স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয়

ভারত, পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ভড়া গ্রামের মহাবিদ্যালয়।

স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয় হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ভড়া গ্রামে অবস্থিত একটি সাধারণ ডিগ্রি কলেজ। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা ও শুভ উদ্বোধন করেন শ্রীশ্রী ১০৮ স্বামী রাসবিহারীদাস কাঠিয়াবাবা। কলেজটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত এই কলেজে কলা বিভাগে স্নাতক পাঠক্রমে পঠনপাঠন হয়। কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃত।[১] কলেজটি বাঁকুড়া জেলার সাধক শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা এর নামে নামাঙ্কিত।

স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয়
ধরনস্নাতক কলেজ
স্থাপিত২০০৯
অবস্থান, ,
শিক্ষাঙ্গনগ্রামীণ
অধিভুক্তিবাঁকুড়া বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটhttp://www.sddkm.in/
মানচিত্র

স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয়ের বিভাগগুলি হল: বাংলা, ইংরেজি, ইতিহাস,ভূগোল, দর্শন, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান,সাঁওতালি,সমাজবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Colleges in WestBengal, University Grants Commission"। ১৬ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