সানা সাঈদ

ভারতীয় অভিনেত্রী

সানা সাঈদ (জন্ম: ২২শে সেপ্টেম্বর ১৯৮৮)[১] হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং মডেল, তিনি মূলত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।[২]

সানা সাঈদ
২০১৩ সালে সানা সাঈদ
জন্ম (1988-09-22) ২২ সেপ্টেম্বর ১৯৮৮ (বয়স ৩৫)[১]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৮–বর্তমান

পেশা সম্পাদনা

শিশুশিল্পী সম্পাদনা

তিনি ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত কুছ কুছ হোতা হ্যায় নামক হিন্দি চলচ্চিত্রে একজন শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছেন এবং পরবর্তীতে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত হার দিল যো প্যায়ার কারেগা এবং বাদল নামক চলচ্চিত্রে তাঁর কাজ অব্যাহত রেখেছিলেন।

পূর্ণবয়স্ক চরিত্র সম্পাদনা

তিনি ২০০৮ সালে বাবুল কা অঙ্গন ছুটে না এবং লো হো গয়ি পূজা ইস ঘর কি -এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছিলেন। ২০১২ সালে, করণ জোহর দ্বারা পরিচালিত জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র স্টুডেন্ট অব দ্য ইয়ার-এ প্রাপ্তবয়স্ক হিসাবে পর্দায় তাঁর অভিষেক করেন, যা বক্স-অফিস বাণিজ্যিকভাবে একটি সফল চলচ্চিত্রে পরিণত হয়েছিল; এই চলচ্চিত্রে তিনি তানিয়া ইসরানি নামক একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।[৩] উক্ত চলচ্চিত্রের মাধ্যমে সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধবনআলিয়া ভাটের মতো অভিনয়শিল্পীরা অভিষেক করেছিলেন।[৪]

টেলিভিশন অনুষ্ঠান সম্পাদনা

তিনি ২০০৩ সালে কালার্স টিভিতে প্রচারিত নৃত্য বিষয়ক রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠানের ৬ষ্ঠ আসরে ঝলক দিখলা যা-এ একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৫ম স্থান অধিকার করেছিলেন এবং নৃত্য বিষয়ক রিয়ালিটি অনুষ্ঠান-এ অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৫ম স্থান অধিকার করেছিলেন, সেখানে তিনি তাঁর নাচের দক্ষতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন।।[৫] অতঃপর ২০১৬ সালে তিনি কালার্স টিভিতে প্রচারিত জনপ্রিয় রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান ফিয়ার ফ্যাক্টর: খাত্রোঁ কে খিলাড়ি-এর ৬ষ্ঠ আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন; যেখানে তিনি ৯ম স্থান অধিকার করেছিলেন।

তিনি স্টার প্লাসে প্রচারিত বিখ্যাত বাচ্চাদের অনুষ্ঠান ফক্স কিডস-এ চতুর চাচী চরিত্রে অভিনয় করেছেন। তিনি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত বাবুল কা অঙ্গন ছুটে না এবং সনি সাবে প্রচারিত লো হো গায়ি পূজা ইস ঘর কি -র মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি ২০১৫ সালে স্টার প্লাসে প্রচারিত নৃত্য বিষয়ক রিয়ালিটি টেলিভিশন অনুষ্ঠান নাচ বলিয়ে-তে দীপেশ শর্মার সাথে জুটি বেঁধে একজন প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন

২০১৮ সালের মে মাসে, তিনি আদনান খান, অরিজিৎ তানেজা এবং করণ জোতওয়ানীর সাথে অতিথি হিসাবে জি টিভির টক শো জাজ বাট-এ উপস্থিত হয়েছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "12 child artistes who turned into beautiful divas"Mid-Day। ২২ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮ 
  2. "Sana Saeed home"Mumbai MirrorThe Times of India। ২৮ আগস্ট ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮ 
  3. Joginder Tuteja (২২ অক্টোবর ২০১২)। "Karan scores hat trick with SOTY scoring very well at the Box Office"Koimoi.com। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮ 
  4. Neha Sharma; Navdeep Kaur Marwah (৪ জানুয়ারি ২০১১)। "The new stars of Bollywood"Hindustan Times। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮ 
  5. "Sana to enter Jhalak Dikhla Jaa as wild card"Daily Mail। London। ৫ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা