হ্যারি গার্নি

ইংরেজ ক্রিকেটার

হ্যারি ফ্রেদেরিক গার্নি (জন্ম: ২৫ অক্টোবর, ১৯৮৬) নটিংহ্যামে জন্মগ্রহণকারী ইংরেজ ক্রিকেটারআন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলছেন। এছাড়াও, ঘরোয়া ক্রিকেটে নটিংহ্যামশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবে প্রতিনিধিত্ব করছেন। মূলতঃ তিনি বামহাতি সিমার হিসেবে দলে ভূমিকা রাখছেন।

হ্যারি গার্নি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহ্যারি ফ্রেদেরিক গার্নি
জন্ম (1986-10-25) ২৫ অক্টোবর ১৯৮৬ (বয়স ৩৭)
নটিংহ্যাম, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনবামহাতি ফাস্ট
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১২-নটিংহ্যামশায়ার
২০০৭-২০১১লিচেস্টারশায়ার (জার্সি নং ৬)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি লিস্ট এ টি২০
ম্যাচ সংখ্যা ৪২ ৩৯ ৪৭
রানের সংখ্যা ১৩৫ ২৫
ব্যাটিং গড় ৫.১৯ ৩.৫৭ ৫.০০
১০০/৫০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২৪* ১৩* ৫*
বল করেছে ৬,২৬০ ১,৪৮৩ ৯৪১
উইকেট ১০০ ৪০ ৫২
বোলিং গড় ৩৫.৩৬ ৩৩.৮৭ ২১.৭৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ৫/৮১ ৫/২৪ ৩/২১
ক্যাচ/স্ট্যাম্পিং ৬/– ৩/– ৫/–
উৎস: ESPNcricinfo, ১৫ জানুয়ারি ২০১৪

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

লিচেস্টারশায়ারের দ্বিতীয় একাদশে সফলতা লাভ করলে ২০০৭ মৌসুমে প্রথম একাদশে অভিষেক ঘটে গার্নি’র। ২০১১ মৌসুম শেষে লিচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ত্যাগ করে নটিংহ্যামশায়ারের পক্ষাবলম্বন করেন। এছাড়াও তিনি লাফবোরা টাউন ক্রিকেট ক্লাব ও লিডস/ব্রাডফোর্ড এমসিসি ইউনিভার্সিটিজ দলের হয়েও খেলেছেন।[১] এ সময় তিনি সাবেক ইংল্যান্ড টেস্ট অধিনায়ক মাইকেল ভনের উইকেট লাভ করেছিলেন।[২] টুয়েন্টি২০ ক্রিকেটে ২৩ উইকেট নিয়ে লিচেস্টারশায়ারের শিরোপা জয়ে বিশেষ ভূমিকা রাখেন। কিন্তু চূড়ান্ত খেলায় আহত হওয়ায় তিনি খেলতে পারেননি। ভারতে অনুষ্ঠিত ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০ প্রতিযোগিতায় ফক্সেস স্কোয়াড দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

৯ মে, ২০১৪ তারিখে স্কটল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার।[৩] টুয়েন্টি২০ আন্তর্জাতিকে গার্নি’র অভিষেক ঘটে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ মে, ২০১৪ তারিখে[৪] ঐদিন তিনি নিজস্ব চতুর্থ বলে শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভ হিসেবে পরিচিত তিলকরত্নে দিলশানকে বোল্ড করে নিজস্ব প্রথম টি২০আই উইকেটসহ দুই উইকেট শিকার করেন। কিন্ত তার দল ইংল্যান্ড ৯ রানে পরাজিত হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.leedsbradforducce.co.uk/Profile.php?id=34[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Leeds Braford UCCE profile accessed 14/04/07
  2. Cricinfo – Vaughan fails against student attack
  3. "Only ODI: Scotland v England at Aberdeen, May 9, 2014 | Cricket Scorecard"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৫ 
  4. "England v Sri Lanka, T20, The Oval, Gurney gets himself off the mark, ESPNcricinfo presents the plays of the day from The Oval"। ESPNcricinfo (ESPN Sports Media)। ২০ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৪ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা