২০১৭–১৮ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর

অস্ট্রেলিয়া ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ভারত সফর করে, যা সেপ্টেম্বর থেকে অক্টোবর ২০১৭-এ অনুষ্ঠিত হয়।

২০১৭-১৮ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত অস্ট্রেলিয়া
তারিখ ১২ সেপ্টেম্বর – ১৩ অক্টোবর ২০১৭
অধিনায়ক বিরাট কোহলি স্টিভ স্মিথ (ওডিআই)
ডেভিড ওয়ার্নার (টি২০আই)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ভারত ৪–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রোহিত শর্মা (২৯৬) অ্যারন ফিঞ্চ (২৫০)
সর্বাধিক উইকেট কুলদীপ যাদব (৭) নাথান কোল্টার-নাইল (১০)
সিরিজ সেরা খেলোয়াড় হার্দিক পাণ্ড্য (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান কেদার যাদব (২৭) মইসেস হেনরিকুইস (৭০)
সর্বাধিক উইকেট জসপ্রীত বুমরাহ (৩) জেসন বেহরেনডর্ফ (৪)

দলীয় সদস্য সম্পাদনা

ওডিআই টি২০আই
  ভারত[১]   অস্ট্রেলিয়া[২]   ভারত[৩]   অস্ট্রেলিয়া[২]

প্রস্তুতিমূলক খেলা সম্পাদনা

একদিন: ভারত বোর্ড প্রেসিডেন্ট একাদশ ব অস্ট্রেলিয়া সম্পাদনা

১২ সেপ্টেম্বর ২০১৭
অস্ট্রেলিয়া  
৩৪৭/৭ (৫০ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

১৭ সেপ্টেম্বর ২০১৭
১৩:৩০ (দিন/রাত)
Scorecard
ভারত  
২৮১/৭ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৩৭/৯ (২১ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ইনিংস বিরতির সময় বৃষ্টি আঘাত আনলে অস্ট্রেলিয়ার জন্য ২১ ওভারে ১৬৪ রানের পুনবিবেচিত লক্ষ্যমাত্রা দেয়া হয়।
  • হিল্টন কার্টরাইট (অস্ট্রেলিয়া) তার ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই সম্পাদনা

২১ সেপ্টেম্বর ২০১৭
১৩:৩০ (দিন/রাত)
Scorecard
ভারত  
২৫২ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
২০২ (৪৩.১ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) তার ১০০তম একদিনের আন্তর্জাতিক খেলে।[৪]
  • কুলদীপ যাদব (ভারত) একদিনের আন্তর্জাতিকে হ্যাট্রিক নেয়া তৃতীয় ভারতীয় বোলার।[৫]

৩য় ওডিআই সম্পাদনা

২৪ সেপ্টেম্বর ২০১৭
১৩:৩০ (দিন/রাত)
Scorecard
অস্ট্রেলিয়া  
২৯৩/৬ (৫০ ওভার)
  ভারত
২৯৪/৫ (৪৭.৫ ওভার)
অ্যারন ফিঞ্চ ১২৪ (১২৫)
জসপ্রীত বুমরাহ ২/৫২ (১০ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই সম্পাদনা

২৮ সেপ্টেম্বর ২০১৭
১৩:৩০ (দিন/রাত)
Scorecard
অস্ট্রেলিয়া  
৩৩৪/৫ (৫০ ওভার)
  ভারত
৩১৩/৮ (৫০ ওভার)
ডেভিড ওয়ার্নার ১২৪ (১১৯)
উমেশ যাদব ৪/৭১ (১০ ওভার)
কেদার যাদব ৬৭ (৬৯)
কেন রিচার্ডসন ৩/৫৮ (১০ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) তার ১০০তম একদিনের আন্তর্জাতিক খেলে এবং অস্ট্রেলিয়ার প্রথম কোন ব্যাটসম্যান শততম একদিনের আন্তর্জাতিকে সেঞ্চুরী করেন।[৬][৭]
  • উমেশ যাদব (ভারত) তার একদিনের আন্তর্জাতিকের শততম উইকেট তুলেন।[৮]
  • বিরাট কোহলি (ভারত) একদিনের আন্তর্জাতিকে ইনিংস বিচারে(৩৬) দ্রুততম অধিনায়ক যার ২০০০ রানের সংগ্রহ রয়েছে।[৯]

৫ম ওডিআই সম্পাদনা

১ অক্টোবর ২০১৭
১৩:৩০ (দিন/রাত)
Scorecard
অস্ট্রেলিয়া  
২৪২/৯ (৫০ ওভার)
  ভারত
২৪৩/৩ (৪২.৫ ওভার)
রোহিত শর্মা ১২৫ (১০৯)
অ্যাডাম জাম্পা ২/৫৯ (৮ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • রোহিত শর্মাঅজিঙ্কা রাহানে ১২৪ রানের ওপেনিং জুটিটি ছিল ২০১৭ সালের একদিনের আন্তর্জাতিকে ভারতের ৮ম ১০০+ ওপেনিং জুটি, যা ভারতের জন্য যে কোন ক্যালেন্ডার বছরে সর্বাধিক।[১০]
  • রোহিত শর্মা (ভারত) একদিনের আন্তর্জাতিকে ৬,০০০ রানের মাইলফলক স্পর্শ করে।[১০]

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

৭ অক্টোবর ২০১৭
১৯:০০ (রাত)
Scorecard
অস্ট্রেলিয়া  
১১৮/৮ (১৮.৪ ওভার)
  ভারত
৪৯/১ (৫.৩ ওভার)
অ্যারন ফিঞ্চ ৪২ (৩০)
কুলদীপ যাদব ২/১৬ (৪ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অস্ট্রেলিয়ার ইনিংস চলাকালে বৃষ্টির কারণে ভারতকে ৬ ওভারে ৪৮ রানের নতুন টার্গেট প্রদান করা হয়।
  • জেসন বেহরেনডর্ফ (অস্ট্রেলিয়া) তার টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই সম্পাদনা

১০ অক্টোবর ২০১৭
১৯:০০ (রাত)
Scorecard
ভারত  
১১৮ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১২২/২ (১৫.৩ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এটি ছিল এ মাঠের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলা।[১১]

৩য় টি২০আই সম্পাদনা

১৩ অক্টোবর ২০১৭
১৯:০০ (রাত)
  • টস হয়নি।
  • বৃষ্টি এবং ভেজা মাঠের কারণে কোন খেলার সম্ভব ছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Umesh, Shami return to India ODI squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৭ 
  2. "Starc out, Faulkner and Christian in for India series"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭ 
  3. "India pick Nehra, Karthik for Australia T20s; Dhawan back"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৭ 
  4. "Smith's growth underlined by 100th game"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭ 
  5. "Kuldeep Yadav becomes third Indian bowler to pick up an ODI hat-trick"The Indian Express। ২১ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৭ 
  6. "India eye record winning streak against wilting Australia"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৭ 
  7. "David Warner becomes first Australia player to score century in 100th ODI"। Indian Express। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৭ 
  8. "Umesh Yadav completes 100 ODI wickets in Bengaluru ODI"Zee News। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৭ 
  9. "Stats: Virat Kohli & co. create multiple records despite Bengaluru loss"। Sports Keeda। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৭ 
  10. "India vs Australia 2017, 5th ODI Stats: Rohit Sharma breaks Virat Kohli's record"Sportskeeda। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৭ 
  11. "Australia scrambling to keep series alive"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা