২০১৮-১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব

২০১৮-১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব একটি ক্রিকেট প্রতিযোগিতা যা ২০২০ আইসিসি টি২০ বিশ্বকাপ মূল প্রতিযোগিতার জন্য বাছাইপর্বের একটি অংশ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক ৬২টি দলকে নিয়ে ১২টি আঞ্চলিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। [টীকা ১] ২০১৮ সালেই পাঁচটি অঞ্চলের প্রতিযোগিতায়- আফ্রিকা (৩ গ্রুপ), আমেরিকার (২), এশিয়ার (২), পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় (২) এবং ইউরোপ (৩) গ্রুপের খেলা সম্পন্ন হয়। সেরা ২৫টি দল নিয়ে ২০১৯ সালে শুরু হয় ৫টি অঞ্চলে আঞ্চলিক ফাইনাল, যেখানে সাতটি দল অগ্রসর হবে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলায়,[১][টীকা ২] সাথে থাকবে আইসিসি টি২০আই চ্যাম্পিয়নশীপ এর র‍্যাংকিং এ থাকা সর্বনিম্ন ছয়টি দল।[১]

এশিয়ার প্রথম উপ-আঞ্চলিক বাছাইপর্বের খেলাটি অনুষ্ঠিত হয় ২২ থেক ২৭ এপ্রিল ২০১৮, কুয়েতে। [২] দ্বিতীয় উপ-আঞ্চলিক বাছাইপর্ব খেলাটি অনুষ্ঠিত হয় ৩ থেকে ১২ অক্টোবর ২০১৮ মালয়েশিয়াতে[৩] উভয় গ্রুপ থেকে সেরা তিনটি দল অগ্রসর হবে আঞ্চলিক ফাইনাল প্রতিযোগিতায়। যেখানে নির্ধারণ করা হবে ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্বএর জন্য এশিয়ার দুইটি দল।

এপ্রিল ২০১৮তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করে, ১ জানুয়ারি ২০১৯ থেকে সদস্য দেশের মধ্যকার অনুষ্ঠিত সকল টুয়েন্টি২০ খেলা আন্তর্জাতিক খেলার মর্যাদা পাবে। অতপর আঞ্চলিক ফাইনাল এবং বাছাইপর্বের অনুষ্ঠিত সকল খেলা হবে টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) মর্যাদা সম্পন্ন। [৪]

পশ্চিম উপ-আঞ্চলিক গ্রুপ থেকে সংযুক্ত আরব আমিরাত প্রথম দল হিসাবে আঞ্চলিক ফাইনালের যোগ্যতা অর্জন করে। [৫] তার সাথে যোগ দেয় কাতার এবং কুয়েত[৬][৭] পূর্ব উপ-আঞ্চলিক গ্রুপ থেকে নেপাল, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া আঞ্চলিক ফাইনালের যোগ্যতা অর্জন করে।[৮][৯] অতঃপর, ২০১৯ এর মার্চে আইসিসি ঘোষণা করে যে, সংযুক্ত আরব আমিরাত চূড়ান্ত বাছাইপ্রতিযোগিতার আয়োজন করবে।[১০] পরবর্তীতে একই মাসে আইসিসি সংযুক্ত আরব আমিরাতকে বাদ দিয়ে এশিয়া আঞ্চলিক ফাইনাল খেলার সময়সূচী প্রকাশ করে।[১১] আঞ্চলিক বাছাইপর্বের ফাইনাল থেকে যোগ্যতা অর্জনকারী দলের সংখ্যাও দুটি থেকে কমিয়ে একটিতে আনা হয়।[১১]

বর্তমানে আঞ্চলিক ফাইনাল খেলাটি জুলাই ২০১৯ এ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।[১১]

দলসমূহ সম্পাদনা

পূর্ব উপ-আঞ্চলিক গ্রুপ[১২][১৩] পশ্চিম উপ-আঞ্চলিক গ্রুপ[১৩]

পশ্চিম উপ-আঞ্চলিক প্রতিযোগিতা সম্পাদনা

২০১৮ আইসিসি টি২০ বিশ্বকাপ এশিয়া পশ্চিম উপ-আঞ্চলিক বাছাইপর্ব
তারিখ২০ – ২৬ এপ্রিল ২০১৮
তত্ত্বাবধায়কএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটি২০
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন এবং প্লে-অফ
আয়োজক  কুয়েত
বিজয়ী  সংযুক্ত আরব আমিরাত
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
সর্বাধিক রান সংগ্রহকারী  রোহান মোস্তাফা (১৬৫)
সর্বাধিক উইকেটধারী  ইমরান আরিফ (১২)

পয়েন্ট টেবিল সম্পাদনা

দল খে হা ড্র ফহ এনআরআর অবস্থা
  সংযুক্ত আরব আমিরাত (Q)[টীকা ২] ১০ +২.৪৩৩ আঞ্চলিক ফাইনালে অগ্রসর।
  কাতার (Q) +০.৯৬৮
  সৌদি আরব +০.৮১৭ উপ-আঞ্চলিক ৩য় স্থান নির্ধারণী খেলায় অগ্রসর।
  কুয়েত (H,Q) –০.৫১২
  বাহরাইন –১.৩০৮
  মালদ্বীপ –২.২৯৭

(H) আয়োজক (Q) আঞ্চলিক ফাইনালে অগ্রসর।

তৃতীয় স্থান নির্ধারণী খেলায় সৌদি আরবকে হারিয়ে কুয়েত আঞ্চলিক ফাইনালে অগ্রসর হয়ে যায়।

খেলার সূচী সম্পাদনা

২০ এপ্রিল ২০১৮
১০:০০
স্কোরকার্ড
কুয়েত  
১৭০/৪ (২০ ওভার)
  মালদ্বীপ
৬৮ (১৬.৪ ওভার)
মোহাম্মদ আসগর ৬৬* (৩৮)
মোহাম্মদ সাফী ২/২৬ (৪ ওভার)
মোহাম্মেদ আজম ১৩ (২৭)
ইমরান আলী ৫/২ (২.৪ ওভার)
কুয়েত ১০২ রানে বিজয়ী
সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ড, সুলাইবিয়া, কুয়েত।
আম্পায়ার: শিবানী মিশরা (কাতার) এবং বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইমরান আলী (কুয়েত)
  • কুয়েত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইমরান আলী (কুয়েত) একটি হ্যাট্রিক তুলে নেয়[১৪]
২০ এপ্রিল ২০১৮
১০:০০
স্কোরকার্ড
কাতার  
১৪৩/৬ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১৪৪/৪ (১৮.৩ ওভার)
ফাইসাল জাবেদ ৪০ (২৬)
মোহাম্মদ নাভীদ ৩/৩১ (৪ ওভার)
রুহান মোস্তাফা ৭১ (৪৫)
আওয়াইস মালিক ১/১৯ (৩ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৬ উইকেটে বিজয়ী
এন্টারটেইনমেন্ট সিটি গ্রাউন্ড, কুয়েত সিটি।
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) এবং রাহাত আলী (সৌদি আরব)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোহান মোস্তাফা (সংযুক্ত আরব আমিরাত)
  • কাতার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২০ এপ্রিল ২০১৮
১৪:০০
স্কোরকার্ড
বাহরাইন  
১০৬ (১৯.৫ ওভার)
  সৌদি আরব
১০৭/৩ (১৫.২ ওভার)
ইমরান আনোয়ার ২৪ (২৪)
কাওয়ার আব্বাস ৪/১৭ (৩.৫ ওভার)
আব্দুল ওয়াহিদ ৩৫ (১৬)
সিকদার বিল্লাহ ১/৬ (২ ওভার)
সৌদি আরব ৭ উইকেটে বিজয়ী
সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ড, সুলাইবিয়া, কুয়েত।
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) এবং ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাউয়ার আব্বাস (সৌদি আরব)
  • বাহরাইন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২১ এপ্রিল ২০১৮
১০:০০
স্কোরকার্ড
কাতার  
১৬৭/৬ (২০ ওভার)
  কুয়েত
১৪১/৯ (২০ ওভার)
কামরান খান ৪৯ (২৮)
ইমরান আলী ৩/১৮ (৪ ওভার)
উসমান ওয়াহিদ ৬৬ (৩৬)
ইনাম-উল-হক ৪/২২ (৪ ওভার)
কাতার ২৬ রানে বিজয়ী
সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ড, সুলাইবিয়া, কুয়েত।
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) এবং ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইমাম-উল-হক (কাতার)
  • কাতার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২১ এপ্রিল ২০১৮
১০:০০
স্কোরকার্ড
মালদ্বীপ  
১৪০/৫ (২০ ওভার)
  বাহরাইন
১৪২/৪ (১৯.৩ ওভার)
নীলান্থা কোরায় ৬৫ (৫১)
জিশান আব্বাস ১/১৮ (৪ ওভার)
শাহবাজ বদর ৫৬ (৪৩)
ইব্রাহিম রিজান ১/১৩ (২ ওভার)
বাহরাইন ৬ উইকেটে বিজয়ী
এন্টারটেইনমেন্ট সিটি গ্রাউন্ড, কুয়েত সিটি।
আম্পায়ার: ইমরান মু্স্তাফা (কুয়েত) এবং শিবানী মিশরা (কাতার)
ম্যাচ সেরা খেলোয়াড়: শাহবাজ বদর (বাহরাইন)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২১ এপ্রিল ২০১৮
১৪:০০
স্কোরকার্ড
সৌদি আরব  
১০৩/৯ (২০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১০৪/৩ (১৩.৪ ওভার)
ইনায়েত সাঈদ ২১ (৩১)
ইমরান হায়দার ৩/৬ (৪ ওভার)
আশফাক আহমেদ ৪৬* (৪১)
শাহবাজ রাশীদ ১/১৪ (১.৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৭ উইকেটে বিজয়ী
এন্টারটেইনমেন্ট সিটি গ্রাউন্ড, কুয়েত সিটি।
আম্পায়ার: ইমরান মুস্তাফা (কুয়েত) এবং বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: Ashfaq Ahmed (UAE)
  • সৌদি আরব টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৩ এপ্রিল ২০১৮
১০:০০
স্কোরকার্ড
কাতার  
১৪৯/৭ (২০ ওভার)
  মালদ্বীপ
১০৫/৭ (২০ ওভার)
মুহাম্মদ তানভীর ৫৩ (৪১)
উমর আদম ২/১৭ (২ ওভার)
নীলান্থা কোরায় ২৭ (২৮)
ইকবাল হোসাইন ৩/১৪ (৪ ওভার)
কাতার ৪৪ রানে বিজয়ী
এন্টারটেইনমেন্ট সিটি গ্রাউন্ড, কুয়েত সিটি।
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) এবং ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুহাম্মদ তানভীর (কাতার)
  • কাতার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৩ এপ্রিল ২০১৮
১০:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১৪৯/৯ (২০ ওভার)
  বাহরাইন
৯৮/৮ (২০ ওভার)
মুহাম্মদ উসমান ৫২ (৩৩)
সিকদার বিল্লাহ ৩/২৭ (৩ ওভার)
ইয়াসির নাজির ২৬ (৪২)
কাদীর আহমেদ ৪/১৭ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৫১ রানে বিজয়ী
সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ড, সুলাইবিয়া, কুয়েত।
আম্পায়ার: শিবানী মিশরা (কাতার) এবং রাহাত আলী (সৌদি আরব)
ম্যাচ সেরা খেলোয়াড়: কাদীর আহমেদ (সংযুক্ত আরব আমিরাত)
  • বাহরাইন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৩ এপ্রিল ২০১৮
১৪:০০
স্কোরকার্ড
কুয়েত  
৯২ (১৯.৩ ওভার)
  সৌদি আরব
৯৬/৩ (১১.৪ ওভার)
আলী জাহির ২৭ (৩৬)
উসমান আলী ৫/২৩ (৪ ওভার)
ইমরান আরিফ ২৮ (৩০)
মুহাম্মদ কাশিফ ২/১৫ (৩ ওভার)
সৌদি আরব ৭ উইকেটে বিজয়ী
এন্টারটেইনমেন্ট সিটি গ্রাউন্ড, কুয়েত সিটি।
আম্পায়ার: বিনোদ বাবু (ওমান) এবং ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: উসমান আলী (সৌদি আরব)
  • সৌদি আরব টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৪ এপ্রিল ২০১৮
১০:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১২৩ (১৯.৫ ওভার)
  মালদ্বীপ
৮০ (১৬.৩ ওভার)
মুহাম্মদ উসমান ৪৩ (৫২)
আজিয়ান ফারহাথ ২/১৫ (৪ ওভার)
হাসান রাশীদ ১৭ (২৩)
রুহান মুস্তাফা ৩/১৮ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৪৩ রানে বিজয়ী
সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ড, সুলাইবিয়া, কুয়েত।
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) এবং বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুহাম্মদ উসমান (সংযুক্ত আরব আমিরাত)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৪ এপ্রিল ২০১৮
১৪:০০
স্কোরকার্ড
সৌদি আরব  
১৩৫/৭ (২০ ওভার)
  কাতার
১৩৬/৬ (১৮.৫ ওভার)
শাহবাজ রাশীদ ৩৬ (৩২)
নোমান সারওয়ার ২/২১ (২ ওভার)
টামুর সাজ্জাদ ৩৫ (২৭)
ইমরান আরিফ ৩/৩৩ (৪ ওভার)
কাতার ৪ উইকেটে বিজয়ী
সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ড, সুলাইবিয়া, কুয়েত।
আম্পায়ার: ইমরান মুস্তাফা (কুয়েত) এবং বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: টামুর সাজ্জাদ (কাতার)
  • কাতার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৪ এপ্রিল ২০১৮
১৪:০০
স্কোরকার্ড
কুয়েত  
১৫৩/৬ (২০ ওভার)
  বাহরাইন
১৩০ (১৯.৪ ওভার)
রাভিজা সান্দারোয়ান ৩৪* (৯)
ইমরান আনওয়ার ২/৩১ (৪ ওভার)
প্রশান্ত কুরুপ ৪৩ (৪২)
অর্জুন মাকেশ ৪/২১ (৪ ওভার)
কুয়েত ২৩ রানে বিজয়ী
এন্টারটেইনমেন্ট সিটি গ্রাউন্ড, কুয়েত সিটি।
আম্পায়ার: রাহাত আলী (সৌদি আরব) এবং ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: অর্জুন মাকেশ (কুয়েত)
  • কুয়েত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২৬ এপ্রিল ২০১৮
১০:০০
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
২০১/৪ (২০ ওভার)
  কুয়েত
১১৫/৮ (২০ ওভার)
চিরাগ সুরি ৮৬ (৫২)
সাজিদ মানজিল ২/৩৩ (৩ ওভার)
মুহাম্মদ কাশিফ ৩৩ (৩৪)
রুহান মুস্তাফা ৩/১৮ (৪ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৮৬ রানে বিজয়ী
এন্টারটেইনমেন্ট সিটি গ্রাউন্ড, কুয়েত সিটি।
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) এবং শিবানী মিশরা (কাতার)
ম্যাচ সেরা খেলোয়াড়: রোহান মুস্তাফা (সংযুক্ত আরব আমিরাত)
  • কুয়েত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৬ এপ্রিল ২০১৮
১০:০০
স্কোরকার্ড
বাহরাইন  
১১২/৮ (২০ ওভার)
  কাতার
১১৫/৫ (১৬.৪ ওভার)
বিলাল মানসুর ২০* (৫)
আওয়াইস মালিক ৩/২৩ (৪ ওভার)
জাহির ইব্রাহিম ৪৩* (৩৭)
ওয়াসীক আহমেদ ১/১৭ (৪ ওভার)
কাতার ৫ উইকেটে বিজয়ী
সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ড, সুলাইবিয়া, কুয়েত।
আম্পায়ার: ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত) এবং ইমরান মুস্তাফা (কুয়েত)
ম্যাচ সেরা খেলোয়াড়: জাহির ইব্রাহিম (কাতার)
  • কাতার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৬ এপ্রিল ২০১৮
১৪:০০
স্কোরকার্ড
সৌদি আরব  
১৫৪/৬ (২০ ওভার)
  মালদ্বীপ
১১৯/৯ (২০ ওভার)
শাহবাজ রাশীদ ৩৮* (২১)
নীলান্থা কোরায় ২/২১ (৪ ওভার)
নীলান্থা কোরায় ৪৭ (৪২)
মোহাম্মদ আফজাল ৩/১৮ (৪ ওভার)
সৌদি আরব ৩৫ রানে বিজয়ী
সুলাইবিয়া ক্রিকেট গ্রাউন্ড, সুলাইবিয়া, কুয়েত।
আম্পায়ার: ইমরান মুস্তাফাতা (কুয়েত) এবং বিনোদ বাবু (ওমান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ আফজল (সৌদি আরব)
  • সৌদি আরব টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
প্লে অফ খেলা সমূহ

তৃতীয় স্থান নির্ধারণী সম্পাদনা

২৭ এপ্রিল ২০১৮
১০:০০
স্কোরকার্ড
কুয়েত  
১০৪ (১৮ ওভার)
  সৌদি আরব
৯৯/৪ (১৮ ওভার)
মুহাম্মদ কাশিফ ২৬ (১৯)
মোহাম্মদ আফজাল ৩/২২ (৪ ওভার)
ইমরান আরিফ ৪০ (৩৫)
অর্জুন মাকেশ ২/১১ (৩ ওভার)
কুয়েত ৫ রানে বিজয়ী
এন্টারটেইনমেন্ট সিটি গ্রাউন্ড, কুয়েত সিটি
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) এবং ইফতিখার আলী (সংযুক্ত আরব আমিরাত)
ম্যাচ সেরা খেলোয়াড়: অর্জুন মাকেশ (কুয়েত)
  • কুয়েত টসে জয় লাভ করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়
  • খেলা উভয় দলের জন্য ১৮ ওভারে সীমিত করা হয়।

ফাইনাল সম্পাদনা

২৭ এপ্রিল ২০১৮
১৪:০০
স্কোরকার্ড
কাতার  
১১৫ (১৮.৪ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১২১/১ (১৫.৫ ওভার)
টামুর সাজ্জাদ ৩৬ (৪১)
জাহুর খান ৩/১৬ (৩.৪ ওভার)
গুলাম শাব্বির ৬৩* (৪৬)
টামুর সাজ্জাদ ১/২২ (২ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৯ উইকেটে বিজয়ী
এন্টারটেইনমেন্ট সিটি গ্রাউন্ড, কুয়েত সিটি।
আম্পায়ার: রাহাত আলী (সৌদি আরব) এবং ইমরান মুস্তাফা (কুয়েত)
ম্যাচ সেরা খেলোয়াড়: গুলাম শাব্বির (সংযুক্ত আরব আমিরাত)
  • কাতার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।

পূর্ব উপ-আঞ্চলিক প্রতিযোগিতা সম্পাদনা

২০১৮ আইসিসি টি২০ বিশ্বকাপ এশিয়ান পূর্ব উপ-আঞ্চলিক বাছাইপর্ব
তারিখ৩ – ১২ অক্টোবর ২০১৮
তত্ত্বাবধায়কএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক  মালয়েশিয়া
বিজয়ী    নেপাল
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২১
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়  সন্দ্বীপ লামিচানে
সর্বাধিক রান সংগ্রহকারী  সুরেন্দ্রান চন্দ্রামোহান (১৪৮)
সর্বাধিক উইকেটধারী  সন্দ্বীপ লামিচানে (২৪)

পয়েন্ট টেবিল সম্পাদনা

Team খে হা ড্র ফহ এনআরআর অবস্থা
    নেপাল (Q) ১১ +৭.৭৮২ এশিয়ান বাছাইপর্বের আঞ্চলিক ফাইনালে অগ্রসর।
  সিঙ্গাপুর (Q) ১১ +৪.৭৭২
  মালয়েশিয়া (H,Q) +১.০৬৬
  থাইল্যান্ড –০.৫৮৬
  ভুটান –১.৭৬১
  মিয়ানমার –২.৪৬২
  চীন –৮.৩৫৪

(H) আয়োজক (Q) যোগ্যতা অর্জন করেছে। পশ্চিম উপ-আঞ্চলিক খেলার মতো এখানে সেরা-৩ নির্বাচনের জন্য তৃতীয় স্থান নির্ধারণী খেলা নেই। লীগ পর্যায়ের ক্রম থেকেই তৃতীয় স্থানকে বিবেচনা করা হবে।

খেলার সূচী সম্পাদনা

৩ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া  
১৫৪/৬ (২০ ওভার)
  ভুটান
৮৭/৯ (২০ ওভার)
সুহান আলাগারাতনাম ৩৫ (২৭)
সঞ্জীবান গুরুং ৩/২৬ (৩ ওভার)
জিগমে সিংগে ২১ (২১)
আনোয়ার রহমান ৪/৮ (৪ ওভার)
মালয়েশিয়া ৬৭ রানে বিজয়ী
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: সারিকা প্রসাদ (সিঙ্গাপুর) এবং ইয়ান থমসন (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: আনোয়ার রহমান (মালয়েশিয়া)
  • ভুটান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
চীন  
৩৫/৯ (২০ ওভার)
  থাইল্যান্ড
৩৬/০ (২.৪ ওভার)
ওয়াং ইয়া ৮ (১১)
ড্যানিয়েল জেকব ৩/৮ (৪ ওভার)
ড্যানিয়েল জেকব ১৯* (৮)
থাইল্যান্ড ১০ উইকেটে বিজয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রিকেট ওভাল, বাঙ্গি।
আম্পায়ার: বিশ্বনাদান কালীদাস (মালয়েশিয়া) এবং চেত্তিথোদি শামসুদ্দিন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেনিয়েল জেকব (থাইল্যান্ড)
  • চীন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩ অক্টোবর ২০১৮
১৪:৩০
স্কোরকার্ড
মিয়ানমার  
২৯ (১০ ওভার)
    নেপাল
৩০/২ (৩ ওভার)
টেট লিন উং ১৬ (২০)
সন্দ্বীপ লামিচানে ৪/৩ (২ ওভার)
করণ কুমার ছেত্রী ১৪* (৮)
পেইং দানু ১/৩ (১ ওভার)
নেপাল ৮ উইকেটে বিজয়ী
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: তাবারক দার (হংকং) এবং সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: সন্দ্বীপ লামিচানে (নেপাল)
  • মিয়ানমার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

৪ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
চীন  
৪৫ (১২.৫ ওভার)
  ভুটান
৪৭/১ (৩.৫ ওভার)
চেন জিনফেং ৫ (১১)
জিগমে সিংগে ৩/৭ (২.৫ ওভার)
জিগমে সিংগে ৩০* (১৫)
ওয়াং ইয়া ১/১০ (০.৫ ওভার)
ভুটান ৯ উইকেটে বিজয়ী
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: চেত্তিথোদি শামসুদ্দিন (ভারত) এবং দুর্গা সুবেদি (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিগমে সিংগে (ভুটান)
  • চীন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৪ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া  
১২৪/৭ (১৮ ওভার)
শাফিক শরীফ ৫৪ (৩৮)
বিছানাথ সিং ৩/২৪ (৪ ওভার)
ফলাফল হয়নি
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রিকেট ওভাল, বাঙ্গি।
আম্পায়ার: সারিকা প্রসাদ (সিঙ্গাপুর) এবং ইয়ান থমসন (হংকং)
  • থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৪ অক্টোবর ২০১৮
১৪:৩০
স্কোরকার্ড
মিয়ানমার  
৬৮ (১৯.৫ ওভার)
  সিঙ্গাপুর
৬৯/২ (৬.৪ ওভার)
ইয়ে নাইং টুন ৪২ (৪৫)
জনক প্রকাশ ৩/১৫ (২.৫ ওভার)
চেতন সুরিয়াবানশী ৩১* (১৬)
ইয়ে কু কু উং ১/১৯ (২ ওভার)
সিঙ্গাপুর ৮ উইকেটে বিজয়ী
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: বিশ্বনাদান কালীদাস (মালয়েশিয়া) এবং দুর্গা সুবেদি (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: জনক প্রকাশ (সিঙ্গাপুর)
  • মিয়ানমার টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৬ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
মালয়েশিয়া  
১০০ (১৯.৩ ওভার)
    নেপাল
১০১/২ (১২.৪ ওভার)
শাফিক শরীফ ৪৯ (৩৭)
সন্দ্বীপ লামিচানে ৫/২০ (৪ ওভার)
পারস খডকা ৫২* (৩৭)
প্রবানদ্বীপ সিং ১/২৭ (২ ওভার)
নেপাল ৮ উইকেটে বিজয়ী
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: তাবারক দার (হংকং) এবং ইয়ান থমসন (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: সন্দ্বীপ লামিচানে (নেপাল)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৬ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
চীন  
২৬ (১৪.১ ওভার)
  সিঙ্গাপুর
৩০/০ (২.৩ ওভার)
ওয়াং ইয়া ৫ (১৯)
মানপ্রীত সিং ৩/১ (২ ওভার)
চামিন্দা রৌয়ান ১৬* (৬)
সিঙ্গাপুর ১০ উইকেটে বিজয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রিকেট ওভাল, বাঙ্গি।
আম্পায়ার: চেত্তিথোদি শামসুদ্দিন (ভারত) এবং দুর্গা সুবেদি (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: মানপ্রীত সিং (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৬ অক্টোবর ২০১৮
১৪:৩০
স্কোরকার্ড
ভুটান  
৮২ (১৯.৪ ওভার)
  থাইল্যান্ড
৮৩/২ (১৩.৩ ওভার)
টানডিন ওয়াংচুক ২৫ (৩৬)
নপ্পন সেনামন্ত্রী ৩/১৮ (৪ ওভার)
নিকোলাস জেন্‌স ৩৬* (৪১)
রামেশ লিম্বো ১/৮ (২ ওভার)
থাইল্যান্ড ৮ উইকেটে বিজয়ী
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: সারিকা প্রসাদ (সিঙ্গাপুর) এবং ইয়ান থমসন (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: নপ্পন সেনামন্ত্রী (থাইল্যান্ড)
  • থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৭ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
সিঙ্গাপুর  
১৪৫/৯ (২০ ওভার)
  মালয়েশিয়া
১০৫ (২০ ওভার)
চামিন্দা রৌয়ান ৪১ (৩৬)
সৈয়দ আজিজ ২/২১ (৩ ওভার)
বিরানদ্বীপ সিং ৩৯ (৪১)
অনন্ত কৃষ্ণা ৪/১৪ (৪ ওভার)
সিঙ্গাপুর ৪০ রানে বিজয়ী
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: চেত্তিথোদি শামসুদ্দিন (ভারত) এবং ইয়ান থমসন (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: অনন্ত কৃষ্ণা (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৭ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
চীন  
৪৮ (১৫.২ ওভার)
  মিয়ানমার
৪৯/২ (৭.৫ ওভার)
টিয়ান সেন কুন ১০ (১২)
টেট লিন উং ৪/১১ (৪ ওভার)
কো কো লিন থু ১৮ (১৯)
কিংসান টান ১/১২ (১.৫ ওভার)
মিয়ানমার ৮ উইকেটে বিজয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রিকেট ওভাল, বাঙ্গি।
আম্পায়ার: বিশ্বনাদান কালীদাস (মালয়েশিয়া) এবং দুর্গা সুবেদি (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: টেট লিন উং (মিয়ানমার)
  • মিয়ানমার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৭ অক্টোবর ২০১৮
১৪:৩০
স্কোরকার্ড
নেপাল    
১৭২/৭ (২০ ওভার)
  থাইল্যান্ড
১৮/৯ (৮.৫ ওভার)
করণ কুমার ছেত্রী ৪০* (১৪)
পেয়োপুত সাংনার্ড ৪/২১ (৪ ওভার)
ওয়ানচানা উইসুক ৭ (১২)
সন্দ্বীপ লামিচানে ৫/৮ (৩ ওভার)
নেপাল ১৪০ রানে বিজয়ী (ডি/এল)
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: তাবারক দার (হংকং) এবং ইয়ান থমসন (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: করণ কুমার ছেত্রী (নেপাল)
  • থাইল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৯ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
৭৯ (১৯.৫ ওভার)
  সিঙ্গাপুর
৮৫/২ (১০.৩ ওভার)
পেয়োপুত সাংনার্ড ২৪ (২৭)
মানপ্রীত সিং ৪/১৪ (৪ ওভার)
চামিন্দা রৌয়ান ৩৮* (২৬)
নপ্পন সেনামন্ত্রী ১/৮ (২ ওভার)
সিঙ্গাপুর ৮ উইকেটে বিজয়ী
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: দুর্গা সুবেদি (নেপাল) এবং ইয়ান থমসন (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: মানপ্রিত সিং (সিঙ্গাপুর)
  • থাইল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৯ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
নেপাল    
১৫০/৪ (২০ ওভার)
  ভুটান
৩৩ (১৬.৪ ওভার)
প্রদীপ আইরে ৭৫* (৬৮)
থিনলে জাম্তশো ১/১০ (২ ওভার)
টেনজিন ওয়াংচুক ১১ (১৯)
ললিত রাজবানশী ৩/৪ (৪ ওভার)
নেপাল ১১৭ রানে বিজয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রিকেট ওভাল, বাঙ্গি।
আম্পায়ার: বিশ্বনাদান কালীদাস (মালয়েশিয়া) এবং সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: প্রদীপ আইরে (নেপাল)
  • ভুটান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
৯ অক্টোবর ২০১৮
১৪:৩০
স্কোরকার্ড
মিয়ানমার  
৯/৮ (১০.১ ওভার)
  মালয়েশিয়া
১১/২ (১.৪ ওভার)
ইয়ে কো কো উং ৩ (১২)
পবনদ্বীপ সিং ৫/১ (৪ ওভার)
সুহান আলাগারাতনাম ৭* (৩)
পাইং দানু ২/২ (১ ওভার)
মালয়েশিয়া ৮ উইকেটে বিজয়ী (ডি/এল)
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: তাবারক দার (হংকং) এবং দুর্গা সুবেদি (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: পবনদ্বীপ সিং (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে মালয়েশিয়াকে ৮ ওভারে ৬ রানের পুননির্ধারিত লক্ষ্যমাত্রা দেয়া হয়।

১০ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
চীন  
২৬ (১৩ ওভার)
    নেপাল
২৯/০ (১.৫ ওভার)
হং জিয়াং ইয়ান ১১ (২৭)
সন্দ্বীপ লামিচানে ৩/৪ (৪ ওভার)
নেপাল ১০ উইকেটে বিজয়ী।
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: বিশ্বনাদান কালীদাস (মালয়েশিয়া) এবং চেত্তিথোদি শামসুদ্দিন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: সন্দ্বীপ লামিচানে (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১০ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
সিঙ্গাপুর  
১৬১/৯ (২০ ওভার)
  ভুটান
৬৬ (১৭ ওভার)
সুরেন্দ্রান চন্দ্রামোহান ৮০ (৫০)
তবদেন সিংগে ৪/২৩ (৪ ওভার)
থিনলে জাম্তশো ১৮ (৩১)
মানপ্রীত সিং ৪/১৫ (৪ ওভার)
সিঙ্গাপুর ৯৫ রানে বিজয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রিকেট ওভাল, বাঙ্গি।
আম্পায়ার: তাবারক দার (হংকং) এবং দুর্গা সুবেদি (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুরেন্দ্রান চন্দ্রামোহান (সিঙ্গাপুর)
  • ভুটান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১০ অক্টোবর ২০১৮
১৪:৩০
স্কোরকার্ড
থাইল্যান্ড  
১৫১/৫ (২০ ওভার)
  মিয়ানমার
২৭/২ (৮.৪ ওভার)
চানচাই পেংকুমতা ৫০ (৪১)
খিন আই ২/৩৩ (৪ ওভার)
খিন আই ১০ (৩৫)
নপ্পন সেনামন্ত্রী ১/৭ (১.৪ ওভার)
থাইল্যান্ড ৩১ রানে বিজয়ী (ডি/এল)
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: বিশ্বনাদান কালীদাস (মালয়েশিয়া) এবং সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: চানচাই পেংকুমটা (থাইল্যান্ড)
  • মিয়ানমার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১২ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
ভুটান  
১০৫/৮ (২০ ওভার)
  মিয়ানমার
৬৬ (১৭ ওভার)
কুমার সুব্বা ৪৫ (৫৯)
কো কো লিন থু ৩/১৩ (৪ ওভার)
কো কো লিন থু ১৭ (২৪)
জিগমে সিংগে ৩/৬ (৩ ওভার)
ভুটান ৩৯ রানে বিজয়ী
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: তারারক দার (হংকং) এবং ইয়ান থমসন (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: জিগমে সিংগি (ভুটান)
  • মিয়ানমার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
১২ অক্টোবর ২০১৮
১০:০০
স্কোরকার্ড
চীন  
৩০ (১০ ওভার)
  মালয়েশিয়া
৩১/০ (৩ ওভার)
Chen Jinfeng 21 (27)
শিবানান্ত কৃষ্ণান ৩/০ (১ ওভার)
শাফিক শরীফ ১৯* (৯)
মালয়েশিয়া ১০ উইকেটে বিজয়ী
মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় ক্রিকেট ওভাল, বাঙ্গি।
আম্পায়ার: দুর্গা সুবেদী (নেপাল) এবং সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: শিবানান্ত কৃষ্ণান (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে উভয় দলের জন্য ১১ ওভারের খেলা নির্ধারণ করা হয়।
১২ অক্টোবর ২০১৮
১৪:৩০
স্কোরকার্ড
সিঙ্গাপুর  
৮১ (১৭.৩ ওভার)
    নেপাল
১/১ (০.৩ ওভার)
সুরেন্দ্রান চন্দ্রামোহান ২৫ (৩২)
সন্দ্বীপ লামিচানে ৪/১৬ (৩.৩ ওভার)

শোয়াইব রাজ্জাক ১/১ (০.৩ ওভার)
ফলাফল হয়নি
বেইয়েমাস ওভাল, পান্ডামারান
আম্পায়ার: তাবারক দার (হংকং) এবং বিশ্বনাদান কালীদাস (মালয়েশিয়া)
  • নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে নেপালের ইনিংস খেলা সম্ভব হয়নি।

আঞ্চলিক ফাইনাল সম্পাদনা

আইসিসি টি২০ বিশ্বকাপ এশিয়া আঞ্চলিক ফাইনাল বাছাইপর্ব
তারিখ২২ – ২৮ জুলাই ২০১৯
তত্ত্বাবধায়কএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটুয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন
আয়োজক  সিঙ্গাপুর
বিজয়ী  সিঙ্গাপুর
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১০
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়  মোহাম্মদ কাশিফ
সর্বাধিক রান সংগ্রহকারী  মোহাম্মদ কাশিফ (১৪৩)
সর্বাধিক উইকেটধারী  ইকবাল হোসাইন (১২)

আঞ্চলিক ফাইনাল খেলাটি সিঙ্গাপুরে ২২ থেকে ২৮ জুলাই ২০১৯ অনুষ্ঠিত হয়। [১৫][১৬] প্রতিযোগিতার শেষ খেলাটি অনুষ্ঠিত হয় নেপাল এবং প্রতিযোগিতার আয়োজক সিঙ্গাপুরের মধ্যে এবং উক্ত খেলার বিজয়ীই ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলার যোগ্যতা অর্জন করে।[১৭][১৮] কুয়েতী খেলোয়াড় মোহাম্মদ কাশিফ প্রতিযোগিতার ফাইনাল পর্যন্ত ১৪৩ রান নিয়ে শীর্ষে থাকায় প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

যোগ্য দল
পশ্চিম উপ-অঞ্চল   কাতার[৬]
  কুয়েত[৭]
পূর্ব উপ-অঞ্চল     নেপাল[৮]
  সিঙ্গাপুর[৮]
  মালয়েশিয়া[৯]

পয়েন্ট টেবিল সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর
  সিঙ্গাপুর (H) +২.৯৬৯ ২০১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ বাছাইপর্বে অগ্রসর।
  কাতার −০.৩৭৮
    নেপাল −০.৬৮২
  কুয়েত −১.১৭৯
  মালয়েশিয়া −০.৩৯০
উৎস: [১৯]
(H) স্বাগতিক।

খেলার সূচী সম্পাদনা

২২ জুলাই ২০১৯
১০:০০
(স্কোরকার্ড)
সিঙ্গাপুর  
১৮৬/৭ (২০ ওভার)
  কাতার
১৫৩/৯ (২০ ওভার)
সুরেন্দ্রান চন্দ্রামোহান ৪৭ (৩৯)
ইকবাল হোসাইন ৪/৩৩ (৪ ওভার)
টামুর সাজ্জাদ ৩৪ (২৯)
জনক প্রকাশ ৩/১৫ (৪ ওভার)
সিঙ্গাপুর ৩৩ রানে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সিঙ্গাপুর
আম্পায়ার: বিশ্বনাদান কালীদাস (মালয়েশিয়া) এবং বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: জনক প্রকাশ (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • টি২০আই-এ অভিষেক হয় : বিনোদ বাস্কারান, সুরেন্দ্রান চন্দ্রামোহান, টিম ডেভিড, অনন্ত কৃষ্ণা, আমজাদ মাহবুব, আনিশ পারাম, জনক প্রকাশ, রোহান রাঙ্গারাজন, মানপ্রীত সিং, চেতন সুরিয়াবানশী এবং সেল্লাদোরে বিজয়াকুমার (সিঙ্গাপুর)।
২২ জুলাই ২০১৯
১৪:৩০
(স্কোরকার্ড)
মালয়েশিয়া  
১৬২ (২০ ওভার)
  কুয়েত
১২০ (১৮ ওভার)
শাফিক শরীপ ৩৮ (২৭)
মুহাম্মদ আহসান ২/৩১ (৩ ওভার)
মুহাম্মদ কাশিফ ৫১ (৪৬)
মুহামাদ শাহাদাত ৩/৩৩ (৪ ওভার)
মালয়েশিয়া ৪২ রানে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সিঙ্গাপুর
আম্পায়ার: তাবারক ধর (হংকং) এবং বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: সৈয়দ আজিজ (মালয়েশিয়া)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • টি২০আই-এ অভিষেক হয় : নাওয়াফ আহমেদ (কুয়েত)
২৩ জুলাই ২০১৯
১০:০০
(স্কোরকার্ড)
কাতার  
১২৪/৬ (১৯.২ ওভার)
    নেপাল
১২২ (২০ ওভার)
ইনাম-উল-হক ৪১ (৩২)
সন্দ্বীপ লামিচানে ৩/৩৩ (৪ ওভার)
দ্বিপেন্দ্র সিং আইরে ৩৪ (৩৫)
ইকবাল হোসাইন ৩/২১ (৪ ওভার)
কাতার ৪ উইকেটে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সিঙ্গাপুর
আম্পায়ার: বিশ্বনাদান কালীদাস (মালয়েশিয়া) এবং তাবারক ধর (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: ইনাম-উল-হক
  • নেপাল টসে জয় লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৩ জুলাই ২০১৯
১৪:৩০
(স্কোরকার্ড)
খেলা পরিত্যাক্ত
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সিঙ্গাপুর
আম্পায়ার: বিশ্বনাদান কালীদাস (মালয়েশিয়া) এবং বুদ্ধিপ্রধান (নেপাল)
  • টস হয়নি
  • বৃষ্টির কারণে কোন খেলা মাঠে গড়ায়নি। পয়েন্ট ভাগাভাগি হয় দু দলের মধ্যে।
২৪ জুলাই ২০১৯
১০:০০
(স্কোরকার্ড)
মালয়েশিয়া  
৮৩/৭ (৯ ওভার)
    নেপাল
৮৬/৩ (৮ ওভার)
সৈয়দ আজিজ ৩০ (১৫)
সমপাল কামি ৩/২৩ (২ ওভার)
জ্ঞানেন্দ্র মাল্লা ৫১ (২১)
মুহাম্মদ সিহাদাত ৩/১৯ (২ ওভার)
নেপাল ৭ উইকেটে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সিঙ্গাপুর
আম্পায়ার: তাবারক দার (হংকং) এবং বিশ্বনাদান কালীদাস (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জ্ঞানেন্দ্র মাল্লা (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে খেলা উভয় দলের জন্য ৯ ওভারে কমিয়ে আনা হয়।
২৬ জুলাই ২০১৯
১০:০০
(স্কোরকার্ড)
কুয়েত  
১৯৭/৭ (২০ ওভার)
  কাতার
১৮৭/৫ (২০ ওভার)
আদনান ইদ্রিস ৫৬ (৩২)
নোমান সারওয়ার ২/৩৬ (৩ ওভার)
টামুর সাজ্জাদ ৪৬* (৩২)
জান্দু হামুদ ২/২৫ (৩ ওভার)
কুয়েত ১০ রানে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সিঙ্গাপুর
আম্পায়ার: বিশ্বানাদান কালীদাস (মালয়েশিযা) এবং বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: আদনান ইদ্রিস (কুয়েত)
  • কাতার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৬ জুলাই ২০১৯
১৪:৩০
(স্কোরকার্ড)
মালয়েশিয়া  
৯২ (১৮.৪ ওভার)
  সিঙ্গাপুর
৯৬/২ (১৩.২ ওভার)
মুহাম্মদ সিয়াহাদাত ২২ (২০)
আমজাদ মাহবুব ৩/৩০ (৩.৪ ওভার)
সুরেন্দ্রান চন্দ্রামোহান ৫০* (৪২)
নেভেইল লাইয়ানেজ ১/১৯ (৩ ওভার)
সিঙ্গাপুর ৮ উইকেটে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সিঙ্গাপুর
আম্পায়ার: তাবারক দার (হংকং) এবং বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: সুরেন্দ্রান চন্দ্রামোহান (সিঙ্গাপুর)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৭ জুলাই ২০১৯
১০:০০
(স্কোরকার্ড)
কুয়েত  
১৪১/৯ (২০ ওভার)
    নেপাল
১৪৩/৩ (১৫.৫ ওভার)
মোহাম্মদ কাশিফ ৪৯ (৩৬)
বসন্ত রেগমি ৩/২০ (৪ ওভার)
পারস খডকা ৬৮ (৪২)
মোহাম্মদ কাশিফ ৩/৩০ (২.৫ ওভার)
নেপাল ৭ উইকেটে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সিঙ্গাপুর
আম্পায়ার: তাবারাক দার (হংকং) এবং বিশ্বানাদান কালীদাস (মালয়েশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: পারস খডকা (নেপাল)
  • নেপাল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৭ জুলাই ২০১৯
১৪:৩০
(স্কোরকার্ড)
মালয়েশিয়া  
১৪৪ (১৯.১ ওভার)
  কাতার
১৪৭/৬ (১৯.৪ ওভার)
বিরেনদ্বীপ সিং ৪৯ (৪৬)
মোহাম্মদ নাদীম ৩/২৩ (৪ ওভার)
নোমান সারওয়ার ৪৭* (৩৭)
বিরেনদ্বীপ সিং ২/১৫ (১.৪ ওভার)
কাতার ৪ উইকেটে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সিঙ্গাপুর
আম্পায়ার: তাবারক দার (হংকং) এবং বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: নোমান সারওয়ার (কাতার)
  • মালয়েশিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৮ জুলাই ২০১৯
১০:০০
(স্কোরকার্ড)
সিঙ্গাপুর  
১৯১/৬ (২০ ওভার)
    নেপাল
১০৯ (১৫ ওভার)
টিম ডেভিড ৭৭ (৪৩)
অভিনাশ বহরা ৪/৩৫ (৪ ওভার)
জ্ঞানেন্দ্র মল্ল ৩৯ (২১)
সেল্লাদরে বিজয়াকুমার ৪/২৫ (৪ ওভার)
সিঙ্গাপুর ৮২ রানে বিজয়ী
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সিঙ্গাপুর
আম্পায়ার: বিশ্বানাদান কালীদাশ (মালয়েশিয়া) এবং তাবারক দার (হংকং)
ম্যাচ সেরা খেলোয়াড়: টিম ডেভিড (সিঙ্গাপুর)
  • সিঙ্গাপুর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টীকা সম্পাদনা

  1. জাম্বিয়া মুলত আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে খেলার জন্য নির্ধারিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে দলের অন্তর্ভুক্তি তুলে নেয়।
  2. সংযুক্ত আরব আমিরাত সাধারণত এশিয়া অঞ্চলের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে, কিন্তু পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে বাছাই প্রতিযোগিতার মূল পর্বে অগ্রসর হয়ে যায় আয়োজক হিসাবে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The journey to the men's ICC World T20 Australia 2020 set to begin in Argentina"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "ICC World Twenty20 Asia Qualifier 'A' begins in Kuwait"International Cricket Council। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮ 
  3. "Exciting battle on the cards in the ICC World T20 Asia Qualifier B in Malaysia"International Cricket Council। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৮ 
  4. "All T20I matches to get international status"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৮ 
  5. "UAE qualify while Qatar, Kuwait and Saudi strengthen grip on playoff spots"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৮ 
  6. "UAE and Qatar advance to the ICC World Twenty20 Asia Finals"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮ 
  7. "UAE, Qatar and Kuwait qualify for the ICC World Twenty20 Asia Finals"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০১৮ 
  8. "Nepal and Singapore advance to next round of ICC World T20 qualifiers"International Cricket Council। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৮ 
  9. "Nepal become champion of ICC World Twenty20 Asia Qualifier 'B' tournament"The Kathmandu Post। ১২ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৮ 
  10. "ICC Board meetings conclude in Dubai"International Cricket Council। ২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৯ 
  11. "One ICC Men's T20 World Cup Qualifier spot up for grabs in EAP final"International Cricket Council। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  12. "Asian Eastern Regional World Cup Qualifiers from Aug 26"My Republica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০১৮ 
  13. "The road to the men's ICC World T20 Australia 2020 heads to Kuwait as regional qualification groups are confirmed"International Cricket Council। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮ 
  14. "Kuwait, UAE, Saudi register wins on opening day of ICC World Twenty20 Asia Qualifier 'A'"International Cricket Council। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৮ 
  15. "Five teams set for Singapore showdown to move one step closer to T20 World Cup"International Cricket Council। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯ 
  16. "Preview: ICC T20 World Cup Asia Final in Singapore"Emerging Cricket। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৯ 
  17. "Singapore sling Nepal out of Asia Finals and book spot in global qualifier"Emerging Cricket। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯ 
  18. "Singapore Overcome Nepal to Seal Spot 2019 ICC T20 World Cup Qualifier"www.news18.com। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৯ 
  19. "ICC Men's T20 World Cup Asia Region Final 2019"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা