হাবিব (হাবিবুল্লাহ) ইলঘানিয়ান (ফার্সি: حبیب (حبیب‌الله) القانیان, 5 এপ্রিল ১৯১২[১] – ৯ মে ১৯৭৯) ছিলেন একজন সুপরিচিত ব্যবসায়ী যিনি তেহরান ইহুদি সমাজের সভাপতি ছিলেন। এবং ৭০ এর দশকে ইরানের ইহুদি সমাজের আদর্শিক প্রধান ছিলেন। তিনিই ছিলেন প্রথম মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি এবং ব্যবসায়ী যা ইসলামিক সরকার দ্বারা কার্যকর হয়েছিল।[২] তার এই রায়ের কারণে তৎকালীন ইহুদি সমাজে ভীতির সঞ্চার হয়েছিল এবং অনেকেই ইরান ত্যাগ করেছিল।

হাবিব ইলঘানিয়ান
হাবিব ইলঘানিয়ান
জন্ম৫ এপ্রিল ১৯১২
মৃত্যু৯ মে ১৯৭৯(1979-05-09) (বয়স ৬৭)
তেহরান, ইরান
জাতীয়তাইরানিয়ান
পেশাব্যবসায়ী
দাম্পত্য সঙ্গীমাহ সুলতান
সন্তানদাউদ, সারজাদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Iran executed my grandfather. Now the regime is trying to hide the way it has treated other Jews."Washington Post। সংগ্রহের তারিখ ২০১৭-০১-১৯ 
  2. Elghanayan, Shahrzad (২৭ জুন ২০১২)। "How Iran killed its future"Los Angeles Times। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৩