সঞ্জু-এর জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কৃত হন
 
আলিয়া ভাট রাজি-এর জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কৃত হন

ফিল্মফেয়ার ওয়েবসাইটে মনোনয়নের জন্য মতদান, ডিসেম্বর ২০১৮ এর শেষ দিকে শুরু হয় এবং জানুয়ারী ২০১৯ এ সমাপ্ত হয়। মনোনীতদের নাম ১২ মার্চ ২০১৯ এ ঘোষণা করা হয়েছিল [১] এবং বিজয়ীদের নাম ২৩ শে মার্চ ২০১৯ এ ঘোষণা করা হয়েছিল।[২][৩][৪]

শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
শ্রেষ্ঠ নবাগত অভিনেতা শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী

পরিসংখ্যান সম্পাদনা

একাধিক মনোনয়ন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nominations for the 64th Vimal Filmfare Awards 2019"filmfare.com। ১২ মার্চ ২০১৯। 
  2. "64th Vimal Filmfare Awards 2019: Official list of nominations"Times of India। ১২ মার্চ ২০১৯। 
  3. "64th Vimal Filmfare Awards 2019: LIVE UPDATES OF WINNERS"Times of India। ২৩ মার্চ ২০১৯। 
  4. "Filmfare Awards 2019: List Of Winners"NDTV। ২০১৯-০৩-২৩। 

বহিঃসংযোগ সম্পাদনা