হোসনে আরা লুৎফা ডালিয়া

বাংলাদেশী রাজনীতিবিদ, সংসদ সদস্য

হোসনে আরা লুৎফা ডালিয়া একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং সাবেক সংসদ সদস্য।[১]

হোসনে আরা লুৎফা ডালিয়া
জাতীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৩ মার্চ ২০১৪ – ২৮ জানুয়ারি ২০১৯
সংসদীয় এলাকামহিলা আসন-৩
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1963-01-01) ১ জানুয়ারি ১৯৬৩ (বয়স ৬১)
রংপুর
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

জন্ম সম্পাদনা

হোসনে আরা লুৎফা ডালিয়া ১৯৬৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস রংপুরে

শিক্ষা সম্পাদনা

ডালিয়া আইন বিভাগ থেকে এলএলবি পাশ করেন ও আইন অনুশীলন করেন। মাধ্যমিক পড়াশোনা করেন কামতা এসএন উচ্চ বিদ্যালয়ে

কর্মজীবন সম্পাদনা

ডালিয়া পেশায় একজন আইনজীবী। তিনি বাংলাদেশে নারী অধিকারের পক্ষে আন্দোলন করেন। নারীর বিরুদ্ধে সহিংসতা বিরোধী বিভিন্ন সভা-সেমিনারে তাকে বক্তা ও সংগঠক হিসেবে দেখা যায়।[২]

শিল্প-সাহিত্যে অবদান সম্পাদনা

হোসনে আরা লুৎফা ডালিয়া শিল্প-সাহিত্য অঙ্গনে সংগঠকের ভূমিকা রাখেন। তিনি রংপুর নাট্যচক্রের সভাপতি ছিলেন।[৩] এছাড়া রংপুর শিল্পকলা একাডেমীর এডহক কমিটির সদস্য তিনি। একই সাথে রংপুর থিয়েটারের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।[৪]

রাজনীতি সম্পাদনা

হোসনে আরা লুৎফা ডালিয়া বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।[৫] ২০১৪ সালে সালে আওয়ামী লীগের মনোয়ন পেয়ে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৬][৭] তার নির্বাচনী আসন হলো "সংরক্ষিত আসন-৩ (রংপুর)"।[৫] ৯ মার্চ, ২০১৪ সালে সংরক্ষিত আসনের জন্য ৫০ জন প্রার্থী বাংলাদেশ নির্বাচন কমিশনে মনোয়নপত্র জমা দেন। কমিশন থেকে ১১ মার্চ, ২০১৪ তারিখে যাচাই বাছাই শেষে ৪৮ জন প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ৩ এপ্রিল, ২০১৪ সালে তাদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একটি আসনের বিপরীতে একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বব্দিতায় হোসনে আরা লুৎফা ডালিয়াসহ বাকি সবাই সংসদ সদস্য নির্বাচিত হন।[৮] ২০২২ অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পান। 

আরও দেখুন সম্পাদনা

  1. বাংলাদেশ নির্বাচন কমিশন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নবীন-প্রবীণের যৌথ প্রচেষ্টায় গড়ে উঠবে মানবিক সমাজ"। সংগ্রহের তারিখ ২০১৭-১২-০৯ 
  2. "Enact new law to combat violence against women"archive.thedailystar.net। The Daily Star। ১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭ 
  3. "Theatre festival in aid of Sidr victims"The Daily Star (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭ 
  4. "শিল্পকলাএকাডেমী | রংপুর জেলা | রংপুর জেলা" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৬ 
  5. Team, Samakal Online। "চ্যালেঞ্জে পড়বেন এরশাদ"সমকাল (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৬ 
  6. "সংরক্ষিত আসনে ৪৮ জন নারী নির্বাচিত"উইমেন চ্যাপ্টার.কম। ২১ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭ 
  7. "বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮ নারী এমপি নির্বাচিত"দৈনিক কালের কণ্ঠ। ২০ মার্চ ২০১৪। ৯ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৭ 
  8. "৪৮ নারী এমপি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত" (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৬