স্টিভেন জ্যাক

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

স্টিভেন ডগলাস জ্যাক (ইংরেজি: Steven Jack; জন্ম: ৪ আগস্ট, ১৯৭০) নাটাল প্রদেশের ডারবান এলাকায় জন্মগ্রহণকারী সাবেক দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৯৪ থেকে ১৯৯৫ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১][২][৩]

স্টিভেন জ্যাক
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামস্টিভেন ডগলাস জ্যাক
জন্ম৪ আগস্ট, ১৯৭০
ডারবান, নাটাল প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৫৯)
২৬ ডিসেম্বর ১৯৯৪ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট২ জানুয়ারি ১৯৯৫ বনাম নিউজিল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩৩)
১৫ ডিসেম্বর ১৯৯৪ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই১০ জানুয়ারি ১৯৯৫ বনাম পাকিস্তান
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা
ব্যাটিং গড় ৩.৫০ ৩.৫০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান
বল করেছে ৪৬২ ১০৮
উইকেট
বোলিং গড় ২৪.৫০ ২৮.৬৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৪/৬৯ ২/৪১
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ৩/-
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১০ নভেম্বর ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভাল দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন স্টিভেন জ্যাক

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

ডারবানভিত্তিক গ্লেনউড হাই স্কুলে ভর্তি হন। ১৯৮৯-৯০ মৌসুম থেকে ১৯৯৫-৯৬ মৌসুম পর্যন্ত স্টিভেন জ্যাকের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। দ্রুতগতিসম্পন্ন ও আক্রমণধর্মী বোলার হিসেবে প্রভূতঃ সুনাম কুড়িয়েছেন। ১৯৯০-এর দশকে রিচার্ড স্নেলের সাথে অবিস্মরণীয় জুটি গড়েন। এ দুজন মিন মেশিনের বছরগুলোর ন্যায় সম্মান পুণরুদ্ধারের প্রয়াস চালিয়েছেন।

সাত বছর মেয়াদী প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে ২২৩ উইকেট দখল করেন। তন্মধ্যে, ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে ব্যক্তিগত সেরা ৮/৫১ বোলিং পরিসংখ্যান দাঁড় করিয়েছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্ট ও দুইটিমাত্র একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেছেন স্টিভেন জ্যাক। ২৬ ডিসেম্বর, ১৯৯৪ তারিখে ডারবানে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ২ জানুয়ারি, ১৯৯৫ তারিখে কেপ টাউনে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৯৪-৯৫ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে খেলতে নামেন। রিচার্ড স্নেল ও অ্যালান ডোনাল্ডের আঘাতজনিত অনুপস্থিতিতে এ সুযোগ পান। সিরিজের তৃতীয় টেস্টে পাঁচ উইকেট পেয়েছিলেন। ১৯৯৫ সালে মান্ডেলা ট্রফিতে অংশ নেন। এ প্রতিযোগিতায় দুইটি ওডিআইয়ে অংশ নিয়ে তিন উইকেট পান। তবে, দূর্ভাগ্যজনকভাবে অ্যালান ডোনাল্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হতো। এছাড়াও, আঘাতের কারণে তার খেলোয়াড়ী জীবন সংক্ষিপ্ত করতে হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "South Africa – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৯ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা