হায়দ্রাবাদ জেলা, সিন্ধু

পাকিস্তানের সিন্ধু জেলা
(হায়দ্রাবাদ জেলা, সিন্ধুপ্রদেশ থেকে পুনর্নির্দেশিত)

হায়দ্রাবাদ জেলা (সিন্ধি: ضلعو حيدرآباد উর্দু: ضِلع حیدرآباد‎‎),উচ্চারণ পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত একটি জেলা। এটির রাজধানী শহরের নাম হচ্ছে হায়দ্রাবাদ নামক শহর। জেলাটি করাচী জেলার পরে সিন্ধুর প্রদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা শহর, যেখানে প্রায় ৮০% অধিবাসীগণ শহুরে এলাকায় বসবাস করে থাকে।[২] কির্থার জাতীয় উদ্যান হায়দ্রাবাদ জেলার কেন্দ্রীয় অংশে অবস্থিত।

হায়দ্রাবাদ
Hyderabad

حيدرآباد
জেলা
সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ জেলাকে মানচিত্রের রং দ্বারা চিহ্নিত করা হয়েছে
সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ জেলাকে মানচিত্রের রং দ্বারা চিহ্নিত করা হয়েছে
দেশপাকিস্তান
প্রদেশসিন্ধু
রাজধানীহায়দ্রাবাদ
জনসংখ্যা (২০১৭)[১]
 • মোট২১,৯৯,৪৬৩
সময় অঞ্চলপিকেটি (ইউটিসি+৫)
তহসিলের সংখ্যা
ওয়েবসাইটwww.hyderabad.gov.pk

অবস্থান সম্পাদনা

হায়দ্রাবাদ জেলা ১০৪,৮৭৭ হেক্টর আয়তন নিয়ে গঠিত হয়েছে।[৩] ১৪,২৫০ হেক্টর জমিতে গম চাষ হয়ে থাকে, যেখানে বার্ষিক উত্পাদনের প্রায় ৫৫,০০০ টনের উপরে লক্ষ্যে করা যায়।[৩]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

প্রধানত মুসলিম জনসংখ্যা মুসলিম লীগপাকিস্তান আন্দোলনকে সমর্থন করে থাকে। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীনতা লাভের পর, সংখ্যালঘু হিন্দু ও শিখরা ভারতে স্থানান্তরিত হয়, যেখানে ভারতের শরণার্থী শিবির হায়দ্রাবাদ জেলায় বসতি স্থাপন করেছিল।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৯ 
  2. Azfar, Sara। "SINDH SECONDARY CITIES URBAN SECTOR ASSESSMENT" (পিডিএফ)URBAN MUNICIPAL SERVICES। ASIAN DEVELOPMENT BANK। ২৬ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭ 
  3. Siyal, Altaf Ali (জানুয়ারি ২০১৫)। "Remote Sensing and GIS based wheat crop acreage and yield estimation of district Hyderabad, Pakistan"Mehran University Research Journal of Engineering and Technology। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৭ 

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • 1998 District census report of Hyderabad। Census publication। 59। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ১৯৯৯। 

টেমপ্লেট:Hyderabad District, Pakistan