২০১৭ ভারত ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

ভারত জাতীয় ক্রিকেট দল তিনটি টেস্ট ক্রিকেট, পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে, যা জুলাই থেকে সেপ্টেম্বর ২০১৭-এ অনুষ্ঠিত হয়।[১][২][৩] টেস্ট সিরিজটি শুরুর পূর্বে কলম্বোতে একটি দুই-দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।[৪][৫][৬]

২০১৭ ভারত ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা ভারত
তারিখ ২১ জুলাই – ৬ সেপ্টেম্বর ২০১৭
অধিনায়ক দিনেশ চান্ডিমাল (টেস্ট)[n ১]
উপুল থারাঙ্গা (ওডিআই ও টি২০আই)[n ২]
বিরাট কোহলি
টেস্ট সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে ভারত ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান দিমুথ করুনারত্নে (২৮৫) শিখর ধাওয়ান (৩৫৮)
সর্বাধিক উইকেট নুয়ান প্রদীপ (৬) রবিচন্দ্রন অশ্বিন (১৭)
সিরিজ সেরা খেলোয়াড় শিখর ধাওয়ান (ভারত)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ভারত ৫–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান অ্যাঞ্জেলো ম্যাথিউস (১৯২) বিরাট কোহলি (৩৩০)
সর্বাধিক উইকেট আকিলা ধনঞ্জয় (৯) জসপ্রীত বুমরাহ (১৫)
সিরিজ সেরা খেলোয়াড় জসপ্রীত বুমরাহ (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে ভারত ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান দিলশান মুনাবিরা (৫৩) বিরাট কোহলি (৮২)
সর্বাধিক উইকেট ইসুরু উদানা (১)
লাসিথ মালিঙ্গা (১)
সিক্কুজি প্রসন্ন (১)
যুজবেন্দ্র চাহাল (৩)
সিরিজ সেরা খেলোয়াড় বিরাট কোহলি (ভারত)

শ্রীলঙ্কা দলকে মাসের শুরুতে খেলা ওডিআই খেলায় জিম্বাবুয়ের সাথে পরাজিত হওয়ার পর পরবর্তী টেস্ট খেলার জন্য দিনেশ চান্ডিমালকে দলের অধিনায়ক নিযুক্ত করা হয়।[৭] যদিও, প্রথম টেস্ট শুরু হওয়ার পূর্বেই নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায়, তাকে খেলা থেকে অব্যাহতি দেয়া হয়।[৮] পরে রঙ্গনা হেরাথকে প্রথম টেস্টের জন্য টেস্ট অধিনায়ক হিসাবে নিশ্চিত করা হয়।[৯] চান্দিমাল ২য় টেস্টে অধিনায়ক হিসাবে দলে ফিরে আসে।[১০] ভারত টেস্ট সিরিজটি ৩-০ তে জিতে নেয়। আর এটা ছিল ভারতে জন্য বিদেশের মাঠে তিন বা বেশি ম্যাচের সিরিজে কোন দলকে হোয়াইটওয়াশ[১১] এটাও ভারতের জন্য প্রথম যে, তারা সফরকারী হিসাবে কোন দেশে ১৯৬৮ সালের পর এই প্রথমবার তিন টেস্ট সিরিজে জয় লাভ করে।[১২]

ক্যান্ডিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওডিআই ম্যাচটি ছিল শ্রীলঙ্কার ৮০০তম ওডিআই ম্যাচ।[১৩] প্রথম তিনটি ওডিআই এ জয়, অতঃপর সিরিজ জয়, এবং এটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৮ম ধারাবাহিক সিরিজ জয়।[১৪] এই পরাজয়, এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে পূর্বের সিরিজ পরাজয়ের ফলে শ্রীলঙ্কার নির্বাচক কমিটিকে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বাধ্য করে।[১৫] ভারত ৫-০ তে সিরিজ জয় করায় শ্রীলঙ্কাকে ওডিআই সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ এর সম্মুখীন হতে হয়।[১৬] একমাত্র টি২০আই ম্যাচেও ভারত ৭ উইকেটে জয় লাভ করে,[১৭] ফলে ৯-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক ক্রিকেটর সব সংস্করণে মিলিয়ে দ্বি-জাতিক সিরিজে পরিষ্কার মাত দিয়ে দেয় ভারত।[১৮]

দলীয় সদস্য সম্পাদনা

টেস্ট ওডিআই টি২০আই
  শ্রীলঙ্কা[১০][১৯]   ভারত[২০]   শ্রীলঙ্কা[২১]   ভারত[২২]   শ্রীলঙ্কা[২৩]   ভারত[২২]

প্রস্তুতিমূলক খেলা সম্পাদনা

দুই দিনের ম্যাচ: শ্রীলঙ্কা বোর্ডের প্রেসিডেন্টের একাদশ ব ভারত সম্পাদনা

২১–২২ জুলাই ২০১৭
১৮৭ (৫৫.৫ ওভার)
দানুষ্কা গুণতিলকা ৭৪ (৯৭)
কুলদীপ যাদব ৪/১৪ (৬.৫ ওভার)
৩১২/৯ঘো (৬৮ ওভার)
লোকেশ রাহুল ৫৪ (৫৮)
বিশ্ব ফার্নান্দো ২/৩৭ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা বোর্ডের প্রেসিডেন্টের একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ সম্পাদনা

১ম টেস্ট সম্পাদনা

২৬–৩০ জুলাই ২০১৭
৬০০ (১৩৩.১ ওভার)
শিখর ধাওয়ান ১৯০ (১৬৮)
নুয়ান প্রদীপ ৬/১৩২ (৩১ ওভার)
২৯১ (৭৮.৩ ওভার)
দিলরুয়ান পেরেরা ৯২* (১৩২)
রবীন্দ্র জাদেজা ৩/৬৭ (২২.৩ ওভার)
২৪০/৩ঘো (৫৩ ওভার)
বিরাট কোহলি ১০৩* (১৩৬)
দানুষ্কা গুণতিলকা ১/১৬ (৫ ওভার)
২৪৫ (৭৬.৫ ওভার)
দিমুথ করুনারত্নে ৯৭ (২০৮)
রবিচন্দ্রন অশ্বিন ৩/৬৫ (২৭ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • হার্দিক পাণ্ড্য (ভারত) ও দানুষ্কা গুণতিলকা (শ্রীলঙ্কা) উভয়ই তার টেস্ট অভিষেক হয়।
  • রবিচন্দ্রন অশ্বিন (ভারত) তার ৫০তম টেস্ট খেলে।
  • নুয়ান প্রদীপ (শ্রীলঙ্কা) টেস্টে নিজের প্রথম পাঁচ উইকেট দখল করেন।
  • বিদেশের মাঠে এটি ভারতের সবচেয়ে বড় জয় এবং টেস্টে ক্রিকেটে রানের হিসাব অনুযায়ী শ্রীলঙ্কার সবচেয়ে বড় পরাজয়।

২য় টেস্ট সম্পাদনা

৩–৭ আগস্ট ২০১৭
৬২২/৯ঘো (১৫৮ ওভার)
চেতেশ্বর পুজারা ১৩৩ (২৩২)
রঙ্গনা হেরাথ ৪/১৫৪ (৪১ ওভার)
১৮৩ (৪৯.৯ ওভার)
নিরোশন ডিকওয়েলা ৫১ (৪৮)
রবিচন্দ্রন অশ্বিন ৫/৬৯ (১৬.৪ ওভার)
৩৮৬ (১১৬.৫ ওভার) (f/o)
দিমুথ করুনারত্নে ১৪১ (৩০৭)
রবীন্দ্র জাদেজা ৫/১৫২ (৩৯ ওভার)
ভারত একটি ইনিংস এবং ৫৩ রানে দ্বারা জয়ী
সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, কলম্বো
আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: রবীন্দ্র জাদেজা (ভারত)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • মালিন্দা পুষ্পকুমারা (শ্রীলঙ্কা) তার টেস্ট অভিষেক হয়।
  • চেতেশ্বর পুজারা (ভারত) তার ৫০তম টেস্ট খেলেছে।
  • রবীন্দ্র জাদেজা (ভারত) টেস্ট ম্যাচ খেলার হিসাব অনুযায়ী (৩২) ১৫০ উইকেটের অধিকারী দ্রুততম বামহাতি বোলার
  • শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার ঘরোয়া পরিবেশে প্রথমবারের মতো ভারত একটি ইনিংস সহ পরাজিত করে।

