২০১৪ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ৩ জুলাই, ২০১৪ তারিখ থেকে ২৮ জুলাই, ২০১৪ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কা সফর করে। সফরে দলটি শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এবং দুইটি টেস্ট খেলায় প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। প্রকৃতপক্ষে টেস্ট সিরিজটি জুলাই, ২০১৩ সালে আয়োজনের কথা থাকলেও ২০১৫ সাল পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছিল ও পরবর্তীকালে জুলাই, ২০১৪ সালে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০০৬ সালের পর প্রথমবারের মতো টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হয়।[১]

২০১৪ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা
তারিখ ৩০ জুন, ২০১৪ – ২৮ জুলাই, ২০১৪
অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস (ওডিআই ও টেস্ট) হাশিম আমলা (টেস্ট)
এবি ডি ভিলিয়ার্স (ওডিআই)
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান অ্যাঞ্জেলো ম্যাথিউস (২৪২) হাশিম আমলা (১৯৭)
সর্বাধিক উইকেট কুশল পেরেরা (১৬) ডেল স্টেইন (১৩)
সিরিজ সেরা খেলোয়াড় কুশল পেরেরা (শ্রীলঙ্কা)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান তিলকরত্নে দিলশান (১৫৬) হাশিম আমলা (২৫৮)
সর্বাধিক উইকেট অজন্তা মেন্ডিস (৭) রায়ান ম্যাকলারিন (৯)
সিরিজ সেরা খেলোয়াড় হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)

সম্প্রচারস্বত্ত্বজনিত কারণে একদিনের আন্তর্জাতিক সিরিজটি রয়্যাল স্ট্যাগ কাপ নামে পরিচিতি পায়।

দলের সদস্য সম্পাদনা

ওডিআই টেস্ট
  শ্রীলঙ্কা[২]   দক্ষিণ আফ্রিকা[৩]   শ্রীলঙ্কা[৪]   দক্ষিণ আফ্রিকা[৫]

প্রস্তুতিমূলক খেলা সম্পাদনা

একদিনের: শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ ব দক্ষিণ আফ্রিকা একাদশ সম্পাদনা

৩ জুলাই, ২০১৪
০৯:৪৫
প্রস্তুতিমূলক খেলা
দক্ষিণ আফ্রিকা একাদশ  
২৯৭/৯ (৫০ ওভার)
সুরজ রণদিব ৫৩ (৫১)
মরনে মরকেল ৩/২৯ (৭ ওভার)
  • শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

খেলা পরিচালনাকারী কর্মকর্তা সম্পাদনা

খেলা পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন:[৮][৯][১০][১১]

আম্পায়ার টিভি আম্পায়ার সংরক্ষিত আম্পায়ার ম্যাচ রেফারী

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

৬ জুলাই, ২০১৪
১০:০০
স্কোরকার্ড
ওডিআই ৩৫০০
দক্ষিণ আফ্রিকা  
৩০৪/৫ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
২২৯ (৪০.৩ ওভার)
হাশিম আমলা ১০৯ (১৩০)
অজন্তা মেন্ডিস ৩/৬১ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৭৫ রানে বিজয়ী
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) ও র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে।

২য় ওডিআই সম্পাদনা

৯ জুলাই, ২০১৪
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওডিআই ৩৫০১
শ্রীলঙ্কা  
২৬৭ (৪৯.২ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৮০ (৩৮.১ ওভার)
হাশিম আমলা ১০১ (১০২)
তিলকরত্নে দিলশান ৩/৪০ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জয়ে হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শ্রীলঙ্কার সিরিজে ১-১ সমতা আনয়ণ।

৩য় ওডিআই সম্পাদনা

১২ জুলাই, ২০১৪
৯:৪৫
স্কোরকার্ড
ওডিআই ৩৫০২
দক্ষিণ আফ্রিকা  
৩৩৯/৫ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
২৫৭ (৪৪.৩ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকার ২-১ ব্যবধানে সিরিজ বিজয়।

অর্জনসমূহ সম্পাদনা

শ্রীলঙ্কা
  • ২য় ওডিআইয়ে মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কার একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন।[১২]
দক্ষিণ আফ্রিকা
  • ১ম ওডিআইয়ে শ্রীলঙ্কায় দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রহ।[১৩]
  • স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৩য় উইকেট জুটিতে আমলা-ডি ভিলিয়ার্স ১৫১ রানের রেকর্ড সংগ্রহ।[১৩]
  • হাশিম আমলা একদিনের আন্তর্জাতিকে ত্রয়োদশ শতক করে গ্যারি কার্স্টেনের সমকক্ষ হন ও শ্রীলঙ্কার বিপক্ষে ২য় শতক করেন।[১৪]
  • ২য় ওডিআইয়ে হাশিম আমলা নিজস্ব চতুর্দশ ও তার দ্রুততম শতক করেন।[১৫]

পরিসংখ্যান সম্পাদনা

ব্যাটিং সম্পাদনা

সর্বাধিক রান[১৬]
খেলোয়াড়ের নাম ম্যাচ সংখ্যা ইনিংস অপরাজিত রান সর্বোচ্চ রান গড় বল মোকাবেলা স্ট্রাইক রেট ১০০ ৫০
  হাশিম আমলা ২৫৮ ১০৯ ৮৬.০০ ২৯৩ ৮৮.০৫ ২৩
  এবি ডি ভিলিয়ার্স ২১২ ১০৮ ৭০.৬৬ ১৮২ ১১৬.৪৮ ১৯
  কুইন্টন ডি কক ১৫৯ ১২৮ ৫৩.০০ ১৬৮ ৯৪.৬৪ ১৬
  তিলকরত্নে দিলশান ১৫৬ ৮৬ ৫২.০০ ১৬০ ৯৭.৫০ ১৯
  কুমার সাঙ্গাকারা ১৩১ ৮৮ ৪৩.৬৬ ১১৬ ১১২.৯৩ ১৬

বোলিং সম্পাদনা

সর্বাধিক উইকেট[১৭]
খেলোয়াড়ের নাম ম্যাচ সংখ্যা ইনিংস ওভার মেইডেন প্রদেয় রান উইকেট সেরা বোলিং গড় ইকোনোমি স্ট্রাইক রেট ৪ উইঃ ৫ উইঃ
  রায়ান ম্যাকলারিন ২৪.০ ১১৮ ৪/৪৮ ১৩.১১ ৪.৯১ ১৬.০০
  অজন্তা মেন্ডিস ২৩.১ ১২৭ ৩/৬১ ১৮.১৪ ৫.৪৮ ১৯.৮০
  ইমরান তাহির ২৭.০ ১২০ ৩/৫০ ২০.০০ ৪.৪৪ ২৭.০০
  মরনে মরকেল ২৪.০ ১৪৬ ২/৩৯ ২৯.২০ ৬.০৮ ২৮.৮০
  লাসিথ মালিঙ্গা ২৩.০ ১৬১ ৪/২৪ ৪০.২৫ ৭.০০ ৩৪.৫০

টেস্ট সিরিজ সম্পাদনা

১ম টেস্ট সম্পাদনা

৪৫৫/৯ডিঃ (১৬৬.২ ওভার)
ডিন এলগার ১০৩ (১৮৭)
জেপি ডুমিনি ১০০ (২০৬)
দিলরুয়ান পেরেরা ৪/১৬২ (৫৩.২ ওভার)
২৯২ (১০৪.৫ ওভার)
অ্যাঞ্জেলো ম্যাথিউস ৮৯ (১৮২)
ডেল স্টেইন ৫/৫৪ (২৩ ওভার)
২০৬/৬ডিঃ (৫০.২ ওভার)
এবি ডি ভিলিয়ার্স ৫১ (৫৮)
দিলরুয়ান পেরেরা ৪/৭৯ (১৯.২ ওভার)
২১৬ (৭১.৩ ওভার)
কুমার সাঙ্গাকারা ৭৬ (১৪৫)
মরনে মরকেল ৪/২৯ (১৩.৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে বিজয়ী।
গালে আন্তর্জাতিক স্টেডিয়াম, গালে
আম্পায়ার: বিলি বাউডেন (নিউজিল্যান্ড) ও রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)
ম্যাচসেরা: ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় টেস্ট সম্পাদনা

