সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন

যুবভারতী ক্রীড়াঙ্গন মেট্রো স্টেশন হল কলকাতা মেট্রো-এর ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনের [২] একটি গুরুত্ব পূর্ণ ভূগর্ভস্ত মেট্রো স্টেশন। এই স্টেশনটি বিধাননগর এলাকায় অবস্থিত। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রথম পর্যায় সেক্টর ফাইভ থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন মেট্রো স্টেশন পর্যন্ত চলাচল শুরু করে ১৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে।

যুবভারতী ক্রীড়াঙ্গন
কলকাতা মেট্রো স্টেশন
অবস্থানবিধাননগর, কলকাতা - ৭০০০৯৮
স্থানাঙ্ক২২°৩৪′২৩″ উত্তর ৮৮°২৪′১১″ পূর্ব / ২২.৫৭৩১৬২° উত্তর ৮৮.৪০৩১০০° পূর্ব / 22.573162; 88.403100
মালিকানাধীনকলকাতা মেট্রো রেল কর্পোরেশন
লাইনলাইন ২
প্ল্যাটফর্ম২ টি (পার্শ্ব প্ল্যাটফর্ম)
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনউত্তোলিত
প্ল্যাটফর্মের স্তর
পার্কিংনা
সাইকেলের সুবিধানা
প্রতিবন্ধী প্রবেশাধিকারহ্যাঁ Handicapped/disabled access
অন্য তথ্য
অবস্থাসক্রিয়
ভাড়ার স্থানকলকাতা মেট্রো লাইন ২
ইতিহাস
চালু১৩ ফেব্রুয়ারি ২০২০; ৪ বছর আগে (13 February 2020)[১]
বৈদ্যুতীকরণ২০১৮
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন   কলকাতা মেট্রো   পরবর্তী স্টেশন
লাইন ২
অবস্থান
মানচিত্র

মেট্রো রেল স্টেশনটি যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়ামের কাছেই অবস্থিত।

স্টেশন সম্পাদনা

গঠন সম্পাদনা

কলকাতা মেট্রোর লাইন ২-এর অন্তর্গত ফুলবাগান মেট্রো স্টেশনটি গঠনগতভাবে উত্তলিত মেট্রো স্টেশন।

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা