হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্র

হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের ১৭ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৫৭ সালে লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি অসংরক্ষিত একটি আসন এবং মোট ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল তেলুগু এবং উর্দু। এই লোকসভা কেন্দ্রে ২০১৪ সালে মোট ভোটার সংখ্যা ছিলো ১৮,২৩,২১৭ জন।

হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্র
তেলেঙ্গানার লোকসভা কেন্দ্রসমূহ ও ৯ নং স্থানে হায়দ্রাবাদ
অস্তিত্ব১৯৫২-বর্তমান
সংরক্ষণনেই
বর্তমান সাংসদআসাদউদ্দিন ওয়াইসি
রাজনৈতিক দলসর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন
নির্বাচনের বছর২০১৯
রাজ্যতেলেঙ্গানা
মোট ভোটদাতা১৮,২৩,২১৭ [১]
বিধানসভা কেন্দ্র৭ টি

এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ কারণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।

এই লোকসভা কেন্দ্রটি তেলেঙ্গানার হায়দ্রাবাদ জেলায় অবস্থিত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত।[২][৩][৪]

ইতিহাস সম্পাদনা

হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রে ১৯৫২ খ্রিস্টাব্দে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৫৬ খ্রিস্টাব্দ অবধি এটি হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিলো পরে রাজ্য পুনর্গঠন আইনে এটি অবিভক্ত অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্তর্ভুক্ত হয়৷ [৫] ১৯৫২ খ্রিস্টাব্দের সংঘটিত প্রথম নির্বাচনে জয়ী হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রী আহমেদ মহিউদ্দিন৷[৬] অন্ধ্রপ্রদেশ রাজ্যে অন্তর্ভুক্তির পর প্রথম (দ্বিতীয়) নির্বাচনে জয়ী হয়েছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের শ্রী বিনায়ক রাও কোরাটকর৷[৭] আবার তেলেঙ্গানা রাজ্য গঠনের পর প্রথম (ষোড়শ) নির্বাচনে জয়ী হয়েছিলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের শ্রী আসাদউদ্দিন ওয়াইসি৷

বিধানসভা কেন্দ্র গুলি সম্পাদনা

লোকসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের ১১৯ টি[৮] বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭ টি নিয়ে গঠিত। বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য তেলেঙ্গানার বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৭ টি বিধানসভা কেন্দ্রে ইতিপূর্বে ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। এই লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা কেন্দ্র অসংরক্ষিত আসন।[৯]

মালকপেট বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৫৮ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷

কারোয়ান বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৪ নং বিধানসভা কেন্দ্র৷ এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

গোষমহল বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৫ নং বিধানসভা কেন্দ্র৷ এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

চারমিনার লোকসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৬ নং বিধানসভা কেন্দ্র৷ এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷৷

চান্দ্রায়ণগুট্টা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৭ নং বিধানসভা কেন্দ্র। এটি একটি অসংরক্ষিত আসন। এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷

যুকুতপুরা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৮ নং বিধানসভা কেন্দ্র৷ এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন৷

বাহাদুরপুরা বিধানসভা কেন্দ্র

এই বিধানসভা কেন্দ্রটি তেলেঙ্গানা রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ৬৯ নং বিধানসভা কেন্দ্র৷ এটি হায়দ্রাবাদ জেলায় অবস্থিত৷ এটি একটি অসংরক্ষিত আসন।

সংসদ সদস্য সম্পাদনা

লোক সভা সময় সদস্যর নাম দল
First ১৯৫২-৫৭ Ahmed Mohiuddin Indian National Congress
Second ১৯৫৭-৬২ Vinayak Rao Koratkar
Third ১৯৬২-৬৭ Gopaliah Subbukrishna Melkote
Fourth ১৯৬৭-৭১
style="background-color: টেমপ্লেট:Telangana Praja Samithi/meta/color" | Fifth ১৯৭১-৭৭ Telangana Praja Samithi
Sixth ১৯৭৭-৮০ K. S. Narayana Indian National Congress
Seventh ১৯৮০-৮৪ Indian National Congress (Indira)
Eighth ১৯৮৪-৮৯ Sultan Salahuddin Owaisi Independent
Ninth ১৯৮৯-৯১ All India Majlis-e-Ittehadul Muslimeen
Tenth ১৯৯১-৯৬
Eleventh ১৯৯৬-৯৮
Twelfth ১৯৯৮-৯৯
Thirteenth ১৯৯৯-০৪
Fourteenth ২০০৪-০৯ Asaduddin Owaisi
Fifteenth ২০০৯-১৪
Sixteenth ২০১৪-২০১৯
Seventeenth ২০১৯ -

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)The Election Commission of India। ১৭ ডিসেম্বর ২০১৮। পৃষ্ঠা 30। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯ 
  3. https://myneta.info/telangana2018/
  4. https://ceotelangana.nic.in/
  5. "Reorganisation of states" (পিডিএফ)। Economic Weekly। 
  6. "1st Lok Sabha"। Lok Sabha। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "2nd Lok Sabha"। Lok Sabha। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "Members of Legislative Assembly"Telangana State Portal। সংগ্রহের তারিখ ২০১৬-০৫-০৬ 
  9. "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (পিডিএফ)Manipur। Election Commission of India। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]