৫ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)

৫ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৫ম আয়োজন; যা ১৯৮১ সালে দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।

৫ম জাতীয় চলচ্চিত্র পুরস্কার
পুরস্কার দেওয়া হয়১৯৭৯ সালে চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য
পুরস্কার প্রদান করেবাংলাদেশের রাষ্ট্রপতি
আয়োজকতথ্য মন্ত্রণালয়
প্রদান১১ নভেম্বর, ১৯৮১
স্থানঢাকা, বাংলাদেশ
অফিসিয়াল ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট
আলোকপাত
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রসূর্য দীঘল বাড়ী
শ্রেষ্ঠ অভিনেতাপুরস্কার দেওয়া হয়নি
শ্রেষ্ঠ অভিনেত্রীডলি আনোয়ার
সুর্য দীঘল বাড়ী
সর্বাধিক পুরস্কার'সূর্য দীঘল বাড়ী (৮)
 ← ৪র্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৬ষ্ঠ → 

এই বছর ১৬টি শাখায় পুরস্কার প্রদান করা হয়।[১] ৩টি শাখায় কোন পুরস্কার দেয়া হয়নি।[২] এই তিনটি শাখা হল শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (রঙ্গিন), শ্রেষ্ঠ শব্দ গ্রাহক। প্রখ্যাত কথাসাহিত্যিক আবু ইসহাকের কালজয়ী উপন্যাস সূর্য দীঘল বাড়ী[৩] অবলম্বনে বাংলাদেশ সরকারের অনুদানে প্রথম নির্মিত চলচ্চিত্র ‘সূর্য দীঘল বাড়ী’ সর্বোচ্চ ৮টি শাখায় জাতীয় পুরস্কার লাভ করে।

১১ নভেম্বর, ১৯৮১ সালে ১৯৭৯ ও ১৯৮০ সালের পুরস্কার একসাথে দেয়া হয়। পুরস্কার বিতরণ করেন তৎকালীন তথ্য, বেতার, ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী শামসুল হুদা চৌধুরী

বিজয়ীদের তালিকা সম্পাদনা

মেধা পুরস্কার সম্পাদনা

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চলচ্চিত্র মসিহউদ্দিন শাকের সূর্য দীঘল বাড়ী
শ্রেষ্ঠ পরিচালক মসিহউদ্দিন শাকের
শেখ নিয়ামত আলী
সূর্য দীঘল বাড়ী
শ্রেষ্ঠ অভিনেত্রী ডলি আনোয়ার সূর্য দীঘল বাড়ী
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা সাইফুদ্দিন আহেমদ সুন্দরী
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী আনোয়ারা সুন্দরী
শ্রেষ্ঠ শিশুশিল্পী সজিব
এলোরা গহর
সূর্য দীঘল বাড়ী
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সুন্দরী
শ্রেষ্ঠ গীতিকার আমজাদ হোসেন সুন্দরী
শ্রেষ্ঠ গায়ক সৈয়দ আব্দুল হাদী সুন্দরী
শ্রেষ্ঠ গায়িকা সাবিনা ইয়াসমিন সুন্দরী[৪]

কারিগরী পুরস্কার সম্পাদনা

পুরস্কারের নাম বিজয়ী চলচ্চিত্র
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মসিহউদ্দিন শাকের
শেখ নিয়ামত আলী
সূর্য দীঘল বাড়ী
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (সাদাকালো) আনোয়ার হোসেন
অরুণ রায়
সূর্য দীঘল বাড়ী
বধূ বিদায়
শ্রেষ্ঠ শিল্পনির্দেশক আব্দুস সবুর আরাধনা
শ্রেষ্ঠ সম্পাদক সাইদুল আনাম টুটুল সূর্য দীঘল বাড়ী
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা আমজাদ হোসেন সুন্দরী

বিশেষ পুরস্কার সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"fdc.gov.bdবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৮ 
  2. রাশেদ শাওন। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১২ 
  3. আশরাফ উদ্দীন আহমেদ (১৪ জুন ২০০৮)। "'সূর্য-দীঘল বাড়ী' সময়ের জীবন্ত ইতিহাস"দৈনিক যায় যায়। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১১ 
  4. "সংগীতের অহংকার সাবিনা ইয়াসমিন"দৈনিক আজাদী। জানুয়ারি ২৪, ২০১৩। ২০১৫-১২-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ নভেম্বর ৪, ২০১৫