সুরেন্দ্রনাথ ঠাকুর

বাঙালি অনুবাদক ও লেখক

সুরেন্দ্রনাথ ঠাকুর (২৬ জুলাই ১৮৭২ - ৩ মে ১৯৪০) ছিলেন অনুবাদক ও লেখক। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি রচনা ইংরেজিতে অনুবাদ করার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি ঠাকুর পরিবারের সদস্য সত্যেন্দ্রনাথ ঠাকুরের সন্তান ছিলেন। ১৯০২ সালে ব্যারিস্টার পি. মিত্রের সভাপতিত্বে বৈপ্লবিক অনুশীলন সমিতি নামে যে গোপন সমিতি গড়ে উঠে, তিনি ছিলেন তার সক্রিয় সদস্য এবং কোষাধ্যক্ষ।[১]

সুরেন্দ্রনাথ ঠাকুর
জন্ম(১৮৭২-০৭-২৬)২৬ জুলাই ১৮৭২
বোম্বাই, ভারত
মৃত্যু৩ মে ১৯৪০(1940-05-03) (বয়স ৬৭)
দাম্পত্য সঙ্গীসংজ্ঞা দেবী
সন্তানমঞ্জুশ্রী (কন্যা)
পিতা-মাতা
আত্মীয়ইন্দিরা দেবী চৌধুরানী (ভগিনী)

রচনাবলী সম্পাদনা

  • কুরুপাণ্ডব
  • বিশ্বমানবের লক্ষ্মীলাভ

তথ্যসূত্র সম্পাদনা

  1. সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৮১০-৮১১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬

বহিঃসংযোগ সম্পাদনা