সৈয়দ শুজাত আলী কাদরী

পাকিস্তানের প্রথম প্রধান মুফতি

সৈয়দ শুজাত আলী কাদরী (উর্দু: حضرت علامہ مفتی سید شجاعت علی قادری) (জানুয়ারি ১৯৪১ — ২৭ জানুয়ারী ১৯৯৩) ছিলেন পাকিস্তানের প্রথম প্রধান মুফতি, ফেডারেল শরীয়ত আদালতের বিচারক,[১] পাকিস্তানি ইসলামি মতাদর্শ পরিষদের সদস্য এবং ইসলামি বিজ্ঞান ও আধুনিক বিজ্ঞানের একজন পণ্ডিত।[২] তিনি মোস্তফা রাজা খান কাদরীর দ্বারা প্রভাবিত ছিলেন।[৩]

সৈয়দ শুজাত আলী কাদরী
জন্ম
সৈয়দ শুজাত আলী

জানুয়ারি ১৯৪১
মৃত্যু২৭ জানুয়ারি ১৯৯৩
জাকার্তা, ইন্দোনেশিয়া
পেশাইসলামী পণ্ডিত
অঞ্চলপাকিস্তান
ধারাসুন্নি, হানাফি
প্রধান আগ্রহ
ফিকহ, ইসলামি দর্শন, হাদিস
উল্লেখযোগ্য অবদান
পাকিস্তানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের একত্রিত করার প্রচেষ্টা
ভাবগুরু
ভাবশিষ্য
  • আল্লামা সৈয়দ সাদাত আলী কাদরী, মুফতি মুনীব-উর-রেহমান, মুফতি সৈয়দ নাসির আলী কাদরী, আল্লামা গোলাম রাসুল সাঈদী, আল্লামা সৈয়দ মাজহার সাঈদ কাজেমী

তিনি বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করেছেন এবং বই লিখেছেন।[৪] তিনি ইসলামী ফিকহ, অর্থনীতি ও উত্তরাধিকারের উপর বই লিখেছেন এবং আরবি থেকে উর্দুতে বই অনুবাদ করেছেন।[৫]

জন্ম ও পরিবার সম্পাদনা

শুজাত আলী কাদরী ১৯৪১ সালের জানুয়ারিতে ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি সৈয়দ মাসউদ আলী কাদরীর পুত্র, যিনি পাঞ্জাবের (পাকিস্তান) মুলতানের একটি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আনোয়ার-উল-উলূম-এ আফতা (ইসলামী আইনশাস্ত্র) অফিসে দায়িত্ব পালন করেছিলেন। কাদরী ছিলেন তার পিতার দ্বিতীয় জ্যেষ্ঠ সন্তান; তার ভাইয়েরা হলেন:[৬]

  • সৈয়দ সাদাত আলী কাদরী
  • সৈয়দ তারিক আলী
  • সৈয়দ খুসনুদ আলী
  • সৈয়দ শাফাত আলী

কাদরী তিন ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।[৬]

 
দারুল উলুম নঈমীয়ায় ইরাকি কাউন্সিল জেনারেল জালাল উদ্দীন নুরির সফর, জুন ১৯৮১

শিক্ষা সম্পাদনা

কাদরী আলীগড়ের দাদু জেলার মাদ্রাসা-ই-আরাবিয়া হাফিজিয়া সাদিয়া থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। তিনি গোলাম রব্বানী ও শাহ আহমদ নূরানী সিদ্দিকীর কাছ থেকে কুরআন শিখেন। তারপর, ১০ বছর বয়সে তিনি তার পিতামাতার সাথে ১৯৫১ সালে পাকিস্তানের মুলতানে চলে যান এবং মাদরাসা আনোয়ার-উল-উলুমে পড়ালেখা শুরু করেন এবং শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি থেকে দরস-ই-নিজামী সম্পন্ন করেন। তিনি পীর কিফায়াত আলী শাহের কাছ থেকে সুফিবাদের কাদেরী তরিকায় ইজাজা বা অনুমতি লাভ করেন।[৬] তিনি মুলতানের জামিয়া ইসলামিয়া আনোয়ার-উল-উলূম থেকে আঠারো বছর বয়সে স্নাতক ডিগ্রি লাভ করেন। এর পাশাপাশি তিনি নিম্নলিখিত যোগ্যতা অর্জন করেছেন:

  • এম.এ ইসলামিয়াত, করাচি বিশ্ববিদ্যালয়, ১৯৭১
  • এম.এ আরবি, করাচি বিশ্ববিদ্যালয়, ১৯৭৪
  • আরবি সাহিত্যের কোর্স, রিয়াদ বিশ্ববিদ্যালয়, সৌদি আরব, ১৯৮৪[৫]
  • পিএইচডি, করাচি বিশ্ববিদ্যালয়, ১৯৮৪

শিক্ষামূলক পরিষেবা সম্পাদনা

 
দারুল উলুম নঈমীয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিচারপতি সৈয়দ শুজাত আলী কাদরী

