১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২
২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
৩০  

১৩ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬৪তম (অধিবর্ষে ১৬৫তম) দিন। বছর শেষ হতে আরো ২০১ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী সম্পাদনা

  • ১৫২৫ - রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে মার্টিন লুথার বিয়ে করেন ক্যাথরিনা ভনভরাকে।
  • ১৭৫৭ - রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।
  • ১৮৪০ - কলকাতায় তত্ত্ববোধিনী সভার উদ্যোগে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৫৭ - লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন।
  • ১৮৭৮ - ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয়।
  • ১৯০০ - চীনে বক্সার বিদ্রোহ শুরু হয়।
  • ১৯০৬ - বৃটেনের পশ্চিমাঞ্চলীয় আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা শিনফেন আত্ম প্রকাশ করে।
  • ১৯২১ - ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যাপক আন্দোলনের সূচনা হয়।
  • ১৯৩৪ - আডলফ হিটলার এবং বেনিতো মুসোলিনি দুজনের সাক্ষাৎ হয়েছিল ইতালির ভেনাসে।
  • ১৯৪৩ -  ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত হয়।
  • ১৯৪৪ - জার্মানি প্রথম বারের মতো বৃটেনকে লক্ষ্য করে ভি-ওয়ান নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
  • ১৯৫৩ - কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিনিল্লার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট লরেয়ানো গোমেজের সরকার উৎখাত।
  • ১৯৫৬ - সর্বশেষ ব্রিটিশ সেনাদল সুয়েজ ত্যাগ করে।
  • ১৯৭১ - অস্ট্রেলিয়ার সিডনিতে জি. বডরিক নামে এক মহিলা একসঙ্গে নয় সন্তানের জন্ম দেয়। এর মধ্যে ২ ছেলে ও ৪ মেয়ে বেঁচে যায়।
  • ১৯৭৪ - ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।
  • ১৯৭৫ - আলজিয়ার্স চুক্তি।
  • ১৯৭৮ - লেবানন থেকে ইসরাইল তার সেনা প্রত্যাহার করে।
  • ১৯৮২ - সৌদি বাদশাহ খালেদের মৃত্যু। যুবরাজ ফাহাদের সিংহাসনে আরোহণ।
  • ১৯৮৩ - ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়।
  • ১৯৯৩ - কিম ক্যাম্পবেল কানাডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।
  • ২০০২ - যুক্তরাষ্ট্র প্রতিনিক্ষেপী ক্ষেপণাস্ত্র (অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল) চুক্তি প্রত্যাহার করে।

জন্ম সম্পাদনা

মৃত্যু সম্পাদনা

দিবস ও অন্যান্য সম্পাদনা

  • ভূমিকম্প সচেতনতা দিবস

বহিঃসংযোগ সম্পাদনা