১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১

৩ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৫তম (অধিবর্ষে ২১৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৫০ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী সম্পাদনা

জন্ম সম্পাদনা

মৃত্যু সম্পাদনা

  • ১২৭২ - সপ্তম হিজরীর বিশিষ্ট মনীষি ও ধর্মীয় ব্যক্তিত্ব গীয়াস উদ্দীন আব্দুল করিম ইবনে আহমদ।
  • ১৪৬০ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় জেমস।
  • ১৭২১ - গিনলিং গিবনস, ইংরেজ ভাস্কর ও কাঠ খোদাই শিল্পী।
  • ১৮৪৬ - প্রখ্যাত আলেম সাহেবে জাওয়াহের বা রত্নের স্বত্তাধিকারী হিসাবে খ্যাত শেখ মো: হাসান নাজাফী।
  • ১৯২৮ - সৈয়দ আমীর আলী, ভারতীয় মুসলিম আইনজ্ঞ এবং কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি।(জ.০৬/০৪/১৮৪৯)
  • ১৯৫৪ - বিশিষ্ট ফরাসী লেখিকা সিডেন গ্যাবরিয়াল কোল্ট এই ধরাপৃষ্ঠ।
  • ১৯৫৭ - দেবদাস গান্ধী, মহাত্মা গান্ধীর কনিষ্ঠ পুত্র এবং খ্যাতনামা সাংবাদিক।(জ.২২/০৫/১৯০০)
  • ১৯৭৫ - অমর বসু, ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী।(জ.০৬/০২/১৮৯১)
  • ১৯৭৮ - মোহাম্মদ ওয়ালিউল্লাহ, সাংবাদিক ও লেখক।
  • ২০০৯ - সুভাষ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার এর ক্রীড়া ও পরিবহন মন্ত্রী , এবং ভারতের ছাত্র ফেডারেশন এর সাধারণ সম্পাদক ছিলেন।

ছুটি ও অন্যান্য সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা