সেন্ট হেলেনা জাতীয় ক্রিকেট দল

সেন্ট হেলেনা জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট খেলায় সেন্ট হেলেনার প্রতিনিধিত্বকারী জাতীয় দল। ব্রিটিশ দ্বীপপুঞ্জের এই ক্ষুদ্র এবং প্রত্যন্ত দেশটি, ২০০১ সাল হতে আইসিসি এর অনুমোদিত সদস্য। দলটি আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য। ২০১৭ সাল থেকে দেশটি আইসিসি এর সহযোগী সদস্যপদ লাভ করে।[১]

সেন্ট হেলেনা
সেন্ট হেলেনা ক্রিকেট অ্যাসোসিয়েনের লোগো
কর্মীবৃন্দ
অধিনায়কস্কট ক্রোউই
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাসহযোগী সদস্য[১] (২০১৭)
আইসিসি অঞ্চলআফ্রিকা
আইসিসি র‍্যাংকিং বর্তমান[২] সেরা
টি২০আই ৭৬ ৭১ (২ মে ২০১৯)
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক২৫ এপ্রিল ২০১২ বনাম ক্যামেরুন (৯ উইকেটে জয়ী)
২৪ সেপ্টেম্বর ২০২০ অনুযায়ী

২০১২ সালের এপ্রিল মাসে সেন্ট হেলেনা নিজেদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি আফ্রিকা তৃতীয় বিভাগ টি২০ টুর্নামেন্টে, মালি, গাম্বিয়া, ক্যামেরুন এবং মরক্কোকে হারিয়ে আট দলের মাঝে পঞ্চম স্থান লাভ করে।

২০১৮ সালের এপ্রিল মাসে তারা ২০১৮-১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ আফ্রিকা বাছাইপর্বে অংশগ্রহণ করে। [৩] সেই মাসেই আইসিসি তার সকল সদস্যকে পূর্ণ টুয়েন্টি২০ আন্তর্জাতিক মর্যাদা দেয়ার সিদ্ধান্ত নেয়। ফলে ১ জানুয়ারি ২০১৯ এর পরবর্তী, সেন্ট হেলেনা এবং অন্যান্য সকল আইসিসি সদস্যের মধ্যবর্তী টুয়েন্টি২০ ম্যাচগুলো আন্তর্জাতিক মর্যাদা পায়।[৪]

২০১৮ সালের অক্টোবর মাসে, দলটি ২০১৮-১৯ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ এর দক্ষিণাঞ্চলীয় উপ অঞ্চলে অংশগ্রহণ করে। প্রথম তিন ম্যাচে বিজয়ী হলেও[৫], শেষ পর্যন্ত তৃতীয় হওয়ায় আঞ্চলিক ফাইনালে উন্নীত হতে ব্যর্থ হয়।[৬][৭]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ireland and Afghanistan ICC newest full members amid wide-ranging governance reform" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২২ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "Men's Team Rankings"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। 
  3. "The road to the men's ICC World T20 Australia 2020 heads to Kuwait as regional qualification groups are confirmed" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮ 
  4. "All T20 matches between ICC members to get international status" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ২৬ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৮ 
  5. "St Helena do the double as action hots up in Botswana"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৮ 
  6. "Botswana and Namibia seal passage into Africa Finals" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮ 
  7. "Cricket makes strides in St Helena"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা