সিতারা-ই-ইমতিয়াজ (উর্দু: ستارۂ امتياز) এর অর্থ হল শ্রেষ্ঠত্বের তারকা। এটি মূলত পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যা পাকিস্তান রাষ্ট্রের প্রতি সেবার জন্য দেওয়া হয়।"[১]

সিতারা-ই-ইমতিয়াজ
প্রদানকারী পাকিস্তানের রাষ্ট্রপতি
ধরণ পুরস্কার
দিন ১৪ অগাষ্ট, পাকিস্তানের প্রত্যেক স্বাধীনতা দিবসে
যোগ্যতা পাকিস্তানি বা বিদেশী নাগরিক
প্রদান করা হয় রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ সেবা
অবস্থা চালু আছে
প্রতিষ্ঠিত ১৯ মার্চ ১৯৫৭
প্রথম প্রবর্তন ১৯ মার্চ ১৯৫৭
পদমর্যাদার স্তর
পরবর্তী সম্মাননা (উচ্চতর) হিলাল-ই-ইমতিয়াজ
পূর্ববর্তী সম্মাননা (নিম্নতর) তঘমা-ই-ইমতিয়াজ
রিবন: শুধুমাত্র সামরিক ব্যক্তিদের জন্য

পুরস্কার বিবেচনার মানদণ্ড[১] সম্পাদনা

সিতারা-ই-ইমতিয়াজ প্রদানের ক্ষেত্রে নির্ধারিত কিছু বিষয়ের উপর ভিত্তি করে দেয়া হয়:

  • রাষ্ট্র বা জাতীয় নিরাপত্তায় অবদান
  • বিশ্বশান্তি
  • সাংস্কৃতিক অবদান
  • উল্লেখযোগ্য প্রচেষ্টা

সিতারা-ই-ইমতিয়াজ প্রাপ্ত বাংলাদেশী সম্পাদনা

প্রমুখ

তথ্যসূত্র সম্পাদনা

  1. [১], Sitara-i-Imtiaz awards announced-2005, Dawn Karachi newspaper, published 23 January 2014, Retrieved 4 September 2015