৪২১ (১২১.৪ ওভার)
মাহেলা জয়াবর্ধনে ১৬৫ (২৮৪)
ভার্নন ফিল্যান্ডার ২/৫২ (২১.৪ ওভার)
২৮২ (১৩৪.৫ ওভার)
হাশিম আমলা ১৩৯* (৩৮২)
দিলরুয়ান পেরেরা ৫/৬৯ (৪১.৫ ওভার)
২২৯/৮ডি. (৫৩.৪ ওভার)
কুমার সাঙ্গাকারা ৭২ (৯০)
ডেল স্টেইন ২/৫৯ (১৩ ওভার)
১৫৯/৮ (১১১ ওভার)
কুইন্টন ডি কক ৩৭ (৯২)
রঙ্গনা হেরাথ ৫/৪০ (৪৫ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ৫ম দিনের ১ম ও ৩য় পর্বে বৃষ্টি বিঘ্ন ঘটায়।
  • দক্ষিণ আফ্রিকার ১-০ ব্যবধানে সিরিজ বিজয়। ১৯৯৩ সালের পর শ্রীলঙ্কায় দক্ষিণ আফ্রিকার ১ম টেস্ট সিরিজ বিজয়।

অর্জনসমূহ সম্পাদনা

শ্রীলঙ্কা
দক্ষিণ আফ্রিকা
  • ১ম টেস্টের ১ম ইনিংসে ডিন এলগার নিজস্ব ২য় ও প্রথম দক্ষিণ আফ্রিকান উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে শ্রীলঙ্কায় সেঞ্চুরি করেন।
  • ১ম টেস্টের ১ম ইনিংসে হাশিম আমলা টেস্টে প্রথম অধিনায়কত্ব করেন।[২৮]
  • ১ম টেস্টের ১ম ইনিংসে জেপি ডুমিনি তার ৮ম টেস্ট শতক করেন।[২৮]
  • ১ম টেস্টের ১ম ইনিংসে কুইন্টন ডি কক তার প্রথম অর্ধ-শতক করেন।[২৮]
  • ১ম টেস্টের ১ম ইনিংসে ডেল স্টেইন ২৩বারের মতো পাঁচ-উইকেট লাভ করেন।[২৯]
  • ১ম টেস্টে ডেল স্টেইনের ৯/৯৯ গালে টেস্টের সেরা বোলিং পরিসংখ্যান। মরনে মরকেলও এ টেস্টে ৭/৭৮ করেন। পূর্বতন সেরা ছিল ওয়াকার ইউনুসের ৭/৭৯।[১৮]
  • কুইন্টন ডি কক ৬ষ্ঠ দক্ষিণ আফ্রিকান উইকেট-রক্ষক হিসেবে নয় বা ততোধিক আউটে সহায়তা করেন। তার সম্মুখে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স ১১টি, পাকিস্তানের বিপক্ষে।[১৮]
  • ২য় টেস্টের ১ম ইনিংসে হাশিম আমলা তার ২২তম সেঞ্চুরিসহ শ্রীলঙ্কায় প্রথম দক্ষিণ আফ্রিকান অধিনায়ক হিসেবে ১ম টেস্ট সেঞ্চুরি করেন। খেলোয়াড়ী জীবনের ২য় মন্থরতম ও শ্রীলঙ্কায় ৬ষ্ঠ সফরকারী খেলোয়াড় (শীর্ষে: স্টিফেন ফ্লেমিং) হিসেবে সেঞ্চুরি করেন তিনি।[২৩] খেলায় তিনি সর্বমোট ৫৪১ বল মোকাবেলা করেন যা দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হিসেবে চতুর্থ সর্বোচ্চ।[২৭]
  • জেপি ডুমিনি ৫০ বল বা তদূর্ধ্ব বল খেলে ৬ষ্ঠ ক্রিকেটার হিসেবে ৫৮ বলে ৩ রান সংগ্রহ করেন। শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কলিন ক্রফট, ৫৩ বলে ১ রান বনাম পাকিস্তান।[২৩]
  • ডেল স্টেইন ৭৪ টেস্টের ১৪০ ইনিংসে ৩৭৫ উইকেট নিয়ে ওয়াকার ইউনুসের ৮৭ টেস্টের ১৫৪ ইনিংসে ৩৭৩ উইকেট সংগ্রহকে অতিক্রম করেন। এরফলে স্টেইন উইকেট সংগ্রহে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে ৩য় স্থানে রয়েছেন।[২৫]
  • মরনে মরকেল কিথুরুয়ান ভিথানাগের উইকেট নিয়ে ২০০ উইকেট লাভ করেন।[৩০] দুইশত বা তদূর্ধ্ব উইকেট সংগ্রহে দক্ষিণ আফ্রিকানদের মধ্যে তার অবস্থান ৬ষ্ঠ। তার সম্মুখে রয়েছে জ্যাক ক্যালিসের ২৯১ উইকেট।[২৫]
  • ২য় টেস্ট ড্রয়ের ফলে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে সিরিজ জয়ী হয়ে টেস্ট ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে।[৩১]

