সায়নী দত্ত

ভারতীয় অভিনেত্রী এবং মডেল

সায়নী দত্ত হচ্ছেন একজন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। ২০১২ সালে চলচ্চিত্র ন হন্যতে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছিলেন।[১] তার দ্বিতীয় ছবি, শাদা কালো আবছা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রবেশ করেছিল। [২] ২০১৬ সালে, তিনি সৌমদ্বীপ ঘোষ চৌধুরীর পরিচালিত ফিট ও ফো নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করেছিলেন।[৩] তিনি এফএফএসিই এর ২০১৪ ক্যালেন্ডার এর প্রথম সংস্করণের জন্য সেলিব্রিটি মডেলও ছিলেন।[৪]

সায়নী দত্ত
জন্ম
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী / মডেল
কর্মজীবন২০১২-বর্তমান
পিতা-মাতাসুভাষ দত্ত (পিতা), স্বতী দত্ত (মা)

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

সায়নী দত্ত অভিনীত চলচ্চিত্রের তালিকা:-

বছর চলচ্চিত্র পরিচালক টীকা
২০১২ ন হন্যতে রিংঙ্গো ব্যানার্জী
২০১৩ সাদা কালো আবছা[৫] রিংঙ্গো ব্যানার্জী
২০১৪ জিজিবিশা[৬][৭] সুমিত কর দাস
২০১৪ এক যে আছে শহর[৮] রিংঙ্গো ব্যানার্জী
২০১৫ ইউনাইটেড রঞ্জজে রাস
২০১৬ চোরাবালি সুব্রতিত মিত্র
২০১৬ রোমান্টিক নয় রাজীব চৌধুরী
২০১৭ মাইকেল[৯] সতীজিত সেন
২০১৭ কায়া [১০] রাজীব চৌধুরী

বিজ্ঞাপন সম্পাদনা

২০১৮ সালে বর্নভিটা কোম্পানির বিজ্ঞাপনে অংশগ্রহণের মাধ্যমে তিনি জাতীয় বিজ্ঞাপনে তার অভিষেক ঘটান। এছাড়াও তিনি অন্যান্য টিভি ও ওয়েব বিজ্ঞাপনে অংশ নিয়েছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mother Courage"The Telegraph। India। ১ ডিসেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৮ 
  2. "BBC Asia Network talks to Sayani Datta" 
  3. "NAWAZUDDIN SIDDIQUI INSPIRES YOUNG FILMMAKER"। ১৪ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৯ 
  4. "Gomolo 25.3.2014" 
  5. "Gomolo Review 22.11.2013" 
  6. "Hindustan Times 8.2.2014" 
  7. "Tollywood Dhamaka 10.3.2014" 
  8. "Times of India 10.4.2014" 
  9. "The Times Group"epaperbeta.timesofindia.com। ২৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৯ 
  10. "The Times Group"epaperbeta.timesofindia.com। ২৫ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৯