কাদরী মুসলমানদের বিভিন্ন প্রতিষ্ঠান বা মাদারিসে শিক্ষক ও মুফতি হিসেবে কাজ করেছেন। তিনি ১৯৬০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত দারুল উলুম আমজাদিয়ায় বিভাগীয় প্রধান এবং মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৫] এরপর তিনি দারুল উলূম নঈমীয়া প্রতিষ্ঠা করেন। এরপর, ১৯৭৩ সাল থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি করাচির দারুল উলুম নঈমীয়ার শায়খুল হাদিস ও মুফতির দায়িত্বে অধিষ্ঠিত ছিলেন।[৫] কাদরী করাচির লিয়াকত সরকারি কলেজে ১২ বছর এবং করাচি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসাবে দুই বছর যাবৎ প্রভাষক হিসাবেও কাজ করেছেন।[৪]

পদ এবং দায়িত্ব অধিকৃত সম্পাদনা

তিনি ১৯৭৩ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দশ বছর দারুল উলুম নঈমীয়ায় শায়খুল হাদিস ও আফতা অফিসে দায়িত্ব পালনের পাশাপাশি;[৫] [১] ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ছয় বছর পাকিস্তানের ফেডারেল শরীয়ত আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩ সালের ২ জুলাই ফেডারেল শরীয়ত আদালতের আলিম বিচারক হিসাবে নিযুক্ত হন এবং ১৯৮৯ সালের ১ জুলাই পর্যন্ত[৫] তার দায়িত্ব পালন করেন। তিনি পাকিস্তানের ইসলামি মতাদর্শ পরিষদের সদস্য এবং করাচি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবেও কাজ করেছেন।[৪]

 
বিশিষ্ট সুন্নি আলেমরা সৈয়দ শুজাত আলী কাদরীর কফিনের আগমনের অপেক্ষায়, ফেব্রুয়ারি ১৯৯৩

বই, পাঠ্য এবং অনুবাদ সম্পাদনা

তার সাহিত্য পাণ্ডিত্যের মধ্যে রয়েছে:[৭]

  • তাফসীরে মাযহারীর অনুবাদ (পনের খণ্ড)
  • মোওয়াহিব-আল-লাদুনিয়ার অনুবাদ
  • শরাহ-আস-সাদুরের অনুবাদ
  • আল-খাইরাত-আল-হিসানের অনুবাদ
  • আল-শিফায়ে শেখ আল-রাইসের অনুবাদ (কিছু অংশ)
  • ইনশা-আল-আরাবিয়া (চারটি অংশ)
  • খতমে নবুওয়াত পত্রিকার আরবি থেকে উর্দুতে অনুবাদ
  • আরবিতে খতমে নবুওয়াত নিয়ে পত্রিকা
  • ইসলাম ম্যায় মুরতাদ কি সাজা (ইসলামে ধর্মত্যাগীর শাস্তি)
  • ইসলাম কা মাশি নিজাম (ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা)
  • আকাইদ ও আমল (বিশ্বাস ও কর্ম)
  • তিন তালাকাইন (তিন তালাক)
  • মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জীবনী সহ সূরা বনী ইসরাঈলের অনুবাদ ও তাফসীর
  • ফিকাহে আহলে সুন্নাত (আহলে সুন্নাতের আইনশাস্ত্র)
  • আদালতে ইসলামিয়া (ইসলামী আদালত)
  • ম্যান হুওয়া আহমেদ রেজা? (আহমদ রেজা কে?) – আরবি ভাষায় আলা হযরত ইমাম আহমদ রেজা খানের জীবনী
  • মুজাদ্দিদ-আল-মাতা - আরবি ভাষায় আলা হযরত ইমাম আহমদ রেজা খানকে নিয়ে কিছু নিবন্ধ[৮]
  • ফতোয়া-ই-রেজভিয়া (আরবি পরিভাষার অনুবাদ)
  • রাসাইল-ই-আলা হযরত (আলা হযরত ইমাম আহমদ রেজা খানের ব্যাখ্যামূলক পাদটীকা, ভূমিকা এবং আরবি ও পারসন গ্রন্থের অনুবাদসহ লিখিত পুস্তিকাগুলির সংগ্রহ)[৯]
  • আরাবিন
  • বাহারে শরীয়তের শেষ অংশের রচনা (ফিকহে আহলে সুন্নাত, মুখবন্ধ, মদীনা প্রকাশনা, করাচি)
  • পিএইচডি থিসিস – দ্বাদশ-ত্রয়োদশ খ্রিস্টাব্দে সিন্ধুর আরবি ভাষা-উপত্যকায় একটি একাডেমিক আন্দোলন[১০]
  • ইসলামের ইতিহাস সম্পর্কিত নিবন্ধের সিরিজ, মাসিক পত্রিকা তরজুমান-ই-আহলে সুন্নাত (আহলে সুন্নাতের কণ্ঠস্বর) এ প্রকাশিত[১১]

সমালোচনামূলক প্রশংসা সম্পাদনা

শুজাত ছিলেন বেরলভী আন্দোলনের একজন বিশিষ্ট পণ্ডিত এবং ইসলামের প্রধান সম্প্রদায়ের পণ্ডিত ও পাকিস্তানের জনগণের দ্বারা সম্মানিত ছিলেন।[১২]

মৃত্যু সম্পাদনা

১৯৯৩ সালের ২৪ জানুয়ারি কাদরী জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের সাথে ইন্দোনেশিয়ার একটি সরকারী সফরে যান। এই সফরের সময়ই চতুর্থ শাবান ১৪১৩ হিজরি, ২৭ জানুয়ারি ১৯৯৩ সালে জাকার্তায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।[১৩] জাকার্তায় কাদরীর জানাজার নামাজে ইমামতি করেন হামিদ সাঈদ কাজেমী, যিনি তখন জাকার্তায় জেইউপির এমএনএ ছিলেন। ধারণা করা হয়েছিল যে, ইসলামি দেশগুলির রাষ্ট্রদূত ও ধর্মীয় পণ্ডিতগণ, ইন্দোনেশিয়ার কর্মকর্তাগণ এবং ইন্দোনেশিয়ায় পাকিস্তানের বিদেশী প্রতিনিধিসহ প্রায় ৫০ হাজার মানুষ জানাজায় অংশ নিয়েছিল।[২][১৪][১৫] সিঙ্গাপুর এয়ারলাইন্স করে ১৯৯৩ সালের ১ ফেব্রুয়ারি তার মরদেহ পাকিস্তানে ফিরিয়ে আনা হয়, তাকে করাচির দারুল উলূম নঈমীয়ায় দাফন করা হয়। বিপুল সংখ্যক মানুষ, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সকল চিন্তাধারার পণ্ডিতদের উপস্থিতিতে করাচিতে কাদরীর জানাজা তার ভাই সৈয়দ সাদাত আলী কাদরীর ইমামতিতে অনুষ্ঠিত হয়। আনুমানিক পনের হাজার মানুষ তার জানাজায় অংশ নিয়েছিল।[১৬] তার সমাধি দারুল উলূম নঈমীয়ার ভিতরে অবস্থিত।[১৭]

 
সাদাত আলী কাদরীর ইমামতিতে বিচারপতি মুফতি সৈয়দ শুজাত আলী কাদরীর জানাজা।

সমবেদনা সম্পাদনা

সৈয়দ শুজাত আলী কাদরীর মৃত্যুকে একটি জাতীয় শোক এবং পাকিস্তানের জনগণের জন্য ইসলামের প্রখ্যাত ধর্মীয় পণ্ডিতের একটি বড় ক্ষতি হিসেবে অভিহিত করা হয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী মুহাম্মদ নওয়াজ শরীফ কাদরীর মৃত্যুতে তার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিম্নরূপ:

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তৎকালীন পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা বেনজির ভুট্টো তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছিলেন:

 
দারুল উলুম নঈমীয়ার ভিতরে দাফন।

তৎকালীন ফেডারেল ধর্ম বিষয়ক মন্ত্রী আব্দুল সাত্তার খান নিয়াজী শোক প্রকাশ করে বলেছিলেন:

আহমেদ নুরানী সিদ্দিকী কাদরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে কাদরীর বাড়িতে গিয়েছিলেন:

তথ্যসূত্র সম্পাদনা

  1. Federal Shariat Court Annual Report 2003, p56
  2. NAWA-I-WAQT, 1 February 1993
  3. http://www.alahazrat.net/events/ursealahazrat/comments.htm ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ মার্চ ২০১৮ তারিখে His praiseworthy comments and appreciation for Aala Hazrat Imam Ahmed Raza Khan Barelwi
  4. DAWN, 28 January 1993
  5. "Information about Justice Mufti Syed Shujaat Ali Qadri, Federal Shariat Court, Pakistan" (পিডিএফ)। federalshariatcourt.gov.pk। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  6. Mujaddid-al-Mata, Preface
  7. Muqalat-e-Saeedi p623, Rumi Publications & Printers, Lahore by Allama Ghulam Rasul Saeedi
  8. "Imam Ahmed Raza Academy | The Mujaddid Imam Ahmed Raza | Comments by Supporters and Adversariers"। ১০ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৫ 
  9. Published and distributed by Madina Publishing Company, M.A Jinnah Rd, Karachi, January 1973
  10. Bibliography of Phd Thesis, Higher Education Commission, Pakistan
  11. Production & Publishing Department, Main Head Office Jamaat Ahle Sunnat, Darul Ulum Amjadia, Aalamgir Road, Karachi
  12. Daily JANG, 7 February 1993 – Izhar-e-Khayal by Dost Muhammad Faizi
  13. DAWN, Business Recorder and other newspapers reported on 28 January 1993
  14. QAUMI AKHBAR, 29 January 1993
  15. DAWN, 29 January 1993
  16. JASARAT, 2 February 1993
  17. Muqalat-e-Saeedi p625, Rumi Publications & Printers, Lahore by Allama Ghulam Rasul Saeedi
  18. SIND EXPRESS, 29 January 1993
  19. NATION, 31 Jan 1993
  20. Daily JANG, 31 Jan 1993

বহিঃসংযোগ সম্পাদনা