পরিসংখ্যান সম্পাদনা

ব্যাটিং সম্পাদনা

সর্বাধিক রান[৩২]
খেলোয়াড়ের নাম ম্যাচ সংখ্যা ইনিংস অপরাজিত রান সর্বোচ্চ রান গড় বল মোকাবেলা স্ট্রাইক রেট ১০০ ৫০
  অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৪২ ৮৯ ১২১.০০ ৪৭০ ৫১.৪৮ ২৫
  হাশিম আমলা ১৯৭ ১৩৯* ৬৫.৬৬ ৬০১ ৩২.৭৭ ১৯
  মাহেলা জয়াবর্ধনে ১৭৮ ১৬৫ ৪৪.৫০ ৩৩০ ৫৩.৯৩ ১৯
  কুমার সাঙ্গাকারা ১৭২ ৭৬ ৪৩.০০ ২৭০ ৬৩.৭০ ২০
  ফাফ দু প্লেসিস ১৬৩ ৮০ ৪০.৭৫ ৪৩২ ৩৭.৭৩ ১৩

বোলিং সম্পাদনা

সর্বাধিক উইকেট[৩৩]
খেলোয়াড়ের নাম ম্যাচ সংখ্যা ইনিংস ওভার মেইডেন প্রদেয় রান উইকেট সেরা বোলিং গড় ইকোনোমি স্ট্রাইক রেট ৫ উইঃ ১০ উইঃ
  কুশল পেরেরা ১৫৮.৩ ৪৪ ৩৭০ ১৬ ৫/৬৯ ২৩.১২ ২.৩৩ ৫৯.৪০
  ডেল স্টেইন ৭৫.০ ১৮ ২২৭ ১৩ ৫/৫৪ ১৭.৪৬ ৩.০২ ৩৪.৬০
  মরনে মরকেল ৬৮.০ ২১ ১৯২ ১২ ৪/২৯ ১৬.০০ ২.৮২ ৩৪.০০
  রঙ্গনা হেরাথ ১৭২.০ ৬১ ৩৪৩ ১২ ৫/৪০ ২৮.৫৮ ১.৯৯ ৮৬.০০
  জেপি ডুমিনি ৪৪.০ ১৬৭ ২/৩৮ ৩৩.৪০ ৩.৭৯ ৫২.৮০

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South Africa in Sri Lanka 2014 Galle, SSC to host South Africa Tests, March 22, 2014"। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১৪  line feed character in |শিরোনাম= at position 31 (সাহায্য)
  2. "Global / Sri Lanka Squad - 1st and 2nd ODIs; 1st ODI: Sri Lanka v South Africa at Colombo (RPS), Jul 6, 2014"। espncricinfo। জুলাই ২, ২০১৪। সংগ্রহের তারিখ জুলাই ৪, ২০১৪ 
  3. "Sri Lanka v South Africa / South Africa One-Day Squad, South Africa in Sri Lanka ODI Series, 2014; June 3, 2014"। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১৪ 
  4. "Global / Sri Lanka Test Squad, South Africa in Sri Lanka Test Series, 2014, July 12, 2014"। সংগ্রহের তারিখ জুলাই ১৭, ২০১৪ 
  5. "Sri Lanka v South Africa / South Africa Test Squad; South Africa in Sri Lanka Test Series, June 3, 2014"। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০১৪ 
  6. Perera, Dilruwan. "Dilruwan Perera Replaces Tharanga". www.cricketworld.com. Cricket World. Retrieved 15 July 2014.
  7. Fernando, Andrew Fidel. "Sri Lanka call up Niroshan Dickwella". www.espncricinfo.com. ESPN Sports Media. Retrieved 22 July 2014.
  8. 2nd ODI: Sri Lanka v South Africa at Pallekele, Jul 9, 2014, July 1, 2014, espncricinfo.com, retrieved: 10 July, 2014
  9. 3rd ODI: Sri Lanka v South Africa at Hambantota, Jul 12, 2014, July 1, 2014, espncricinfo.com, retrieved: 16 July, 2014
  10. Global / Match Officials - 1st Test, 1st Test: Sri Lanka v South Africa at Galle, Jul 16-20, 2014, July 15, 2014, espncricinfo.com, retrieved: 17 July, 2014
  11. Global / Match Officials - 2nd Test, Sri Lanka v South Africa at Colombo, Jul 24-28, 2014, espncricinfo.com, retrieved: 24 July, 2014
  12. "Sri Lanka v South Africa, 2nd ODI, Pallekele, Jayawardene's missing four, Plays of the day from the second ODI between Sri Lanka and South Africa in Pallekele"espncricinfo.com। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪ 
  13. Sri Lanka v South Africa, 1st ODI, Colombo, Amla ton underpins large SA win, The Report by Firdose Moonda, espncricinfo.com, July 6, 2014
  14. Sri Lanka v South Africa, 1st ODI, Colombo, County stint with Surrey serves Amla well, Firdose Moonda, espncricinfo.com, July 6, 2014
  15. "Sri Lanka v South Africa, 2nd ODI, Pallekele, All-round Dilshan overpowers South Africa"espncricinfo.com। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৪ 
  16. "Records / South Africa in Sri Lanka ODI Series, 2014 / Most runs"espncricinfo.com। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৪ 
  17. "Records / South Africa in Sri Lanka ODI Series, 2014 / Most wickets"espncricinfo.com। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৪ 
  18. "Sri Lanka v South Africa, 1st Test, Galle, 5th day, SA's rare SL win, Sangakkara's elite club Stats highlights from South Africa's rare Test win in Sri Lanka, at Galle"espncricinfo.com। ২০ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪ 
  19. "Sri Lanka v South Africa, 1st Test, Galle, 2nd day Duminy century leads SA to 455"espncricinfo.com। ১৭ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪ 
  20. "Sri Lanka v South Africa, 2nd Test, Colombo, 1st day, Yet another SSC hundred for Jayawardene"espncricinfo.com। ২৪ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৪ 
  21. "Sri Lanka v South Africa, 2nd Test, Colombo, 1st day, Jayawardene joins Gavaskar and Lara, owns the SSC"espncricinfo.com। ২৪ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৪ 
  22. "Sri Lanka v South Africa, 2nd Test, Colombo, 2nd day, South Africa stymied by spinners"espncricinfo.com। ২৫ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৪ 
  23. "Sri Lanka v South Africa, 2nd Test, SSC, 3rd day, Sri Lanka take big lead despite Amla ton"espncricinfo.com। ২৬ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০১৪ 
  24. "Sri Lanka v South Africa, 2nd Test, Dickwella fined for claiming unfair catch"espncricinfo.com। ২৭ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৪ 
  25. "Sri Lanka v South Africa, 2nd Test, Galle, 4th day, South Africa set for final-day spin inquisition"espncricinfo.com। ২৭ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৪ 
  26. "Sri Lanka v South Africa, 2nd Test, SSC, 5th day Mathews rues Galle collapse"espncricinfo.com। ২৮ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৪ 
  27. "Sri Lanka v South Africa, 2nd Test, SSC, 5th day Jayawardene's safe hands, and SA's stonewalling"espncricinfo.com। ২৮ জুলাই ২০১৪। ৩০ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৪ 
  28. "Sri Lanka v South Africa, 1st Test, Galle, 1st day, Sri Lanka hit back after Elgar century"espncricinfo.com। ১৬ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪ 
  29. "Sri Lanka v South Africa, 1st Test, Galle, 3rd day Steyn five-for gives SA control"espncricinfo.com। ১৮ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪ 
  30. "Sri Lanka v South Africa, 2nd Test, SSC, 5th day 'It was emotionally draining' - Amla"espncricinfo.com। ২৮ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৪ 
  31. "Sri Lanka v South Africa, 2nd Test, SSC, 5th day Much to be admired in South Africa's stonewalling approach"espncricinfo.com। ২৮ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৪ 
  32. "Records / Sri Lanka in England Test Series, 2014 / Most runs"espncricinfo.com। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৪ 
  33. "Records / Sri Lanka in England Test Series, 2014 / Most wickets"espncricinfo.com। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৪