স্বপ্নজাল

২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত বাংলা চলচ্চিত্র

স্বপ্নজাল হল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী প্রণয়ধর্মী চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। ২০০৯ সালে মনপুরা নির্মাণের পর এটি তার দ্বিতীয় চলচ্চিত্র। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশন্‌স। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন পরীমনি ও নবাগত ইয়াশ রোহান। অন্যান্য পার্শ্ব ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, মিশা সওদাগর, ইরেশ যাকের, শিল্পী সরকার অপু প্রমুখ। চলচ্চিত্রটি ২০১৮ সালের ৬ এপ্রিল মুক্তি পায়। মুক্তির পর ছবিটি দর্শকদের কাছ থেকে প্রশংসা অর্জন করে।[১][২]

স্বপ্নজাল
পরিচালকগিয়াস উদ্দিন সেলিম
প্রযোজকআবুল খায়ের
রচয়িতাগিয়াস উদ্দিন সেলিম
শ্রেষ্ঠাংশে
সুরকাররশীদ শরীফ শোয়েব
চিত্রগ্রাহককামরুল হাসান খসরু
সম্পাদকইকবাল আহসানুল কবির
প্রযোজনা
কোম্পানি
বেঙ্গল ক্রিয়েশন্‌স
মুক্তি
  • ৬ এপ্রিল ২০১৮ (2018-04-06)
স্থিতিকাল১৪৭ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কুশীলব সম্পাদনা

নির্মাণ সম্পাদনা

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ছবিটির মূল চিত্রগ্রহণ শুরু হয়। চাঁদপুর জেলার ডাকাতিয়া নদীর পারে এবং কলকাতায়ও কিছু দৃশ্যের চিত্রায়ন হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায়।[৪]

মুক্তি সম্পাদনা

২০১৭ সালের ৩১শে ডিসেম্বর ইউটিউবে স্বপ্নজাল চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশিত হয়।[৫] ছবিটি ২০১৮ সালের ৬ই এপ্রিল বাংলাদেশে ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৬]

সঙ্গীত সম্পাদনা

চলচ্চিত্রটি মুক্তির আগের দিন ৫ এপ্রিল, ২০১৮ প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনসের ইউটিউব চ্যানেলে "এমন করে বলছি" শীর্ষক গানটি প্রকাশিত হয়। গানটির গীত রচনা করেছেন উম্মে রায়হানা মুমু ও সুর করেন রশীদ শরীফ শোয়েব। গানে কণ্ঠ দেন শোয়েব ও আরমিন মুসা।[৭]

গানের তালিকা সম্পাদনা

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."এমন করে বলছি"উম্মে রায়হানা মুমুরশীদ শরীফ শোয়েবরশীদ শরীফ শোয়েব ও আরমিন মুসা২:১০

প্রতিক্রিয়া সম্পাদনা

দ্য ডেইলি স্টারের ফাহমিম ফেরদৌস ছবিটি সম্পর্কে লিখেন, "স্বপ্নজাল-এ চলচ্চিত্রের সকল উপাদান রয়েছে যা ধ্রুপদী দক্ষিণ এশীয় চলচ্চিত্রের স্বাক্ষর - প্রণয়, দ্বন্দ্ব, বিয়োগ, নায়কোচিত পণ, কাব্যিক ন্যায় বিচার ও সমাজ বাস্তবতা - সবকিছু সমানভাবে রয়েছে। সেলিমের এই উপাদানগুলোর ব্যবহার প্রশংসার যোগ্য।"[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "'Swapnajaal' receive praises all over social media"ঢাকা ট্রিবিউন। ৭ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮ 
  2. "Swapnajaal Giasuddin Selim's Finest Work!"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৪-১৪। সংগ্রহের তারিখ ২০১৮-১২-২১ 
  3. "'স্বপ্নজাল' ছবিতেও সেই সোনাই-পরী!"দৈনিক প্রথম আলো। ২৩ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮ 
  4. "পরীর 'স্বপ্নজাল' বিনা কর্তনে ছাড়পত্র পেল"দৈনিক ইত্তেফাক। ২৬ ফেব্রুয়ারি ২০১৮। ২৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮ 
  5. "প্রকাশিত হলো গিয়াস উদ্দিন সেলিমের 'স্বপ্নজাল'র ট্রেলার"দৈনিক ইত্তেফাক। ৩১ ডিসেম্বর ২০১৭। ২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮ 
  6. "২০ প্রেক্ষাগৃহে'স্বপ্নজাল'"পরিবর্তন.কম। ৫ এপ্রিল ২০১৮। ৮ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮ 
  7. "'স্বপ্নজাল'-এর নতুন গান প্রকাশ হল"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৫ এপ্রিল ২০১৮। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮ 
  8. ফেরদৌস, ফাহমিম (৮ এপ্রিল ২০১৮)। "FILM REVIEW: SWAPNAJAAL - Giasuddin Selim delivers on his promise"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা