সেরা প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার

সেরা প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার হল স্ক্রিন অ্যাক্টরস গিল্ড প্রদত্ত চলচ্চিত্রে প্রধান অভিনেতা হিসেবে সেরা পারদর্শিতা প্রদর্শনের জন্য প্রদেয় বার্ষিক পুরস্কার। ১৯৯৪ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।

সেরা প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে স্যাগ পুরস্কার
২০২২-এর বিজয়ী: ব্রেন্ডান ফ্রেজার
বিবরণচলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনেতার অসাধারণ অভিনয়ের জন্য
অবস্থানলস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাস্যাগ-আফট্রা
প্রথম পুরস্কৃত১৯৯৪
বর্তমানে আধৃতব্রেন্ডান ফ্রেজার
দ্য হোয়েল (২০২২)
ওয়েবসাইটsagawards.org

টম হ্যাঙ্কস এই বিভাগে প্রথম পুরস্কার বিজয়ী, তিনি ফরেস্ট গাম্প (১৯৯৪) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন। ড্যানিয়েল ডে-লুইস গ্যাংস অব নিউ ইয়র্ক (২০০২), দেয়ার উইল বি ব্লাড (২০০৭) এবং লিংকন (২০১২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক তিনবার এই পুরস্কার অর্জন করেন। সাম্প্রতিক বিজয়ী ব্রেন্ডান ফ্রেজার দ্য হোয়েল (২০২২) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।

বিজয়ী ও মনোনীতদের তালিকা সম্পাদনা

  হলুদ ব্যাকগ্রাউন্ড ও গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।
 
টম হ্যাঙ্কস ফরেস্ট গাম্প (১৯৯৪)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
জ্যাক নিকোলসন অ্যাজ গুড অ্যাজ ইট গেটস (১৯৯৭)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
রবের্তো বেনিইনি লা ভিতা এ বেলা (১৯৯৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
কেভিন স্পেসি আমেরিকান বিউটি (১৯৯৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
রাসেল ক্রো আ বিউটিফুল মাইন্ড (২০০১)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
ড্যানিয়েল ডে-লুইস গ্যাংস অব নিউ ইয়র্ক (২০০২), দেয়ার উইল বি ব্লাড (২০০৭) এবং লিংকন (২০১২)-এ অভিনয়ের জন্য সর্বাধিক তিনবার পুরস্কৃত হন।
 
জেমি ফক্স রে (২০০৪) চলচ্চিত্রে রে চার্লস চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
ফিলিপ সিমোর হফম্যান ক্যাপোটি (২০০৫)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
ফরেস্ট হুইটেকার দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড (২০০৬) চলচ্চিত্রে ইদি আমিন অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
শন পেন মিল্ক (২০০৮)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
জেফ ব্রিজেস ক্রেজি হার্ট (২০০৯)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
কলিন ফার্থ দ্য কিংস স্পিচ (২০১০) চলচ্চিত্রে রাজা ষষ্ঠ জর্জ] চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
জঁ দ্যুজার্দাঁ দি আর্টিস্ট (২০১১) চলচ্চিত্রে অভিনয় করে প্রথম ফরাসি অভিনেতা হিসেবে এই পুরস্কার লাভ করেন।[১]
 
ম্যাথু ম্যাকনাহে ডালাস বায়ার্স ক্লাব (২০১৩) চলচ্চিত্রে রন উডরুফ চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
এডি রেডমেইন দ্য থিওরি অব এভরিথিং (২০১৪) চলচ্চিত্রে স্টিভেন হকিং চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
লিওনার্দো ডিক্যাপ্রিও দ্য রেভেন্যান্ট (২০১৫) চলচ্চিত্রে হিউ গ্লাস চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
ডেনজেল ওয়াশিংটন ফেন্সেস (২০১৬)-এ অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
গ্যারি ওল্ডম্যান ডার্কেস্ট আওয়ার (২০১৭) চলচ্চিত্রে উইনস্টন চার্চিল চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
 
রামি মালেক বোহিমিয়ান র‍্যাপসোডি (২০১৮) চলচ্চিত্রে ফ্রেডি মার্কারি চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।

তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

১৯৯০-এর দশক সম্পাদনা

বছর মনোনীত ভূমিকা চলচ্চিত্র সূত্র
১৯৯৪
(১ম)
টম হ্যাঙ্কস ফরেস্ট গাম্প ফরেস্ট গাম্প [২]
জন ট্রাভোল্টা ভিনসেন্ট ভেগা পাল্প ফিকশন
টিম রবিন্স অ্যান্ডি ডুফ্রেস্নে দ্য শশ্যাঙ্ক রিডেম্পশন
পল নিউম্যান ডোনাল্ড "সুলি" সুলিভ্যান নোবডিজ ফুল
মরগান ফ্রিম্যান এলিস বয়েড "রেড" রেডিং দ্য শশ্যাঙ্ক রিডেম্পশন
১৯৯৫
(২য়)
নিকোলাস কেজ বেন স্যান্ডারসন লিভিং লাস ভেগাস [৩]
অ্যান্থনি হপকিন্স রিচার্ড নিক্সন নিক্সন
মাসিমো ত্রোইসি মারিও রোপ্পোলো ইল পস্তিনো
জেমস আর্ল জোন্স রেভারেন্ট স্টিভেন কুমালো ক্রাই, দ্য বিলাভড কান্ট্রি
শন পেন ম্যাথিউ পনচেলেট ডেড ম্যান ওয়াকিং
১৯৯৬
(৩য়)
জেফ্রি রাশ ডেভিড হেলফগট শাইন [৪]
উডি হ্যারেলসন ল্যারি ফ্লিন্ট দ্য পিপল ভার্সাস ল্যারি ফ্লিন্ট
টম ক্রুজ জেরি ম্যাগুইয়ার জেরি ম্যাগুইয়ার
বিলি বব থর্নটন কার্ল চাইল্ডার্স সিঙ্গল ব্লেড
রেফ ফাইঞ্জ কাউন্ট লাজলো দা আলমাসি দ্য ইংলিশ পেশন্ট
১৯৯৭
(৪র্থ)
জ্যাক নিকোলসন মেলভিন ইউডাল অ্যাজ গুড অ্যাজ ইট গেট্‌স [৫]
ডাস্টিন হফম্যান স্ট্যানলি মটস ওয়েগ দ্য ডগ
পিটার ফন্ডা উইলিসেস "উলি" জ্যাকসন উলিস গোল্ড
ম্যাট ডেমন উইল হান্টিং গুড উইল হান্টিং
রবার্ট ডুভল ইউলিস "সনি" ডিউয়ি দি অ্যাপস্টল
১৯৯৮
(৫ম)
রবের্তো বেনিইনি গুইদো অর্ফিস লা ভিতা এ বেলা [৬]
ইয়ান ম্যাকেলেন জেমস হোয়েল গডস অ্যান্ড মনস্টার্স
জোসেফ ফাইঞ্জ উইলিয়াম শেকসপিয়র শেকসপিয়ার
টম হ্যাঙ্কস ক্যাপ্টেন জন মিলার সেভিং প্রাইভেট রায়ান
নিক নল্টে ওয়েড হোয়াইটহাউজ অ্যাফ্লিকশন
১৯৯৯
(৬ষ্ঠ)
কেভিন স্পেসি লেস্টার বার্নহাম আমেরিকান বিউটি [৭]
জিম ক্যারি অ্যান্ডি কফম্যান ম্যান অন দ্য মুন
ডেনজেল ওয়াশিংটন রুবিন "দ্য হারিকেন" কার্টার দ্য হ্যারিকেন
ফিলিপ সিমোর হফম্যান রাস্টি ফ্ললেস
রাসেল ক্রো জেফ্রি উইগ্যান্ড দি ইনসাইডার

২০০০-এর দশক সম্পাদনা

বছর মনোনীত ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০০০
(৭ম)
বেনেসিও দেল তোরো হাভিয়ের রদ্রিগেজ ট্র্যাফিক [৮]
জেফ্রি রাশ মার্কোয়েস দে সাদে কুইলস
জেমি বেল বিলি ইলিয়ট বিলি ইলিয়ট
টম হ্যাঙ্কস চাক নোলান্ড ক্যাস্ট অ্যাওয়ে
রাসেল ক্রো ম্যাক্সিমাস ডেসিমাস মেরিডিয়াস গ্ল্যাডিয়েটর
২০০১
(৮ম)
রাসেল ক্রো জন ফোর্ব্‌স ন্যাশ আ বিউটিফুল মাইন্ড [৯]
কেভিন ক্লাইন জর্জ মনরো লাইফ অ্যাজ আ হাউজ
টম উইলকিনসন ডক্টর ম্যাট ফোলার ইন দ্য বেডরুম
ডেনজেল ওয়াশিংটন ডিটেক্টিভ আলঞ্জো হ্যারিস ট্রেনিং ডে
শন পেন স্যাম ডসন আই অ্যাম স্যাম
২০০২
(৯ম)
ড্যানিয়েল ডে-লুইস উইলিয়াম "বিল দ্য বুচার" কাটিং গ্যাংস অব নিউ ইয়র্ক [১০]
অ্যাড্রিয়েন ব্রডি ভ্লাদিস্লাভ স্পিলমান দ্য পিয়ানিস্ট
জ্যাক নিকোলসন ওয়ারেন আর. স্মিট অ্যাবাউট শ্মিট
নিকোলাস কেজ চার্লি কফম্যান/ডোনাল্ড কফম্যান অ্যাডাপটেশন
রিচার্ড গিয়ার বিলি ফ্লিন শিকাগো
২০০৩
(১০ম)
জনি ডেপ ক্যাপ্টেন জ্যাক স্প্যারো পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল [১১]
পিটার ডিংকলেজ ফিনবার ম্যাকব্রিড দ্য স্টেশন এজেন্ট
বিল মারি বব হ্যারিস লস্ট ইন ট্রান্সলেশন
বেন কিংসলি মাসোদ আমির বেহরানি হাউজ অব স্যান্ড অ্যান্ড ফগ
শন পেন জিমি মার্কাম মিস্টিক রিভার
২০০৪
(১১তম)
জেমি ফক্স রে চার্লস রে [১২]
জনি ডেপ জে. এম. ব্যারি ফাইন্ডিং নেভারল্যান্ড
ডন চিডল পল রুসেসাবাজিনা হোটেল রুয়ান্ডা
পল জিয়ামাটি মাইলস রেমন্ড সাইডওয়েজ
লিওনার্দো ডিক্যাপ্রিও হাওয়ার্ড হিউজ দি অ্যাভিয়েটর
২০০৫
(১২তম)
ফিলিপ সিমোর হফম্যান ট্রুম্যান ক্যাপোটি ক্যাপোটি [১৩]
ডেভিড স্ট্রাথেয়ার্ন এডওয়ার্ড আর. মুরো গুড নাইট, অ্যান্ড গুড লাক
রাসেল ক্রো জেমস জে. ব্র্যাডক সিনড্রেলা ম্যান
হিথ লেজার এনিস দেল মার ব্রোকব্যাক মাউন্টেন
হোয়াকিন ফিনিক্স জনি ক্যাশ ওয়াক দ্য লাইন
২০০৬
(১৩তম)
ফরেস্ট হুইটেকার ইদি আমিন দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড [১৪]
উইল স্মিথ ক্রিস গার্ডনার দ্য পারসুইট অব হ্যাপিনেস
পিটার ওটুল মরিস রাসেল ভেনাস
রায়ান গসলিং ড্যান ডান হাফ নেলসন
লিওনার্দো ডিক্যাপ্রিও ড্যানি আর্চার ব্লাড ডায়মন্ড
২০০৭
(১৪তম)
ড্যানিয়েল ডে-লুইস ড্যানিয়েল প্লেইনভিউ দেয়ার উইল বি ব্লাড [১৫]
এমিল হার্শ ক্রিস্টোফার ম্যাক্যান্ডলেস ইনটু দ্য ওয়াইল্ড
জর্জ ক্লুনি মাইকেল ক্লেটন মাইকেল ক্লেটন
ভিগো মর্টনসন নিকোলাই লুঝিন ইস্টার্ন প্রমিজেস
রায়ান গসলিং লার্স লিন্ডস্ট্রম লার্স অ্যান্ড দ্য রিয়্যাল গার্ল
২০০৮
(১৫তম)
শন পেন হার্ভি মিল্ক মিল্ক [১৬]
ফ্র্যাঙ্ক ল্যানজেলা রিচার্ড নিক্সন ফ্রস্ট/নিক্সন
ব্র্যাড পিট বেঞ্জামিন বাটন দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন
মিকি রুর্ক র‍্যান্ডি "দ্য র‍্যাম" রবিনসন দ্য রেসলার
রিচার্ড জেনকিন্স ওয়াল্টার ভেল দ্য ভিজিটর
২০০৯
(১৬তম)
জেফ ব্রিজেস ওটিস “ব্যাড” ব্লেক ক্রেজি হার্টস [১৭]
কলিন ফার্থ জর্জ ফ্যালকনার আ সিঙ্গল ম্যান
জর্জ ক্লুনি রায়ান বিংহাম আপ ইন দি এয়ার
জেরেমি রেনার এসএফসি উইলিয়াম জেমস দ্য হার্ট লকার
মরগান ফ্রিম্যান নেলসন ম্যান্ডেলা ইনভিক্টাস

২০১০-এর দশক সম্পাদনা

বছর মনোনীত ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০১০
(১৭তম)
কলিন ফার্থ রাজা ষষ্ঠ জর্জ দ্য কিংস স্পিচ [১৮]
জেফ ব্রিজেস রিউবেন "রুস্টার কগবার্ন ট্রু গিট
জেমস ফ্র্যাঙ্কো অ্যারন র‍্যালস্টন ১২৭ আওয়ারস
জেসি আইজেনবার্গ মার্ক জুকারবার্গ দ্য সোশ্যাল নেটওয়ার্ক
রবার্ট ডুভল ফেলিক্স বুশ গেট লো
২০১১
(১৮তম)
জঁ দ্যুজার্দাঁ জর্জ ভেলেন্তিন দি আর্টিস্ট [১৯]
জর্জ ক্লুনি ম্যাথিউ কিং দ্য ডিসেন্ড্যান্ট্‌স
দেমিয়ান বিচির কার্লোস গালিন্দো আ বেটার লাইফ
ব্র্যাড পিট বিলি বিন মানিবল
লিওনার্দো ডিক্যাপ্রিও জে. এডগার হুভার জে. এডগার
২০১২
(৯ম)
ড্যানিয়েল ডে-লুইস আব্রাহাম লিংকন লিংকন [২০]
জন হকস মার্ক ওব্রায়েন দ্য সেশন্স
ডেনজেল ওয়াশিংটন উইলিয়াম "হুইপ" হুইটেকার সিনিয়র ফ্লাইট
ব্র্যাডলি কুপার প্যাট্রিজিও "প্যাট" সোলিটানো জুনিয়র সিলভার লাইনিংস প্লেবুক
হিউ জ্যাকম্যান জঁ ভালজাঁ লে মিজেরাবল
২০১৩
(২০তম)
ম্যাথু ম্যাকনাহে রন উড্রুফ ডালাস বায়ার্স ক্লাব [২১]
চুয়াটেল এজিওফর সলোমন নর্থাপ টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ
টম হ্যাঙ্কস ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস ক্যাপ্টেন ফিলিপস
ফরেস্ট হুইটেকার সেসিল গেইন্স দ্য বাটলার
ব্রুস ডার্ন উইড্রো "উডি" গ্রান্ট নেব্রাস্কা
২০১৪
(২১তম)
এডি রেডমেইন স্টিভেন হকিং দ্য থিওরি অব এভরিথিং [২২]
জেক ইলেনহল লুইস "লু" ব্লুম নাইটক্রলার
বেনেডিক্ট কাম্বারব্যাচ অ্যালান টুরিং দি ইমিটেশন গেম
মাইকেল কিটন রিগান থমসন বার্ডম্যান অর (দ্য আনেক্সপেক্টেড ভার্চু অব ইগনোরেন্স)
স্টিভ কারেল জন ডু পন্ট ফক্সক্যাচার
২০১৫
(২২তম)
লিওনার্দো ডিক্যাপ্রিও হিউ গ্লাস দ্য রেভেন্যান্ট [২৩]
এডি রেডমেইন লিলি এলবি দ্য ডেনিশ গার্ল
জনি ডেপ হুইটলি বালগার ব্ল্যাক ম্যাস
ব্রায়ান ক্র্যানস্টন ডাল্টন ট্রাম্বো ট্রাম্বো
মাইকেল ফাসবেন্ডার স্টিভ জবস স্টিভ জবস
২০১৬
(২৩তম)
ডেনজেল ওয়াশিংটন ট্রয় ম্যাক্সন ফেন্সেস [২৪]
অ্যান্ড্রু গারফিল্ড ডেসমন্ড ডস হ্যাকসো রিজ
কেসি অ্যাফ্লেক লি চ্যান্ডলার ম্যানচেস্টার বাই দ্য সি
ভিগো মর্টনসন বেন ক্যাশ ক্যাপ্টেন ফ্যান্ট্যাস্টিক
রায়ান গসলিং সেবাস্টিন ওয়াইল্ডার লা লা ল্যান্ড
২০১৭
(২৪তম)
গ্যারি ওল্ডম্যান উইনস্টন চার্চিল ডার্কেস্ট আওয়ার [২৫]
জেমস ফ্র্যাঙ্কো টমি ওয়াইজো দ্য ডিজ্যাস্টার আর্টিস্ট
টিমাথি শালামে এলিও পার্লম্যান কল মি বাই ইওর নেম
ডেনজেল ওয়াশিংটন রোমান জে. ইসরায়েল রোমান জে. ইসরায়েল, এস্কোয়ার
ড্যানিয়েল কালুইয়া ক্রিস ওয়াশিংটন গেট আউট
২০১৮
(২৫তম)
রামি মালেক ফ্রেডি মার্কারি বোহিমিয়ান র‌্যাপসোডি [২৬]
ক্রিশ্চিয়ান বেল ডিক চেনি ভাইস
জন ডেভিড ওয়াশিংটন রন স্টলওয়ার্থ ব্ল্যাকক্ল্যান্সম্যান
ব্র্যাডলি কুপার জ্যাকসন "জ্যাক" মেইন আ স্টার ইজ বর্ন
ভিগো মর্টনসন ফ্র্যাঙ্ক "টনি লিপ" ভালেলঙ্গা গ্রিন বুক
২০১৯
(২৬তম)
হোয়াকিন ফিনিক্স আর্থার ফ্লেক / জোকার জোকার [২৭]
অ্যাডাম ড্রাইভার চার্লি বারবার ম্যারিজ স্টোরি
ক্রিশ্চিয়ান বেল কেন মিলস ফোর্ড ভার্সাস ফেরারি
ট্যারন এজার্টন এলটন জন রকেটম্যান
লিওনার্দো ডিক্যাপ্রিও রিক ডালটন ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড

২০২০-এর দশক সম্পাদনা

বছর মনোনীত ভূমিকা চলচ্চিত্র সূত্র
২০২০
(২৭তম)
চ্যাডউইক বোজম্যান (মরণোত্তর) লিভি গ্রিন মা রেইনিস ব্ল্যাক বটম [২৮]
অ্যান্থনি হপকিন্স অ্যান্থনি দ্য ফাদার
গ্যারি ওল্ডম্যান হারমান জে. ম্যাংকাভিৎস ম্যাংক
রিজ আহমেদ রুবেন স্টোন সাউন্ড অব মেটাল
স্টিভেন ইয়ান জ্যাকব ই মিনারি
২০২১
(২৮তম)
উইল স্মিথ রিচার্ড উইলিয়ামস কিং রিচার্ড [২৯]
হাভিয়ের বারদেম দেসি আর্নাস বিয়িং দ্য রিকার্ডোস
বেনেডিক্ট কাম্বারব্যাচ ফিল বারব্যাঙ্ক দ্য পাওয়ার অব দ্য ডগ
অ্যান্ড্রু গারফিল্ড জোনাথন লারসন টিক, টিক... বুম!
ডেনজেল ওয়াশিংটন লর্ড ম্যাকবেথ দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ
২০২২
(২৯তম)
ব্রেন্ডন ফ্রেজার চার্লি দ্য হোয়েল [৩০]
অস্টিন বাটলার এলভিস প্রেসলি এলভিস
অ্যাডাম স্যান্ডলার স্ট্যানলি সুগারম্যান হাসল
কলিন ফ্যারল পাদ্রেইক সুলিভাইন দ্য ব্যানশিজ অব ইনিশেরিন
বিল নাই মিস্টার উইলিয়ামস লিভিং

একাধিকবার বিজয়ী সম্পাদনা

৩ বার

একাধিকবার মনোনীত সম্পাদনা

৬ বার
৫ বার
৪ বার
৩ বার

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. প্যাটেল, ট্যারা (২৭ ফেব্রুয়ারি ২০১২)। "'The Artist' Wins Top Oscar Honors in Bow to Silent Film"ব্লুমবার্গ বিজনেসউইক। Bloomberg L.P.। আগস্ট ২৮, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৮ 
  2. "The Inaugural Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  3. "The 2nd Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  4. "The 3rd Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ১৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  5. "The 4th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  6. "The 5th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ২০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  7. "The 6th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  8. "The 7th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  9. "The 8th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  10. "The 9th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  11. "The 10th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  12. "The 11th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  13. "The 12th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  14. "The 13th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  15. "The 14th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ২০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  16. "The 15th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ১৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  17. "The 16th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  18. "The 17th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  19. "The 18th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। ১৯ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  20. "The 19th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  21. "The 20th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  22. "The 21th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  23. "The 22th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  24. "The 23th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  25. "The 24th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  26. "The 25th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  27. "The 26th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৯ 
  28. "The 27th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  29. "The 28th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 
  30. "The 29th Annual Screen Actors Guild Awards"স্যাগ অ্যাওয়ার্ডস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা