স্মোন-লাম-লেগ্স-পা'ই-ব্লো-গ্রোস

তিব্বতি বৌদ্ধ ভিক্ষু, গানদেন ত্রিপা

স্মোন-লাম-লেগ্স-পা'ই-ব্লো-গ্রোস (তিব্বতি: སྨོན་ལམ་ལེགས་པའི་བློ་གྲོསওয়াইলি: smon lam legs pa'i blo gros) (১৪১৪-১৪৯১) তিব্বতী বৌদ্ধধর্মের দ্গে-লুগ্স ধর্মসম্প্রদায়ের দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের অষ্টম দ্গা'-ল্দান-খ্রি-পা বা প্রধান ছিলেন।

প্রথম জীবন সম্পাদনা

স্মোন-লাম-লেগ্স-পা'ই-ব্লো-গ্রোস ১৪১৪ খ্রিষ্টাব্দে তিব্বতের গ্ত্সাং অঞ্চলের য়াস-রু (ওয়াইলি: yas ru) নামক স্থানে জন্মগ্রহণ করেন। কম বয়সে তিনি ব্ক্রা-শিস-ল্হুন-পো বৌদ্ধবিহারে দ্গে-'দুন-গ্রুবের নিকট শিক্ষা শুরু করেন। তিনি শেস-রাব-সেং-গে (ওয়াইলি: shes rab seng ge) নামক বৌদ্ধভিক্ষুর নিকট হতে গুহ্যসমাজতন্ত্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। এরপর তিনি দ্রেপুং বৌদ্ধবিহারে ছোস-র্জে-য়োন-তান-র্গ্যা-ম্ত্শো (ওয়াইলি: chos rje yon tan rgya mtsho) নামক বৌদ্ধভিক্ষুর নিকট শিক্ষালাভ করেন।[১]

পরবর্তী জীবন সম্পাদনা

স্মোন-লাম-লেগ্স-পা'ই-ব্লো-গ্রোস ব্ক্রা-শিস-ল্হুন-পো, গ্সের-খাং (ওয়াইলি: gser khang), সেরা এবং থাং-স্ক্যা বৌদ্ধবিহারে ধর্মশিক্ষা দেন। তাকে দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের ধর্ম মহাবিদ্যালয়ে ও ১৪৮১ খ্রিষ্টাব্দে দ্রেপুং বৌদ্ধবিহারের সংঘ বিশ্ববিদ্যালয়ের প্রধানের পদে নির্বাচিত করা হয়। ১৪৮০ খ্রিষ্টাব্দে তিনি দ্গা'-ল্দান বৌদ্ধবিহারের অষ্টম দ্গা'-ল্দান-খ্রি-পা নির্বাচিত হন। তিনি প্রমাণের ওপর র্নাম-'গ্রেল-গ্যি (ওয়াইলি: rnam 'grel gyi) নামক টীকাভাষ্য রচনা করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (আগস্ট ২০১০)। "The Eighth Ganden Tripa, Monlam Pelwa"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০২-২০ 
পূর্বসূরী
ব্লো-গ্রোস-ব্র্তান-পা
স্মোন-লাম-লেগ্স-পা'ই-ব্লো-গ্রোস
অষ্টম দ্গা'-ল্দান-খ্রি-পা
উত্তরসূরী
ব্লো-ব্জাং-ন্যি-মা