২০১৬ হংকং ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

হংকং জাতীয় ক্রিকেট দল দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য স্কটল্যান্ড সফর করে, যা সেপ্টেম্বর ২০১৬-এ অনুষ্ঠিত হয়।

২০১৬ হংকং ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
 
  স্কটল্যান্ড হংকং
তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৬ – ১০ সেপ্টেম্বর ২০১৬
অধিনায়ক প্রিস্টন মমসেন বাবর হায়াত
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে স্কটল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান ক্যালাম ম্যাকলিওড (১৩০) নিজাকাত খান (৮৩)
সর্বাধিক উইকেট ক্রিস সোল (৪)
কন ডি ল্যাঞ্জ (৪)
এহসান খান (৩)
আইজাজ খান (৩)

দলীয় সদস্য সম্পাদনা

  স্কটল্যান্ড   হংকং

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

৮ সেপ্টেম্বর ২০১৬
স্কটল্যান্ড  
১৫৩/৬ (২০ ওভার)
  হংকং
১৩৬/৪ (১৮ ওভার)
কাইল কোয়েতজার ৫৩ (৩০)
এহসান খান ২/২৮ (৪ ওভার)
নিজাকাত খান ৪৩ (২৬)
কন ডি ল্যাঞ্জ ২/২৬ (৪ ওভার)
  • হংকং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ম্যাচের শুরুটি বৃষ্টিপাতের কারণে সাড়ে পাঁচ ঘণ্টা দেরি হয়ে যায় এবং খেলাটি প্রতি পাশের ২১ ওভারে নামিয়ে আনে।
  • স্কটল্যান্ডের ইনিংসের প্রথম দিকে বৃষ্টির আরও দেরি খেলাটি প্রতি পাশের ২০ ওভারে নামিয়ে আনে।
  • এহসান খান, শহীদ ওয়াসিফ, তানভীর আহমেদ (হংকং) ও মার্ক ওয়াট (স্কটল্যান্ড) সব তার ওডিআই অভিষেক হয়।
  • মাঠের কোনও ফ্লাডলাইট না থাকায় ম্যাচটি খারাপ আলোর কারণে পরিত্যক্ত হয়েছিল।

২য় ওডিআই সম্পাদনা

১০ সেপ্টেম্বর ২০১৬
স্কটল্যান্ড  
২৬৬/৭ (৫০ ওভার)
  হংকং
২১৩ (৪৬.১ ওভার)
ক্যালাম ম্যাকলিওড ১০২ (১০৭)
তানভীর আহমেদ ২/৫০ (১০ ওভার)
বাবর হায়াত ৫৬ (৬৭)
ক্রিস সোল ৪/২৮ (৯ ওভার)
স্কটল্যান্ড ৫৩ রানে জয়ী
দ্য গ্রাঞ্জ ক্লাব, এডিনবরা
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা