হান্ড্রেড পার্সেন্ট লাভ

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র

হান্ড্রেড পার্সেন্ট লাভ ২০১২ সালে মুক্তি পাওয়া ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ভাষার রোমান্টিক চলচ্চিত্র। এটি পরিচালনা করেন রবি কিনাগী[১] ২০০৭ সালের তেলুগু ভাষার চলচ্চিত্র আদাভারি মাটালাকু আরধালে ভেরুলে এর পুনর্নির্মাণ হিসেবে চলচ্চিত্রটি তৈরি করা হয়। চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে অভিনয় করেন জিৎ এবং কোয়েল মল্লিক। ২০ শে জানুয়ারি ২০১২ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়।[২]

হান্ড্রেড পার্সেন্ট লাভ
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকরবি কিনাগী
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
গ্রাসরুট এন্টারটেইনমেন্ট
রচয়িতাসেলভারাগাভান
চিত্রনাট্যকাররবি কিনাগী
উৎসআদাভারি মাটালাকু আরধালে ভেরুলে
শ্রেষ্ঠাংশেজিৎ
কোয়েল মল্লিক
সুরকারজিৎ গাঙ্গুলি
সামিধ মুখার্জি
চিত্রগ্রাহকমোহন বার্মা
সম্পাদকমোহাম্মদ কালাম
মুক্তি
  • ২০ জানুয়ারি ২০১২ (2012-01-20)
দেশভারত
ভাষাবাংলা

অভিনয়ে সম্পাদনা

সাউন্ড ট্র্যাক সম্পাদনা

সকল গানের গীতিকার রাজা চন্দ, চন্দ্রানি গাঙ্গুলি, সন্দ্বীপ নাথ; সকল গানের সুরকার জিৎ গাঙ্গুলি, সামিধ মুখার্জি

নং.শিরোনামগীতিকারসুরকারগায়কদৈর্ঘ্য
১."হৃদয় শেখে ভালোবাসা" জিৎ গাঙ্গুলিসপ্তক ভট্টাচার্যি 
২."তুমসে পিয়ার হ্যা অলরেডি" সামিধ মুখার্জিসামিধ মুখার্জি ও অন্বেষা 
৩."ইট'স হান্ড্রেড পার্সেন্ট লাভ"রাজা চন্দজিৎ গাঙ্গুলিজিৎ গাঙ্গুলি ও মনালি ঠাকুর 
৪."এক মুঠো স্বপ্ন"চন্দ্রানি গাঙ্গুলিজিৎ গাঙ্গুলিজিৎ গাঙ্গুলি 
৫."হিয়া জ্বলে" সামিধ মুখার্জিসামিধ মুখার্জি ও রত্ন মুখার্জি 
৬."ইয়েহ সালা দিল হ্যায়"রাজা চন্দ, সন্দ্বীপ নাথজিৎ গাঙ্গুলি, সামিধ মুখার্জিজিৎ গাঙ্গুলি 
৭."এক মুঠো স্বপ্ন (Sad)"চন্দ্রানি গাঙ্গুলিজিৎ গাঙ্গুলিজুবিন গার্গ 

অভ্যর্থনা সম্পাদনা

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস[৩]টাইমস অব ইন্ডিয়া উভয়েই জিৎ আর কোয়েলের প্রেমের প্রশংসা করে পজিটিভ রিভিউ প্রদান করে।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Jeet-Koel 's 100% Love"। Times of India। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩ 
  2. "100% Love"। Bangla Movie। ৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৪ 
  3. "Review: 100% Love"। Indian Express। সংগ্রহের তারিখ ১৭ মে ২০১৩ 
  4. "Review: 100% Love"। Times of India। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৩ 

বহিঃসংযোগ সম্পাদনা