১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
২৯ ৩০ ৩১  

২২ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৬তম (অধিবর্ষে ৩৫৭তম) দিন। বছর শেষ হতে আরো নয় দিন বাকি রয়েছে।

ঘটনাবলী সম্পাদনা

  • ১৬৯৩ - ইতালির দক্ষিণে অবস্থিত সিসিলা দ্বীপে ভয়াবহ ভূমিকম্প হয়।
  • ১৭১৬ - ইংল্যান্ডে প্রথম মুকাভিনয় অনুষ্ঠিত।
  • ১৮১০ - ইংলিশ ফ্রিগেড মিনোটর ডুবে যায়।
  • ১৮৫১ - ভারতে প্রথম মালবাহী ট্রেন চালু হয়।
  • ১৮৬৯ - মহারানী ভিক্টোরিয়ার দ্বিতীয় পুত্র প্রিন্স আলফ্রেডের কলকাতায় আগমন।
  • ১৯৩৭ - চালু হয় লিংকন টানেল।
  • ১৯৩৯ - জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় ১২৫ জনের মৃত্যু হয়।
  • ১৯৪২ - কলকাতায় জার্মানিদের বিমান আক্রমণ।
  • ১৯৪৪ - ভিয়েতনাম পিপলস পার্টি প্রতিষ্ঠিত।
  • ১৯৫৬ - ফ্রান্স এবং বৃটেন, মিশরের পোর্ট সাঈদ বন্দর থেকে তাদের ৫০ দিনের দখলদারিত্বের পরিসমাপ্তি ঘটায় এবং তাদের সেনাদেরকে মিশর থেকে সরিয়ে নেয়।
  • ১৯৫৮ - দ্য গোল্লে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৯৬৫ - বেলজিয়াম সরকার ছয়টি কয়লাখনি বন্ধ করে দেয়।
  • ১৯৭১ - কুর্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের মহাসচিব নির্বাচিত।
  • ১৯৭১ - বাংলাদেশ গণপ্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭১ - বাংলাদেশের মন্ত্রী পরিষদ মুজিবনগর থেকে ঢাকায় স্থানান্তরিত। প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমদ।
  • ১৯৭২ - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন।
  • ১৯৮৬ - সিলেটের হরিপুরে তেল খনি আবিষ্কার।
  • ১৯৮৮ - স্কটল্যান্ডের লকারবিতে প্যান আমেরিকান জাম্বো জেট বিমান বিধ্বস্ত। ২৫৯ জন নিহত।
  • ১৯৮৯ - রুমানিয়ার রাষ্ট্রপতি চসেস্কু ক্ষমতাচ্যুত হন।
  • ১৯৯৩ - দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য বিলোপ করে নতুন সংবিধান অনুমোদন।
  • ১৯৯৫ - ইসরাইলি বাহিনীর বেথলেহেম ত্যাগ। প্যালেস্টাইনি শাসন কায়েম।

জন্ম সম্পাদনা

মৃত্যু সম্পাদনা

ছুটি ও অন্যান্য সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলিপ্রচার তরঙ্গ, প্রাত্যহিকী অনুষ্ঠান-তারিখ ০৫ মে,২০২১>

বহিঃসংযোগ সম্পাদনা