সুস্থিতি (শারীরবিজ্ঞান)

শারীরবিজ্ঞানে সুস্থিতি (ইংরেজি: Homeostasis) হল কোনও একটি ব্যবস্থার, বিশেষ করে জীবদেহের এমন একটি বৈশিষ্ট্য যার ফলে ঐ ব্যবস্থার পরিবর্তনশীল বিষয়গুলো এমনভাবে নিয়ন্ত্রিত হয় যেন ব্যবস্থার অভ্যন্তরীণ অবস্থা অপরিবর্তিত থাকে। এর উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে তাপমাত্রা নিয়ন্ত্রণ অথবা, অম্লত্ব ও ক্ষারত্বের (pH) নিয়ন্ত্রণ।

গরম রক্তের মানুষের হাতে শীতল রক্তের ট্যারেন্টুলার তাপীয় চিত্র

ফরাসি শরীরতত্ত্ববিদ ক্লোদ বের্নার ১৮৬৫ সালে সর্বপ্রথম এর ধারণা দেন। তবে ১৯২৬ সালে ওয়াল্টার ব্রাডফোর্ড ক্যানন ইংরেজি "হোমিওস্ট্যাসিস" শব্দটি প্রথম ব্যবহার করেন। [১] শব্দটি মূলত জীবদের ক্ষেত্রে ব্যবহৃত হলেও থার্মোস্ট্যাটের মত স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থার (ইংরেজি: control systems) ক্ষেত্রেও ব্যবহৃত হয়। হোমিওস্ট্যাটিসে ব্যবস্থার পরিবর্তন নির্ণয়ের জন্য একটি সেন্সর থাকে, একটি অবস্থা পরিবর্তনকারী যান্ত্রিক ব্যবস্থা থাকে এবং এই দুইয়ের মাঝে নেগেটিভ ফিডব্যাক সমন্বয় থাকে।

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Cannon, W. B. (১৯২৬)। "Physiological regulation of normal states: some tentative postulates concerning biological homeostatics"। A. Pettit(ed.)। A Charles Richet : ses amis, ses collègues, ses élèves (ফরাসি ভাষায়)। Paris: Les Éditions Médicales। পৃষ্ঠা 91।