সিউড়ি সদর মহকুমা

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি মহকুমা

সিউড়ি সদর মহকুমা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি মহকুমা। এই মহকুমা তিনটি পুরসভা (সিউড়ি, দুবরাজপুরসাঁইথিয়া) এবং সাতটি সমষ্টি উন্নয়ন ব্লক (সিউড়ি-১, সিউড়ি-২, সাঁইথিয়া, দুবরাজপুর, খয়রাসোল, রাজনগরমহম্মদবাজার) নিয়ে গঠিত। ব্লক সাতটিতে আবার একটি সেন্সাস টাউন (আহমদপুর) ও ৬২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর সিউড়ি।

সিউড়ি সদর মহকুমা
মহকুমা
সিউড়ি সদর মহকুমার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৫৫′ উত্তর ৮৭°৩২′ পূর্ব / ২৩.৯২° উত্তর ৮৭.৫৩° পূর্ব / 23.92; 87.53
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাবীরভূম জেলা
সদরসিউড়ি
ভাষা
 • সরকারিবাংলা, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০)
যানবাহন নিবন্ধনডব্লিউবি
ওয়েবসাইটwb.gov.in

এলাকা সম্পাদনা

সিউড়ি, দুবরাজপুরসাঁইথিয়া পুরসভা ছাড়া সিউড়ি সদর মহকুমায় সিউড়ি-১, সিউড়ি-২, সাঁইথিয়া, দুবরাজপুর, খয়রাসোল, রাজনগর ও মহম্মদবাজার নামে সাতটি ব্লকের অধীনে আহমদপুর নামে একটি সেন্সাস টাউন এবং ৬২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[১]

মহকুমা সম্পাদনা

বীরভূম জেলায় রয়েছে তিনটি মহকুমা:[২][৩][৪]

 
মহকুমা সদর
ক্ষেত্রফল
কিমি
জনসংখ্যা
(২০১১)
গ্রামীণ জনসংখ্যা %
(২০১১)
শহুরে জনসংখ্যা %
(২০১১)
রামপুরহাট রামপুরহাট ১,৫৭৪.২৩ ১৫,০৮,৫০৬ ৯৬.৬২ ৩.৩৮
সিউড়ী সদর সিউড়ী ১,৭৮২.৭২ ১১,২১,৮৭১ ৯৬.৫৭ ৩.৪৩
বোলপুর বোলপুর ১,১৮৬.৬৬ ৮,৭২,০২৭ ৯৬.৫৬ ৩.৪৪
বীরভূম জেলা ৪,৫৪৫.০০ ৩৫,০২,৪০৪ ৯৬.৫৯ ৩.৪১

ব্লক সম্পাদনা

 

সিউড়ি-১ ব্লক সম্পাদনা

সিউড়ি-১ ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আলুন্দা, করিধ্যা, মল্লিকপুর, তিলপাড়া, ভুরকুনা, খাটাঙ্গা ও নাগরী।[১] ব্লকটি সিউড়ি ও সদাইপুর থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর বড়বাগান।[৬]

সিউড়ি-২ ব্লক সম্পাদনা

সিউড়ি-২ ব্লকের গ্রামীণ এলাকা ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল অবিনাশপুর, দমদমা, কোমা, বাঁশঙ্কা, কেন্দুয়া,পুরন্দরপুর।[১] ব্লকটি সিউড়ি ও পাঁরুই থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর পুরন্দরপুর।[৬]

সাঁইথিয়া ব্লক সম্পাদনা

সাঁইথিয়া ব্লকের শহরাঞ্চল আহমদপুর সেন্সাস টাউন এবং গ্রামীণ এলাকা ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আহমদপুর, বনগ্রাম, হরিসারা, পানরুই, ভ্রমরকোল, দেরিয়াপুর, হাতোড়া, সাংরা, আমারপুর, ফুলুর, মাথপালসা ও শ্রীনিধিপুর।[১] ব্লকটি সাঁইথিয়া ও পানরুই থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর আহমদপুর।[৬]

দুবরাজপুর ব্লক সম্পাদনা

দুবরাজপুর ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বালিজুরি, হেতমপুর, লোবা, সাহাপুর, চিনপাই, যশপুর, পদুমা, গোহালিয়ারা, লক্ষ্মীনারায়ণপুর ও পারুলিয়া।[১] ব্লকটি ইলামবাজার, সদাইপুর ও দুবরাজপুর থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর দুবরাজপুর।[৬]

খয়রাসোল ব্লক সম্পাদনা

খয়রাসোল ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বাবুইজোড়, কেন্দগোর, নাকরাকোন্দা, রুপুসপুর, বড়রা, খয়রাসোল, পাঁচড়া, হজরতপুর, লোকপুর ও পারসুন্দি।[১] ব্লকটি খয়রাসোল ও কাঁকড়তলা থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর খয়রাসোল।[৬]

রাজনগর ব্লক সম্পাদনা

রাজনগর ব্লকের গ্রামীণ এলাকা পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল ভবানীপুর, গাংমুড়ি-জয়পুর, তাঁতিপাড়া, চন্দ্রপুর ও রাজনগর।[১] ব্লকটি রাজনগর থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর রাজনগর।[৬]

মহম্মদবাজার ব্লক সম্পাদনা

মহম্মদবাজার ব্লকের গ্রামীণ এলাকা ১২টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আঙ্গারগড়িয়া, চরিচা, হিংলো, পুরাণাগ্রাম, ভাঁড়কাটা, ডেউচা, কাপিষ্টা, রামপুর, ভুতুরা, গণপুর, মহম্মদবাজার ও সেকেড্ডা।[১] ব্লকটি মহম্মদবাজার থানার অধীনস্থ।[৫] ব্লকের সদর প্যাটেলনগর।[৬]

বিধানসভা কেন্দ্র সম্পাদনা

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে:[৭]

  • সিউড়ি পুরসভা, সিউড়ি-১ ব্লক, রাজনগর ব্লক ও দুবরাজপুর ব্লকের চিনপাই, গোহালিয়ারা, পারুলিয়া ও সাহাপুর গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে সিউড়ি বিধানসভা কেন্দ্র গঠিত।
  • দুবরাজপুর ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত, দুবরাজপুর পুরসভা ও খয়রাসোল ব্লক নিয়ে দুবরাজপুর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • সাঁইথিয়া পুরসভা, সিউড়ি-২ ব্লক, মহম্মদবাজার ব্লকের অঙ্গারগড়িয়া, ভুতুড়া, চরিচা, মহম্মদবাজার, দেউচা ও পুরানাগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং সাঁইথিয়া ব্লকের বনগ্রাম, দেরিয়াপুর, ফুলুর, হরিসারা, হাতোড়া ও মাথপালসা গ্রাম পঞ্চায়েত নিয়ে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্র গঠিত।
  • সাঁইথিয়া ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত লাভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
  • মোহম্মদ বাজার ব্লকের অবশিষ্ট ছয়টি গ্রাম পঞ্চায়েত রামপুরহাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

পাদটীকা সম্পাদনা

  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬ 
  2. "District Statistical Handbook 2008, Birbhum" (পিডিএফ)Table 2.2। Bureau of Applied Economics and Statistics, Government of West Bengal। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮ 
  3. "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"2011 census: West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮ 
  4. "2011 Census - Primary Census Abstract Data Tables"West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮ 
  5. "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬ 
  6. "Contact details of Block Development Officers"Birbhum district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "Press Note, Delimitation Commission" (PDF)Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 22,25। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২৫ 

টেমপ্লেট:Birbhum District