সিনক্রোট্রন বিকিরণ

সিনক্রোটন বিকিরণ বলতে সেই বিকিরণকে বোঝায় যা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রচণ্ড বেগে[১] ধাবমান ইলেকট্রন কর্তৃক নি:সৃত হয়। চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে ইলেকট্রন কুণ্ডলাকার পথে চলে এবং আলোর কাছাকাছি বেগ অর্জন করলে তার বেগের দিক বরাবর একটি ছোট কোণে এই বিকিরণটি নি:সৃত হয়। এই বিকিরণের একটি নির্দিষ্ট বর্ণালি ধরন আছে, অর্থাৎ বর্ণালি দেখেই বলে দেয়া সম্ভব এটি সিনক্রোটন বিকিরণ কি-না। এছাড়া এর মধ্যে অতি উচ্চ মাত্রার সমাবর্তন লক্ষ করা যায়। জ্যোতির্বৈজ্ঞানিক উৎসের ক্ষেত্রে এই বিকিরণের গুরুত্ব অনেক।[২]

ডি সিটার মহাবিশ্বের শোয়ার্জস্কাইল্ড ব্ল্যাকহোলের চারদিকে ঘুরে বেড়াতে উত্স দ্বারা বিকিরণ নির্গমন প্রক্রিয়াটির চিত্রগত উপস্থাপনা।
বাঁকানো চৌম্বক থেকে সিঙ্ক্রোট্রন বিকিরণ
একটি আনডুলেটর থেকে সিঙ্ক্রোট্রন বিকিরণ

পাদটীকা ও তথ্যসূত্র সম্পাদনা

  1. প্রচণ্ড বেগে অর্থ আলো গতির কাছাকাছি।
  2. এনসাইক্লোপিডিয়া অফ অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স

বহি:সংযোগ সম্পাদনা