হিজামা

এক ধরনের বিকল্প চিকিৎসা পদ্ধতি

হিজামা (আরবি: حجامة অর্থ:"শোষণ")‎‏ হল শিঙ্গা লাগানো নামক প্রচলিত চিকিৎসার আরবি নামকরণ। মাথাব্যথা শরীরব্যথার মত অসুস্থতা নিরাময়ে এই চিকিৎসা প্রয়োগ করা হয়। হাদিসে এই চিকিৎসা পদ্ধতি উল্লেখ করা হয়েছে।[১][২][৩]

হিজামা চিকিৎসা

পদ্ধতি সম্পাদনা

হাদিসে উল্লেখ সম্পাদনা

আবূ হুরায়রাহ থেকে বর্ণিত,

নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেন তোমরা যে সকল জিনিস দ্বারা চিকিৎসা করো তার কোনটির মধ্যে উপকার থাকলে তা রক্তমোক্ষণের মধ্যে আছে।[৪]

আবূ কাবশাহ আল-আনমারী বর্ণনা করেন:

নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথার মাঝখানে এবং দু’কাঁধের মাঝ বরাবর রক্তমোক্ষণ করাতেন এবং বলতেন: যে ব্যক্তি নিজ দেহের এ অংশ থেকে রক্তমোক্ষণ করাবে, সে তার কোন রোগের চিকিৎসা না করালেও তার কোন ক্ষতি হবে না।[৫]

ইবনু উমার বলেন:

আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি: বাসি মুখে রক্তমোক্ষণ করানো উত্তম, তা জ্ঞান বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং হাফেজের মুখস্থ শক্তি বৃদ্ধি করে। কেউ রক্তমোক্ষণ করাতে চাইলে যেন আল্লাহর নামে বৃহস্পতিবারে তা করায়। তোমরা শুক্র, শনি ও রবিবার রক্তমোক্ষণ করানো পরিহার করো এবং সোমবার ও মঙ্গলবার রক্তমোক্ষণ করাও, কিন্তু বুধবার তা করাবে না। কারণ এইদিনই আইউব (আলাইহিস সালাম) বিপদে পতিত হন। আর কুষ্ঠরোগ ও শ্বেতরোগ বুধবার দিনে বা রাতেই শুরু হয়।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ibn Qayyim al-Jawzīyah,, Muḥammad ibn Abī Bakr (২০০৩)। Healing with the medicine of the Prophet। Abdullah, Abdul Rahman. (2nd ed সংস্করণ)। Riyadh, Saudi Arabia: Darussalam। আইএসবিএন 9960-892-91-3ওসিএলসি 56983487 
  2. Rippin, Andrew; Knappert, Jan (১৯৮৬)। Textual Sources for the Study of Islam (ইংরেজি ভাষায়)। Manchester University Press। পৃষ্ঠা ৭৮। আইএসবিএন 978-0-7190-1884-8 
  3. সুনান আবু দাউদ, ১১:২০৯৭ (ইংরেজি), ২৮:৩৮৪৮ (ইংরেজি), সহীহ মুসলিম, ২৬:৫৪৬৭ (ইংরেজি), ১০:৩৮৩০ (ইংরেজি), সহীহ বুখারী, ৭:৭১:৫৮৪ (ইংরেজি), ৭:৭১:৬০২ (ইংরেজি)
  4. টেমপ্লেট:Ihadis
  5. টেমপ্লেট:Ihadis
  6. টেমপ্লেট:Ihadis

অধিকতর পঠন সম্পাদনা