৩য় টেস্ট সম্পাদনা

১২–১৬ আগস্ট ২০১৭
৪৮৭ (১২২.৩ ওভার)
শিখর ধাওয়ান ১১৯ (১২৩)
লক্ষ্মণ সন্দাকান ৫/১৩২ (৩৫.৩ ওভার)
১৩৫ (৩৭.৪ ওভার)
দিনেশ চান্ডিমাল ৪৮ (৮৭)
কুলদীপ যাদব ৪/৪০ (১৩ ওভার)
১৮১ (৭৪.৩ ওভার) (f/o)
নিরোশন ডিকওয়েলা ৪১ (৫২)
রবিচন্দ্রন অশ্বিন ৪/৬৮ (২৮.৩ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • হার্দিক পাণ্ড্য পঞ্চম ভারতীয় প্লেয়ার যিনি প্রথম শ্রেণি ক্রিকেটের অভিষেক সিরিজে সেঞ্চুরি করেন। দ্বিতীয় দিনের প্রথম সেশনে তার সংগ্রহ ছিল ১০৭, যা যে কোন ভারতীয় ব্যাটসম্যানের হিসাবে সর্বাধিক। পূর্বের রেকর্ডটি ছিল ২০০৬ বীরেন্দ্র শেওয়াগের ৯৯ রান।
  • হার্দিক পাণ্ড্য টেস্ট ক্রিকেটে কোন ভারতীয় খেলোয়াড় হিসাবে এক ওভারে সর্বোচ্চ রান করেছেন (২৬)।
  • লক্ষ্মণ সন্দাকান (শ্রীলঙ্কা) টেস্টে নিজের প্রথম পাঁচ উইকেট দখল করেন।

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

২০ আগস্ট ২০১৭
১৪:৩০ (দিন/রাত)
শ্রীলঙ্কা  
২১৬ (৪৩.২ ওভার)
  ভারত
২২০/১ (২৮.৫ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিশ্ব ফার্নান্দো (শ্রীলঙ্কা) তার ওডিআই অভিষেক হয়।
  • লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) তার ২০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।

২য় ওডিআই সম্পাদনা

২৪ আগস্ট ২০১৭
১৪:৩০ (দিন/রাত)
শ্রীলঙ্কা  
২৩৬/৮ (৫০ ওভার)
  ভারত
২৩১/৭ (৪৫.১ ওভার)
রোহিত শর্মা ৫৪ (৪৫)
আকিলা ধনঞ্জয় ৬/৫৪ (১০ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইনিংসের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাত ৪৭ ওভারে ২৩ রানে একটি সংশোধিত লক্ষ্য নির্ধারণ করেছে।
  • এই শ্রীলঙ্কা ৮০০তম ওডিআই ছিল।
  • আকিলা ধনঞ্জয় (শ্রীলঙ্কা) ওডিআইতে তার প্রথম পাঁচ উইকেট দখল করেন।
  • মহেন্দ্র সিং ধোনিভুবনেশ্বর কুমার অপরাজিত ১০০ রানের জুটিটি ছিল ওডিআই-এ যে কোন দলের বিপক্ষে ভারতের অষ্টম উইকেটে সর্বোচ্চ জুটি

৩য় ওডিআই সম্পাদনা

২৭ আগস্ট ২০১৭
১৪:৩০ (দিন/রাত)
শ্রীলঙ্কা  
২১৭/৯ (৫০ ওভার)
  ভারত
২১৮/৪ (৪৫.১ ওভার)
রোহিত শর্মা ১২৪* (১৪৫)
আকিলা ধনঞ্জয় ২/৩৮ (১০ ওভার)

৪র্থ ওডিআই সম্পাদনা

৩১ আগস্ট ২০১৭
১৪:৩০ (দিন/রাত)
ভারত  
৩৭৫/৫ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
২০৭ (৪২.৪ ওভার)

৫ম ওডিআই সম্পাদনা

৩ সেপ্টেম্বর ২০১৭
১৪:৩০ (দিন/রাত)
শ্রীলঙ্কা  
২৩৮ (৪৯.৪ ওভার)
  ভারত
২৩৯/৪ (৪৬.৩ ওভার)

টি২০আই সিরিজ সম্পাদনা

একমাত্র টি২০আই সম্পাদনা

৬ সেপ্টেম্বর ২০১৭
১৯:০০ (দিন/রাত)
শ্রীলঙ্কা  
১৭০/৭ (২০ ওভার)
  ভারত
১৭৪/৩ (১৯.২ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অশন প্রিয়ঞ্জন (শ্রীলঙ্কা) তার টি২০আই অভিষেক হয়।
  • বিরাট কোহলি (ভারত) তার ৫০তম টি২০আই খেলেছে।

টীকা সম্পাদনা

  1. সিরিজ শুরুর পূর্বে দিনেশ চান্ডিমালকে শ্রীলঙ্কার টেস্ট দলের অধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়। কিন্তু নিউমোনিয়ার কারণে সে প্রথম টেস্টে খেলতে পারেনি, রঙ্গনা হেরাথ দলের অধিনায়কত্ব করেন উক্ত টেস্টে।
  2. ২য় ওডিআই-এ ধীর হারে ওভার ডেলিভারী করার কারণে ৩য় ও ৪র্থ ওডিআই-এ উপুল থারাঙ্গাকে বহিস্কার করা হয়। চামারা কাপুগেদারাকে ৩য় ওডিআইয়ের জন্য অধিনায়ক নিযুক্ত করা হলেও ব্যাক ইনজুরির কারণে সিরিজ থেকেই বাদ পড়ে যায়। পরে ৪র্থ ওডিআইয়ের জন্য লাসিথ মালিঙ্গাকে অধিনায়ক নিযুক্ত করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৬ 
  2. "India to play 3 Tests, 5 ODIs and 1 T20I in Sri Lanka"Cricbuzz। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৭ 
  3. "India's next away Test in Galle on July 26"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৭ 
  4. "Pandya earns Test call-up, Rahul back"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৭ 
  5. "India team for the Test series against Sri Lanka"Wisden India। ১৩ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৭ 
  6. "India tour of Sri Lanka, 2017"Cricket Buzz। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭ 
  7. "Chandimal to lead SL in Tests, Tharanga in shorter formats"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৭ 
  8. "Chandimal ruled out of Galle Test"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭ 
  9. "Herath to skipper SL against India"Cricket Australia। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৭ 
  10. "Lahiru Thirimanne returns for SSC Test"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭ 
  11. "A rare clean sweep away from home"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭ 
  12. "Ashwin, Shami lead three-day rout as India complete whitewash"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৭ 
  13. "Onus on youngsters to lift Sri Lanka out of the pits"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৭ 
  14. "India's eighth consecutive bilateral ODI series win against SL"ESPN Cricinfo। ২৭ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৭ 
  15. "Sri Lanka selectors resign after defeats to India"ESPN Cricinfo। ২৯ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০১৭ 
  16. "Bhuvneshwar, Kohli lead India to 5-0 sweep"ESPN Cricinfo। ৩ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৭ 
  17. "Kohli, Pandey lead the way as India complete 9-0 sweep"ESPN Cricinfo। ৬ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০১৭ 
  18. "Kohli, Pandey lead the way as India complete 9-0 sweep"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭ 
  19. "Sri Lanka announces squad for first Test against India"Sri Lanka Cricket। ১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৭ 
  20. "Pandya in squad for SL Tests, Rahul back"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৭ 
  21. "Thisara, Siriwardana return to ODI squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭ 
  22. "Yuvraj dropped; Ashwin, Jadeja rested for Sri Lanka ODIs"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৭ 
  23. "Vandersay, Shanaka in revised Sri Lanka T20 squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা