হাজারিবাগ জেলা

ঝাড়খণ্ডের একটি জেলা

হাজারিবাগ জেলা পূর্ব ভারতে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের ২৪ টি জেলার একটি৷ একাধিকবার বিভাজনের ফলে বর্তমান জেলাটির উৎপত্তি৷ পুর্বতন হাজারিবাগ জেলাটি থেকে ২০শে অগ্রহায়ণ ১৩৭৯ বঙ্গাব্দে (৬ষ্ঠ ডিসেম্বর ১৯৭২ খ্রিষ্টাব্দে) গিরিডি জেলা, ১৪ই জ্যৈষ্ঠ ১৩৯৮ বঙ্গাব্দে (২৯শে মে ১৯৯১ খ্রিষ্টাব্দে) চাতরা জেলা, ২৭শে চৈত্র ১৪০০ বঙ্গাব্দে (১০ম এপ্রিল ১৯৯৪ খ্রিষ্টাব্দে) কোডারমা জেলা ও ২৫শে ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দে (১২ই সেপ্টেম্বর ২০০৭ খ্রিষ্টাব্দে) রামগড় জেলা গঠন করা হয়৷ জেলাটি ঝাড়খণ্ডের উত্তরে অবস্থিত উত্তর ছোটনাগপুর বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর হাজারিবাগ শহরে অবস্থিত এবং হাজারিবাগ সদর মহকুমাবরহী মহকুমা নিয়ে গঠিত৷

হাজারিবাগ জেলা
ঝাড়খণ্ডের জেলা
ঝাড়খণ্ডে হাজারিবাগের অবস্থান
ঝাড়খণ্ডে হাজারিবাগের অবস্থান
দেশভারত
রাজ্যঝাড়খণ্ড
প্রশাসনিক বিভাগউত্তর ছোটনাগপুর বিভাগ
সদরদপ্তরহাজারিবাগ
তহশিল১৬
সরকার
 • বিধানসভা আসন
আয়তন
 • মোট৩,৫৫৫ বর্গকিমি (১,৩৭৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৭,৩৪,৪৯৫
 • জনঘনত্ব৪৯০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৬৯.৭৫%
 • লিঙ্গানুপাত৯৪৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
হাজারীবাগ জাতীয় উদ্যান

নামকরণ সম্পাদনা

হাজারিবাগ ছিলো বিভিন্ন ধরনের ঝোপ-ঝাড় ও গুল্ম অরণ্যে পুর্ণ৷ প্রাক-মুঘল আমলে দুটি উর্দু শব্দ 'হাজার', যার অর্থ এক সহস্র এবং 'বাগ', যার অর্থ বাগান বা উদ্যান একত্রিত করে এই অঞ্চলের নামকরণ করা হয়৷[১]

ইতিহাস সম্পাদনা

ঐতিহাসিক আন্দোলন সম্পাদনা

ভূপ্রকৃৃতি সম্পাদনা

অর্থনীতি সম্পাদনা

অবস্থান সম্পাদনা

জেলাটির উত্তরে বিহার রাজ্যের গয়া জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ঝাড়খণ্ড রাজ্যের কোডারমা জেলাজেলাটির পূর্বে ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলাজেলাটির দক্ষিণে ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলাজেলাটির পশ্চিমে ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলা[২]

জেলাটির আয়তন ৩৫৫৫ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ঝাড়খণ্ড রাজ্যের ৪.৪৬%৷

ভাষা সম্পাদনা

হাজারিবাগ জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী হাজারিবাগ জেলার ভাষাসমূহ[৩]

  খোরঠা (৬১.৫৮%)
  হিন্দী (২৪.৫৭%)
  উর্দু (৭.৭৩%)
  সাঁওতালি (৩.৪৮%)
  মৈথিলী (০.৭০%)
  মুন্ডারি (০.৫২%)
  নাগপুরি-সাদরি (০.৫১%)
  অন্যান্য (০.৯১%)

হাজারিবাগে বাংলাভাষী সংখ্যালঘু গোষ্ঠীর লোকেও বসবাস যাঁরা হাজারিবাগ শহরে শতবছর পূর্বে এসেছিল।

ধর্ম সম্পাদনা

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

মোট জনসংখ্যা ১৪৩৭৬২৬(২০০১ জনগণনা) ও ১৭৩৪৪৯৫(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ২৪ টি জেলার মধ্যে ৭ম৷ ঝাড়খণ্ড রাজ্যের ৫.২৬% লোক হাজারিবাগ জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ৪০৪ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ৪৮৮ হয়েছে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ২০.৬৫% , যা ১৯৯১-২০১১ সালের ২৬.১৩% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৪৭(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৩৩৷[৪]

নদনদী সম্পাদনা

পরিবহন ও যোগাযোগ সম্পাদনা

পর্যটন ও দর্শনীয় স্থান সম্পাদনা

ঐতিহ্য ও সংস্কৃতি সম্পাদনা

শিক্ষা সম্পাদনা

জেলাটির স্বাক্ষরতা হার ৫৭.৭৫%(২০০১) তথা ৬৯.৭৫%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭১.৮৩%(২০০১) তথা ৮০.০১%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৪২.৮৭%(২০০১) তথা ৫৮.৯৫% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৬.২৫%৷[৪]

প্রশাসনিক বিভাগ সম্পাদনা

সীমান্ত সম্পাদনা

বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা