১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল

ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল

১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল খেলাটি আইসিসি’র পরিচালনায় লন্ডনের লর্ড’স ক্রিকেট গ্রাউন্ডে ২০ জুন, ১৯৯৯ তারিখে অনুষ্ঠিত হয়। এরফলে চতুর্থবারের মতো লর্ড’স ফাইনাল খেলা আয়োজনের গৌরব লাভ করে। এর পূর্বে ১৯৭৫, ১৯৭৯১৯৮৩ সালের ফাইনাল খেলা এখানে অনুষ্ঠিত হয়েছিল। স্টিভ ওয়াহ’র নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ক্রিকেট দল একচেটিয়া ফাইনালে ৮ উইকেটের বিশাল ব্যবধানে শীর্ষস্থানীয় পাকিস্তান দলকে পরাভূত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা লাভ করে।[১] এ প্রতিযোগিতায় জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া দল বিশ্বকাপে তাদের একযুগের আধিপত্যবাদের সূচনা ঘটে।[২] তারকা খেলোয়াড় শেন ওয়ার্ন বোলিংয়ে অনন্য সাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকান খেলোয়াড় ল্যান্স ক্লুজনার। গুজব রটেছিল যে, এ খেলায় অর্থের বিনিময়ে ফলাফল নির্ধারিত হয়েছে।

১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল
প্রতিযোগিতা১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ
পাকিস্তান অস্ট্রেলিয়া
পাকিস্তান অস্ট্রেলিয়া
১৩২ ১৩৩/২
৩৯ ওভার ২০.১ ওভার
তারিখ২০ জুন, ১৯৯৯
মাঠলর্ড’স ক্রিকেট গ্রাউন্ড, লন্ডন, ইংল্যান্ড
আম্পায়ারস্টিভ বাকনরডেভিড শেফার্ড

বিস্তারিত সম্পাদনা

২০ জুন, ১৯৯৯
স্কোরকার্ড
পাকিস্তান  
১৩২ (৩৯ ওভার)
  অস্ট্রেলিয়া
১৩৩/২ (২০.১ ওভার)
ইজাজ আহমেদ ২২ (৪৬)
শেন ওয়ার্ন ৪/৩৩ (৯ ওভার)

খেলার বিবরণ সম্পাদনা

পাকিস্তান টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু চমকৎকার বোলিং উপযোগী পিচে অস্ট্রেলিয়া মাত্র ১৩২ রানে পাকিস্তানকে বেঁধে ফেলে। পাকিস্তানের কোন জুটিই উল্লেখযোগ্য রান করতে সক্ষমতা দেখাননি। শীর্ষস্থানীয় বোলার শেন ওয়ার্ন ৯ ওভারে মাত্র ৩৩ রান প্রদান করে ৪ উইকেট দখল করেন।[৩] অ্যাডাম গিলক্রিস্টের কার্যকারী অর্ধ-শতক এবং মার্ক ওয়াহ, রিকি পন্টিংড্যারেন লেহম্যানের যোগ্য সহযোগিতায় অস্ট্রেলিয়া মাত্র ২০ ওভারে লক্ষ্যে পৌঁছায় ও ৮ উইকেটের ব্যবধানে পরাজিত করে। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Paul Reiffel – 1999"BBC SportBritish Broadcasting Corporation। ১৩ জানুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১২ 
  2. Coverdale, Brydon। "Rollercoaster riders"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১২ 
  3. "ICC World Cup – Final – Australia v Pakistan"ESPNcricinfoESPN। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১২ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা