হ্যারল্ড বামগার্টনার

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

হ্যারল্ড ভন বামগার্টনার (ইংরেজি: Harold Baumgartner; জন্ম: ১৭ নভেম্বর, ১৮৮৩ - মৃত্যু: ৮ এপ্রিল, ১৯৩৮) অক্সফোর্ডশায়ারের হেনলি-অন-টেমস এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯১৩ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

হ্যারল্ড বামগার্টনার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহ্যারল্ড ভন বামগার্টনার
জন্ম১৭ নভেম্বর, ১৮৮৩
হেনলি-অন-টেমস, অক্সফোর্ডশায়ার, ইংল্যান্ড
মৃত্যু৮ এপ্রিল, ১৯৩৮
আক্রা, গোল্ড কোস্ট
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনস্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ৮০)
১৩ ডিসেম্বর ১৯১৩ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১৪
রানের সংখ্যা ১৯ ১৭৩
ব্যাটিং গড় ৯.৫০ ৭.৮৬
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ১৬ ২১*
বল করেছে ১৬৬ ২৭৩৭
উইকেট ৭০
বোলিং গড় ৪৯.৫০ ২০.২১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/৯৯ ৮/১০৯
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ৯/-

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে অরেঞ্জ ফ্রি স্টেটট্রান্সভাল দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন হ্যারল্ড বামগার্টনার

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

বেডফোর্ড স্কুলে অধ্যয়ন করেছেন তিনি।[১] ১৯০৩-০৪ মৌসুম থেকে ১৯১৩-১৪ মৌসুম পর্যন্ত হ্যারল্ড বামগার্টনারের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ধীরগতিসম্পন্ন বামহাতি বোলার হ্যারল্ড বামগার্টনার তার একমাত্র টেস্টে অংশগ্রহণের পরপরই প্রথম বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। মহান যুদ্ধের কারণে তার প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে।

সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন হ্যারল্ড বামগার্টনার। ১৩ ডিসেম্বর, ১৯১৩ তারিখে ডারবানে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল।[২] এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।

৮ এপ্রিল, ১৯৩৮ তারিখে ৫৪ বছর বয়সে গোল্ড কোস্টের আক্রা এলাকায় হ্যারল্ড বামগার্টনারের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. The Ousel, Vol.XVIII, No.449, 6 February 1914, p.4
  2. "Harold Baumgartner"Cricinfo। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৪ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা