সিজো

কোরিয়ান প্রচলিত কবিতার ধারা


সিজো
হান্‌গল্

হাঞ্জা

সংশোধিত রোমান

ম্যাককান–রাইশাউর

시조

時調

Sijo

Sijo

সিজো একটি কোরীয় ঐতিহ্যবাহী ভাষাসৈনিক কাব্যিক রূপ যা কোরইও যুগে আবির্ভূত হয়েছিল।[১] কোরইও রাজবংশের সময় এই ধরনের কবিতা রচনার সূত্রপাত হয়। জোসন রাজবংশের রাজত্বকালে এই ধরনের কবিতা রচনা সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে। বর্তমানেও 'সিজো' কবিতা রচিত হয়ে থাকে।[১]

গঠন সম্পাদনা

সিজো কবিতা মূলত তিনটি পঙ্‌ক্তির হয়ে থাকে এবং প্রত্যেক পঙ্‌ক্তিতে ১৪-১৬ টি করে অক্ষর থাকে। এর গঠন হয়ে থাকে এইরূপ -বিষয়(৩,৪,৪,৪), ঘটনার বিস্তৃতি(৩,৪,৪,৪),বিষয়ের  মোড় ঘোরানো চমকপ্রদ বর্ণনা (৩,৫) এবং উপসংহার (৪,৩)[২] তবে বেশিরভাগ সময় এই গঠনের ব্যতিক্রম দেখা যেত।

'স্যাসল সিজো' অনেকটা উপন্যাসের মত, এর দ্বিতীয় পঙ্‌ক্তি অনেকটা বিস্তৃত ও বড় হত। অন্যদিকে তিনটি পঙ্‌ক্তির 'সিজো'র ক্ষেত্রে সাধারণ গঠনই মানা হত, প্রথম পঙ্‌ক্তিতে অবস্থা ও ঘটনা সম্পর্কে বলা হত, দ্বিতীয় পঙ্‌ক্তিতে ঘটনার বিস্তৃতি দেখা যায়। তৃতীয় পঙ্‌ক্তির প্রথমার্ধে থাকে এক চমকপ্রদ তথ্য ঘটনার সম্পর্কে, বাকি অংশে থাকে উপসংহার।

বিষয়বস্তু সম্পাদনা

'সিজো' কবিতার মূল বিষয়বস্তু ছিল প্রকৃতি, অতীতের স্মৃতি রোমন্থন, ভালবাসা, ঐতিহাসিক ঘটনা, নীতিকথা ইত্যাদি।

রচনাকারী সম্পাদনা

মূলত এই ধরনের কবিতা রচনা করত উচ্চ শিক্ষিত 'ইয়াংবান' (কোরীয় ভাষায় : 양반) শ্রেণি। তবে নিম্নশ্রেণির 'কিসেঙ্গ'[৩] (কোরীয় ভাষায়  : 기생) রাও এই ধরনের কবিতা লিখতেন। কেবল পুরুষরাই নয় নারীরাও এক্ষেত্রে পিছিয়ে ছিলেন না।

মহিলা কাব্যকার সম্পাদনা

'অউদোং' (কোরীয় ভাষায় : 어우동) ছিলেন 'জোসন' বংশের এক বিখ্যাত নৃত্যশিল্পী, লেখিকা ও কবি। পঞ্চদশ শতাব্দীতে তাঁর জন্ম। তিনি কয়েকটি 'সিজো'কবিতা রচনা করে ছিলেন।

'জোসন' রাজবংশের অপর একজন মহিলা কবি 'হোয়াং জিনি' (কোরীয় ভাষায় : 황진이) ও 'সিজো' কবিতা লিখেছিলেন। তাঁর জন্ম ষোড়শ শতাব্দীর প্রথম দিকে। তিনি রাজা 'জাংজং'র সমসাময়িক ছিলেন। 'হোয়াং-এর 'সিজো' কবিতা গুলিতে মূলত সৌন্দর্য ও পারিপার্শ্বিক স্থানের কথা প্রাধান্য পেত , এছাড়া ছিল স্বজন হারানোর শোকবার্তা। তাঁর রচিত 'সিজো'কবিতা গুলিকেই এখনও পর্যন্ত সবচেয়ে সুন্দর বলে মান্যতা দেওয়া হয়।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. The bamboo grove : an introduction to sijo। Rutt, Richard.। Ann Arbor: University of Michigan Press। ১৯৯৮। পৃষ্ঠা ১২। আইএসবিএন 0-472-08558-1ওসিএলসি 40248685 
  2. The bamboo grove : an introduction to sijo। Rutt, Richard.। Ann Arbor: University of Michigan Press। ১৯৯৮। পৃষ্ঠা ১০। আইএসবিএন 0-472-08558-1ওসিএলসি 40248685 
  3. McCann, David R. (David Richard), 1944- (২০০০)। Early Korean literature : selections and introductions। Columbia University Press। আইএসবিএন 0-231-11946-1ওসিএলসি 42682581 
  4. Sin, Hyŏng-sik. (২০০৫)। A Brief history of Korea। Seoul, Korea: Ewha Womans University Press। পৃষ্ঠা ১৩–১৮। আইএসবিএন 89-7300-602-9ওসিএলসি 62745457