স্পোম-ব্রাগ-পা-ব্সোদ-নাম্স-র্দো-র্জে

স্পোম-ব্রাগ-পা-ব্সোদ-নাম্স-র্দো-র্জে (ওয়াইলি: spom brag pa bsod nams rdo rje) (১১৭০-১২৪৯) তিব্বতী বৌদ্ধধর্মের অন্যতম প্রধান ধর্মসম্প্রদায় ব্কা'-ব্র্গ্যুদ ধর্মসম্প্রদায়ের কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর এক বিখ্যাত বৌদ্ধভিক্ষু ছিলেন।

স্পোম-ব্রাগ-পা-ব্সোদ-নাম্স-র্দো-র্জে

জন্ম ও শিক্ষালাভ সম্পাদনা

স্পোম-ব্রাগ-পা-ব্সোদ-নাম্স-র্দো-র্জে ১১৭০ খ্রিষ্টাব্দে তিব্বতের 'ব্রি-র্গ্যাল-দাম-পা-ছোস-ফ্যুগ (ওয়াইলি: 'bri rgyal dam pa chos phyug) নামক স্থানে জন্মগ্রহণ করেন। নয় বছর বয়সে তিনি গ্ন্যান-ল্হা-খাং-স্গাং-বা (ওয়াইলি: gnyan lha khang sgang ba) নামে পরিচিত পিতা-পুত্র সম্পর্কের দুই বৌদ্ধ ভিক্ষুর নিকট চক্রসম্বরহেবজ্র সম্বন্ধে শিক্ষালাভ করেন। চৌদ্দ বছর বয়সে তিনি কার্মা-ব্কা'-ব্র্গ্যুদ ধর্মীয় গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও প্রথম র্গ্যাল-বা-কার্মা-পা দুস-গ্সুম-ম্খ্যেন-পার শিষ্য সাংস-র্গ্যাস-রাস-ছেন-দ্পাল-গ্রাগ্স (ওয়াইলি: sangs rgyas ras chen dpal grags) নামক বৌদ্দভিক্ষুর নিকট হতে বজ্রবরাহী সম্বন্ধে শিক্ষালাভ করেন। ষোল বছর পর তিনি কাতোগ বৌদ্ধবিহারের প্রধান গ্ত্সাং-স্তোন-ছোস-র্জে-র্দো-র্জে-র্গ্যাল-ম্ত্শানের নিকট শিক্ষালাভ করেন।[১]

অবদান সম্পাদনা

স্পোম-ব্রাগ-পা-ব্সোদ-নাম্স-র্দো-র্জে পরবর্তীকালে খ্রা-শোদ-স্পোম-ব্রাগ (ওয়াইলি: khra shod spom bragg) নামক স্থানে অবস্থিত বৌদ্ধবিহারটি সংস্কারের দায়িত্ব নেন।[১] তিনি দুস-গ্সুম-ম্খ্যেন-পার অবতাররূপে কার্মা-পাক্শিকে নির্বাচন করার জন্য বিখ্যাত।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gardner, Alexander (2011-11)। "Pomdrakpa Sonam Dorje"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2013-12-28  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. Sorensen, Michelle (2011-04)। "The Second Karmapa, Karma Pakshi"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ 2013-12-13  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

আরো পড়ুন সম্পাদনা

  • Bradburn, Leslie, ed. 1995. Masters of the Nyingma Lineage. Cazadero: Dharma Publications, 1995, pp. 118–119.