২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাই

২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ২০০মিটার বাটারফ্লাই বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১১১৩ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগ একটি বাটারফ্লাই স্ট্রোক প্রতিযোগিতা। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি চারবার পার করতে হয়।

XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ২০০মিটার বাটারফ্লাই
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১১ই আগস্ট (হিট)
১৩ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী৩৯ টি দেশের ৪৪জন প্রতিযোগী
পদকবিজয়ী
স্বর্ণ পদক   মার্কিন যুক্তরাষ্ট্র
রৌপ্য পদক   হাঙ্গেরি
ব্রোঞ্জ পদক   জাপান
«২০০৪২০১২»
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
৪×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
৪×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট ছয়টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে ভাল সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ১:৫৭.৬৭সেকেন্ড(A মান) এবং ২:০১.৮০সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

ফাইনালের সময়, মাইকেল ফেলপসের গগলস জলে ভরে যায়, ফলে দ্বিতীয় পাকের শেষদিক থেকে তিনি চোখে কিছু দেখতে পাচ্ছিলেন না। এতদসত্বেও তিনি বিশ্বরেকর্ড করে বিজয়ী হন। শুধু তাই নয়, এই জয়ের ফলে তিনি একজন অলিম্পিক প্রতিযোগী হিসাবে সারাজীবনে সর্বাধিক সোনা জয়ের রেকর্ডও গড়েন। সবমিলিয়ে এটি ছিল তাঁর দশম স্বর্ণপদক; এর পরে তিনি, একই দিনে অনুষ্ঠিত, ৪ x ২০০মিটার ফ্রিস্টাইল রিলে বিভাগে, আরও একটি স্বর্ণপদক জেতেন।[১]

রেকর্ড সম্পাদনা

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড   মাইকেল ফেলপস (USA) ১:৫২.০৯ মেলবোর্ন, অস্ট্রেলিয়া ২৮শে মার্চ ২০০৭ [২]
অলিম্পিক রেকর্ড   মাইকেল ফেলপস (USA) ১:৫৪.০৪ অ্যাথেন্স, গ্রীস ১৭ই আগস্ট ২০০৪ -

এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।

তারিখ বিভাগ নাম রাষ্ট্র সময় OR WR
১১ই আগস্ট হিট ৬ মাইকেল ফেলপস   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৩.৭০ OR
১২ই আগস্ট সেমিফাইনাল ২ মাইকেল ফেলপস   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৩.৭০ =OR
১৩ই আগস্ট ফাইনাল মাইকেল ফেলপস   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫২.০৩ OR WR

হিট সম্পাদনা

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
মাইকেল ফেলপস   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৩.৭০ Q, OR
লাজলো সে   হাঙ্গেরি ১:৫৪.৪৮ Q
কায়ো আলমেইডা   ব্রাজিল ১:৫৪.৬৫ Q
তাকাশি মাতসুদা   জাপান ১:৫৫.০৬ Q
পাওয়েল কোর্জেনিওস্কি   পোল্যান্ড ১:৫৫.২১ Q
নিকোলাই স্কোরোৎসভ   রাশিয়া ১:৫৫.৩৩ Q
উ পেং   চীন ১:৫৫.৩৯ Q
গিল স্টোভ্যাল   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৫.৪২ Q
মাইকেল রক   গ্রেট ব্রিটেন ১:৫৫.৫৫ Q
১০ মস বার্মিস্টার   নিউজিল্যান্ড ১:৫৫.৮০ Q
১১ রুইচি শিবাতা   জাপান ১:৫৫.৮২ Q
১২ ডিঙ্কো জুকিচ   অস্ট্রিয়া ১:৫৫.৯৬ Q
১৩ আয়োয়ান ঘের্ঘেল   রোমানিয়া ১:৫৬.০৯ Q
১৪ সের্গেই অ্যাডভেনা   ইউক্রেন ১:৫৬.২৪ Q
১৫ চেন ঈন   চীন ১:৫৬.৫৫ Q
১৬ চি-চিই শু   চীনা তাইপেই ১:৫৬.৫৯ Q
১৭ ক্রিস্টফ লেবঁ   ফ্রান্স ১:৫৬.৬৩
১৮ ট্রাভিস নেদেরপেল্ট   অস্ট্রেলিয়া ১:৫৬.৬৪
১৯ ম্যাথ্যু ফঁতে   বেলজিয়াম ১:৫৬.৬৫
২০ নিকোলো বেনি   ইতালি ১:৫৬.৯৯
২১ ডেনিস সিলান্তিয়েভ   ইউক্রেন ১:৫৭.০২
২২ তামাস কেরেকজার্তো   হাঙ্গেরি ১:৫৭.২৯
২৩ হুয়ান ভেলোজ   মেক্সিকো ১:৫৭.৩২
২৪ পেড্রো অলিভিয়েরা   পর্তুগাল ১:৫৭.৪১
২৫ অ্যাডাম সিউই   কানাডা ১:৫৭.৪৫
২৬ সাইমন জডিন   সুইডেন ১:৫৭.৭৫
২৭ ইয়াসোনাস রোমানোস আলিফান্তিস   গ্রিস ১:৫৭.৯৯
২৮ অ্যালোন ম্যান্ডেল   ইসরায়েল ১:৫৯.২৭ NR
২৯ জেমস ওয়ালশ   ফিলিপাইন ১:৫৯.৩৯ NR
৩০ ওমর পিঞ্জন   কলম্বিয়া ১:৫৯.৪৭
৩১ নিক্সা রোকি   ক্রোয়েশিয়া ১:৫৯.৫৮
৩২ জেভিয়ার নুনেজ   স্পেন ২:০০.২৪
৩৩ হোসে আন্দ্রেজ গঞ্জালেজ   আর্জেন্টিনা ২:০০.৩৬
৩৪ জিওংনাম য়ু   দক্ষিণ কোরিয়া ২:০১.০০
৩৫ জেরেমি নোউলস   বাহামা দ্বীপপুঞ্জ ২:০১.০৮
৩৬ আলেক্সিস মার্কুয়েজ রিভাস   ভেনেজুয়েলা ২:০১.২৫
৩৭ ড্যানিয়েল বেগো   মালয়েশিয়া ২:০১.২৮
৩৮ ডগলাস লেনক্স-সিলভা   পুয়ের্তো রিকো ২:০১.৬৯
৩৯ জর্জি প্যালাজভ   বুলগেরিয়া ২:০১.৮৪
৪০ রেহান জাহাঙ্গীর পঞ্চা   ভারত ২:০১.৮৯
৪১ ভ্লাদান মার্কোভিচ   সার্বিয়া ২:০৩.১২
৪২ এমানুয়েল ক্রেসিম্বেনি   পেরু ২:০২.১৩
৪৩ জেভিয়ার হার্নান্ডেজ মারাডিয়াগা   হন্ডুরাস ২:০২.২৩
৪৪ ডনি বুদিয়ার্তো ইউতোমো   ইন্দোনেশিয়া ২:০৩.৪৪

সেমিফাইনাল সম্পাদনা

ক্রম হিট লেন নাম দেশ সময় টিকা
সেমিফাইনাল ২ মাইকেল ফেলপস   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৩.৭০ Q, =OR
সেমিফাইনাল ১ তাকাশি মাতসুদা   জাপান ১:৫৪.০২ Q
সেমিফাইনাল ১ নিকোলাই স্কোরোৎসভ   রাশিয়া ১:৫৪.৩১ Q
সেমিফাইনাল ১ লাজলো সে   হাঙ্গেরি ১:৫৪.৩৫ Q
সেমিফাইনাল ২ উ পেং   চীন ১:৫৪.৯৩ Q
সেমিফাইনাল ২ কায়ো ডি আলমেইডা   ব্রাজিল ১:৫৫.২১ Q
সেমিফাইনাল ১ মস বার্মিস্টার   নিউজিল্যান্ড ১:৫৫.২৬ Q
সেমিফাইনাল ২ 3 পাওয়েল কোর্জেনিওস্কি   পোল্যান্ড ১:৫৫.৩৫ Q
ষেমিফাইনাল ১ গিল স্টোভ্যাল   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫৫.৩৬
১০ সেমিফাইনাল ১ ডিঙ্কো জুকিচ   অস্ট্রিয়া ১:৫৫.৬৫
১১ সেমিফাইনাল ২ চেন ঈন   চীন ১:৫৫.৮৮
১২ সেমিফাইনাল ২ মাইকেল রক   গ্রেট ব্রিটেন ১:৫৫.৯০
১৩ সেমিফাইনাল ২ রুইচি শিবাতা   জাপান ১:৫৬.১৭
১৪ সেমিফাইনাল ২ আয়োয়ান ঘের্ঘেল   রোমানিয়া ১:৫৬.৫৭
১৫ সেমিফাইনাল ১ সের্গেই অ্যাডভেনা   ইউক্রেন ১:৫৬.৬৪
১৬ সেমিফাইনাল ১ চি-চিই শু   চীনা তাইপেই ১:৫৭.৪৮

ফাইনাল সম্পাদনা

ক্রম লেন নাম দেশ সময় টিকা
  মাইকেল ফেলপস   মার্কিন যুক্তরাষ্ট্র ১:৫২.০৩ ডব্লিউআর
  লাজলো সে   হাঙ্গেরি ১:৫২.৭০ ER
  তাকাশি মাতসুদা   জাপান ১:৫২.৯৭ AS
মস বার্মিস্টার   নিউজিল্যান্ড ১:৫৪.৩৫ CR
উ পেং   চীন ১:৫৪.৩৫
পাওয়েল কোর্জেনিওস্কি   পোল্যান্ড ১:৫৪.৬০
কায়ো ডি আলমেইডা   ব্রাজিল ১:৫৪.৭১
নিকোলাই স্কোরোৎসভ   রাশিয়া ১:৫৫.১৪

তথ্যসূত্র সম্পাদনা

  1. Siddons, Larry (২০০৮-০৮-১৩)। "Water-Filled Goggles Can't Keep Phelps From Gold Mark"Bloomberg L.P.। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-১৩ 
  2. Clarey, Christopher (২০০৭-০৩-২৯)। "Phelps smashes another world record, his own"The New York Times। সংগ্রহের তারিখ ২০০৮-০৪-০২  line feed character in |শিরোনাম= at position 42 (সাহায্য)