সাইপ্রাসের ভাষা- সরকার নিয়ন্ত্রিত অঞ্চল(২০১১ সমীক্ষা)[১]
ভাষা
গ্রীক
  
৮০.৯%
ইংরেজি
  
৪.১%
রোমানিয়ান
  
২.৯%
রাশিয়ান
  
২.৫%
বুলগেরিয়ান
  
২.২%
আরবী
  
১.২%
ফিলিপাইন
  
১.১%
তুর্কি
  
০.২%
অন্যান্য
  
৪.৩%
অনির্ণিত
  
০.৬%

গ্রিক ভাষাতুর্কি ভাষা যথাক্রমে সাইপ্রাসের গ্রিক- এবং তুর্কি-অধ্যুষিত অংশের সরকারি ভাষা। এর মধ্যে গ্রিক ভাষাতে সাইপ্রাসের প্রায় চার-পঞ্চমাংশ লোক এবং তুর্কি ভাষাতে প্রায় এক-পঞ্চমাংশ লোক কথা বলেন। এছাড়া আরবি ভাষা, আর্মেনীয় ভাষা এবং সিরীয় ভাষার প্রতিটিতে বেশ কয়েক হাজার লোক কথা বলেন। আন্তর্জাতিক বাণিজ্যে এবং পর্যটন শিল্পে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়।

সাইনবোর্ড, গ্রীক ভাষায় সাইপ্রাস (বড় অক্ষরে, উপরে), তুর্কি (মধ্যম) এবং রোমানাইজড গ্রিক (নীচে)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Middle East :: CYPRUS"। CIA The World Factbook।