সহীহ ইবনে খুজাইমাহ

সহীহ ইবনে খুযাইমা বা সহীহ ইবনে খুজাইমাহ (আরবি: صحيح ابن خزيمة) হলো একটি হাদীস গ্রন্থ। ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজায়মাহ (৮৩৭ খ্রিস্টাব্দ/২২৩ হিজরী - ৯৩৩ খ্রিস্টাব্দ/৩১১ হিজরী) এটি রচনা ও সংকলন করেন।[১] হাদীস সংকলনে মাত্র চারটি বই রয়েছে যা 'সহীহ' বা 'সহিহ' শব্দ দিয়ে শুরু হয়েছে আর সহীহ ইবনে খুজাইমা এর মধ্যে একটি। অন্য তিনটি গ্রন্থ হল সহীহ বুখারী, সহীহ মুসলিমসহীহ ইবনে হিব্বান[২]

সহীহ ইবনে খুজাইমাহ
লেখকআবু বকর মুহাম্মাদ ইবনে ইসহাক ইবনে খুজাইমাহ
ভাষাআরবি
ধরনহাদিস সংকলন

বিবরণ সম্পাদনা

মকতাবা শামিলা অনুযায়ী বইটিতে প্রায় তিন হাজার (৩০০০) হাদিস রয়েছে[৩] তাঁর রচনাটি সাধারণত সহীহ ইবনে খুজাইমাহ নামেই পরিচিত। ইবনে হাজারের মতে বইটির আসল শিরোনাম হল কিতাব আল-সহীহ[৪]

বইটির লিখন পদ্ধতি সম্পাদনা

  • লেখক তাঁর সময়ে অন্যান্য হাদিস গ্রন্থ অনুসারে তার বর্ণনা অধ্যায় এবং উপ-অধ্যায় করে। সেইভাবে, তিনি অযুর অধ্যায় দিয়ে শুরু করেন, এরপরে নামাজ, তেমনি ভাবে বাকি সব অধ্যায়। অযুর অধ্যায়ে (কিতাব আল-উদু), তিনি "আবওয়াব," যার মানে "দরজা", নামে একটি উপ-অধ্যায় রাখেন।
  • তাঁর বইয়ের হাদীসগুলি বর্ণনাকারীদের শৃঙ্খল দ্বারা সমর্থিত যা শেষ পর্যন্ত নবী মুহাম্মদ (সা) কাছে ফিরে। যদি কোন হাদীসের একাধিক বর্ণনা থাকে তবে তিনি এর সবই উল্লেখ করেন।[৫][৬]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ibn Khuzaimah"। মে ৫, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯ 
  2. "Sahih Ibn Khuzaymah"। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯ 
  3. "صحيح ابن خزيمة • الموقع الرسمي للمكتبة الشاملة"shamela.ws 
  4. "1. Sahih Ibn Khuzaymah"। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯ 
  5. "Lesser Known Hadith Compilations: Sahih Ibn Khuzaymah and Sahih Ibn Hibban"। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯ 
  6. "Ibn Khuzaimah (223 - 311 Hijri)"। মে ৫, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