২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপ নকআউট পর্ব

২০১৭ ফিফা কনফেডারেশন্স কাপের নকআউট পর্যায়ে ২৮ জুন থেকে সেমিফাইনালে চূড়ান্ত রাউন্ডের উদ্বোধন হবে এবং ২ জুলাই ২০১৭ তারিখে ফাইনালের মাধ্যমে শেষ হবে সেইন্ট পিটার্সবার্গের কের্তোভস্কি স্টেডিয়ামে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল একক-বর্জন স্টাইলে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে নকআউট পর্বের দিকে এগিয়ে যাবে। একটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং সেমি ফাইনালে পরাজয়ী দুটি দলের মধ্যে এটি অনুষ্ঠিত হবে। নকআউট পর্বে, সম্পূর্ণ সময় শেষে যদি দুই দলের গোল সংখ্যা সমান থাকে তবে অতিরিক্ত সময় (দুই অর্ধে ১৫ মিনিত করে) দেওয়া হবে। এরপরও যদি গোল সংখ্যা সমান থাকে তবে পেনাল্টি শুট-আউট দ্বারা বিজয়ী নির্ধারণ করা হবে।

বাছাইকৃত দল সম্পাদনা

গ্রুপ বিজয়ী রানার-আপ
  পর্তুগাল   মেক্সিকো
বি   জার্মানি   চিলি

ব্রাকেট সম্পাদনা

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
২৮ জুন — কাজান
 
 
  পর্তুগাল০ (৩) 
 
২ জুলাই— সেইন্ট পিটার্সবার্গ
 
  চিলি (পেন.)০ (৩) 
 
  চিলি
 
২৯ জুন — সোচি
 
  জার্মানি
 
  জার্মানি
 
 
  মেক্সিকো
 
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ
 
 
২ জুলাই — মস্কো
 
 
  পর্তুগাল
 
 
  মেক্সিকো

সেমি-ফাইনাল সম্পাদনা

পর্তুগাল বনাম চিলি সম্পাদনা

জার্মানি বনাম মেক্সিকো সম্পাদনা

তৃতীয় স্থান নির্ধারণী সম্পাদনা

পর্তুগাল  ২-১ (অ.স.প.)  মেক্সিকো
প্রতিবেদন নিতো   ৫৪' (আ.গো.)

ফাইনাল সম্পাদনা

চিলি  ০-১  জার্মানি
প্রতিবেদন Stindl   ২০'
দর্শক সংখ্যা: ৫৭,২৬৮
রেফারি: Milorad Mažić (Serbia)

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা