সিন্ট-ট্রইডেন্সে ফুটবল ক্লাব

কনিঙ্কলিয়েকে সিন্ট-ট্রইডেন্সে ভোয়েতবালভেরেনিগিং (ওলন্দাজ উচ্চারণ: [ˈkoːnɪŋkləkə ˈsɪnt ˈtrœy̯də(n)sə ˈvudbɑlvərˌeːnəɣɪŋ]; এছাড়াও সিন্ট-ট্রইডেন্সে, সিন্ট-ট্রইডেন্সে ভিভি, ডে কানারিস (ওলন্দাজ উচ্চারণ: [də kaːˈnaːris]) অথবা শুধুমাত্র এসটিভিভি (ওলন্দাজ উচ্চারণ: [ˈɛs ˈteː ˈveː ˈveː]) নামে পরিচিত) হচ্ছে সিন্ট-ট্রইডেন্সে ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৯২৪ সালের ২৩শে ফেব্রুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। সিন্ট-ট্রইডেন্সে ভিভি তাদের সকল হোম ম্যাচ সিন্ট-ট্রইডেন্সের স্টায়েনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৪,৬০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন কেভিন মাস্কাট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ডেভিড মিকার্স। বেলজীয় মধ্যমাঠের খেলোয়াড় স্টিভ ডে রিডার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

সিন্ট-ট্রইডেন্সে
পূর্ণ নামকনিঙ্কলিয়েকে সিন্ট-ট্রইডেন্সে
ভোয়েতবালভেরেনিগিং
ডাকনামডে কানারিস
প্রতিষ্ঠিত২৩ ফেব্রুয়ারি ১৯২৪; ১০০ বছর আগে (1924-02-23)
মাঠস্টায়েন
ধারণক্ষমতা১৪,৬০০
মালিকডিএমএম.কম
সভাপতিবেলজিয়াম ডেভিড মিকার্স
ম্যানেজারইংল্যান্ড কেভিন মাস্কাট
লিগবেলজীয় প্রথম বিভাগ এ
২০১৯–২০১২তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, সিন্ট-ট্রইডেন্সে ভিভি এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি বেলজীয় দ্বিতীয় বিভাগ এবং ১টি বেলজীয় লীগ কাপ শিরোপা রয়েছে।

অর্জন সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সিন্ট-ট্রইডেন্সে ভিভি"transfermarkt.com। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:সিন্ট-ট্রইডেন্সে ফুটবল ক্লাব টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